বনগাঁ, 19 মার্চ : বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী আলো রানী সরকার । দেওয়াল লেখনীতে তাঁর নামে কালি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে । উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রসুলপুর এলাকার ঘটনাটি আজ সকালে প্রকাশ্যে আসে ।
জানা গিয়েছে, ভোটের প্রচারের কারণে রসুলপুরের একটি মন্দিরের দেওয়ালে তৃণমূল প্রার্থী আলো রানী সরকারের নাম লেখা ছিল । অভিযোগ, গতরাতে সেই দেওয়াল লিখনের উপরে কালি দেওয়া হয় । তার প্রতিবাদে স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় । গোপালনগর-নহাটা রাজ্য সড়কের রসুলপুরে অবরোধ শুরু করে । 30 মিনিট ধরে চলে অবরোধ ।
আরও পড়ুন : ভোটের আকাশে প্রচারে বিমান, 25 মার্চ জলপাইগুড়িতে
পরিস্থিতি সামাল দিতে পরে গোপালনগর থানার পুলিশ আসে । দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়ায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় । এ প্রসঙ্গে পাল্লা গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিথ বালা বলেন, "গতকাল বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করার পর ওদের দুষ্কৃতীরা আমাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে । দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে । প্রশাসনকে বিষয়টি জানিয়েছি ।"
প্রশাসন অবিলম্বে পদক্ষেপ না করলে আমরা আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নিশিথ বালা । অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবিষয়ে বলেন, "এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ । তৃণমূলের পক্ষ থেকে একটি মন্দিরের গায়ে দেওয়াল লেখা হয়েছিল । মন্দির কর্তৃপক্ষ সেই লেখা মুছে দিয়েছে । কারণ কোনও সরকারি সম্পত্তি বা মন্দিরের গায়ে দেওয়াল লেখা নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধিতে অবৈধ ।"