ETV Bharat / state

বাবু মাস্টারের গাড়িতে হামলার প্রতিবাদে উত্তপ্ত বসিরহাট

গতকাল সিরহাটে দলীয় কর্মসূচি সেরে কলকাতার বাড়ি ফেরার পথে মিনাখাঁ খ্রিস্টানপাড়ার মোড়ে দুষ্কৃতীরা বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার মিনাখা থানার সামনে বিক্ষোভ দেখালেন প্রায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক ।

উত্তাল বসিরহাট
উত্তাল বসিরহাট
author img

By

Published : Feb 14, 2021, 11:02 PM IST

মিনাখাঁ, 14 ফেব্রুয়ারি : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ফিরোজ কামাল গাজির উপর হামলার প্রতিবাদে রবিবার উত্তপ্ত মিনাখাঁ থানা চত্বর । বসিরহাট মহকুমার অন্য থানাগুলিতেও বিক্ষোভ হয়েছে । এদিন বিজেপি কর্মীরা থানা ঘেরাও করেন । দফায় দফায় চলে বিক্ষোভ । আন্দোলনরত বিজেপি কর্মীদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয় ।

উল্লেখ্য, বসিরহাটে দলীয় কর্মসূচি সেরে কলকাতার বাড়ি ফেরার পথে মিনাখা খ্রিস্টানপাড়ার মোড়ে দুষ্কৃতীরা বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে । কয়েক রাউন্ড গুলিও চলে তার গাড়ি লক্ষ্য করে । ঘটনায় গুরুতরভাবে আহত হন বাবু মাস্টার । বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার মিনাখা থানার সামনে বিক্ষোভ দেখালেন প্রায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক । বিক্ষোভকারী বিজেপি কর্মীরা থানার ভিতরে ঢোকারও চেষ্টা করেন । পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের আটকে দেয় । বেশ কিছুক্ষণ ধরে ব্যারিকেড নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ঠেলাঠেলি হয় ।

উত্তাল বসিরহাট

আরও পড়ুন: পুলিশের মদতেই বাবু মাস্টারের উপর হামলা, তোপ অর্জুনের

থানার সামনে বিক্ষোভ দেখানোর পর মিনাখাঁ থানার ওসির কাছে বিজেপি কর্মীরা একটি স্মারকলিপি জমা দেন । তাঁরা বাবু মাস্টারের উপর হামলাকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান । পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

মিনাখাঁ, 14 ফেব্রুয়ারি : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ফিরোজ কামাল গাজির উপর হামলার প্রতিবাদে রবিবার উত্তপ্ত মিনাখাঁ থানা চত্বর । বসিরহাট মহকুমার অন্য থানাগুলিতেও বিক্ষোভ হয়েছে । এদিন বিজেপি কর্মীরা থানা ঘেরাও করেন । দফায় দফায় চলে বিক্ষোভ । আন্দোলনরত বিজেপি কর্মীদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয় ।

উল্লেখ্য, বসিরহাটে দলীয় কর্মসূচি সেরে কলকাতার বাড়ি ফেরার পথে মিনাখা খ্রিস্টানপাড়ার মোড়ে দুষ্কৃতীরা বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে । কয়েক রাউন্ড গুলিও চলে তার গাড়ি লক্ষ্য করে । ঘটনায় গুরুতরভাবে আহত হন বাবু মাস্টার । বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার মিনাখা থানার সামনে বিক্ষোভ দেখালেন প্রায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক । বিক্ষোভকারী বিজেপি কর্মীরা থানার ভিতরে ঢোকারও চেষ্টা করেন । পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের আটকে দেয় । বেশ কিছুক্ষণ ধরে ব্যারিকেড নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ঠেলাঠেলি হয় ।

উত্তাল বসিরহাট

আরও পড়ুন: পুলিশের মদতেই বাবু মাস্টারের উপর হামলা, তোপ অর্জুনের

থানার সামনে বিক্ষোভ দেখানোর পর মিনাখাঁ থানার ওসির কাছে বিজেপি কর্মীরা একটি স্মারকলিপি জমা দেন । তাঁরা বাবু মাস্টারের উপর হামলাকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান । পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.