ETV Bharat / state

পরিবর্তন যাত্রার আগেই তৃণমূলের পোস্টার ছেঁড়ায় রাজনৈতিক চাপানউতোর দেগঙ্গায়

author img

By

Published : Feb 22, 2021, 5:16 PM IST

দেগঙ্গায় আজ বিকেল চারটে নাগাদ পৌঁছাবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ৷ তার আগে আজ সকালে তৃণমূলের পোস্টার ছিঁড়ে বিজেপির পোস্টার লাগাতে দেখা যায় দুই ভিন দেশী যুবককে ৷ ঘটনাস্থানে এসে দুই যুবককে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ ৷

পোস্টার ছেঁড়ায় গ্রেফতার যুবক
পোস্টার ছেঁড়ায় গ্রেফতার যুবক

দেগঙ্গা, 22 ফেব্রুয়ারি :আজ বিকেল চারটে নাগাদ বিজেপির 'পরিবর্তন যাত্রা'র রথ পৌঁছাবে দেগঙ্গার বেঁড়াচাপায় ৷ তার আগে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল ভিন দেশী দুই যুবকের বিরূদ্ধে ৷ পোস্টার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে যুযুধান দুই শিবির, বিজেপি ও তৃণমূল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ৷ প্রথমে ওই দুই যুবককে আটক করা হলেও পরে তাদের গ্রেফতার করে পুলিশ ৷

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, অভিযুক্ত ওই দুই যুবক বিহারের বাসিন্দা ৷ আমিনপুরের রাস্তার ধারের একটি দেওয়ালে তাদের তৃণমূলের পোস্টার ছিঁড়ে বিজেপির পোস্টার লাগাতে দেখে এলাকার কয়েকজন তৃণমূল কর্মী ৷ বিজেপির ওই পোস্টারে লেখা ছিল,' আর নয় অন্যায় ' ৷ ওই দুই যুবককে পাল্টা বিজেপির পোস্টার ছিঁড়তে বাধ্য করে তৃণমূলের কয়েকজন কর্মী ৷ ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ৷

দেগঙ্গায় পোস্টার ছিঁড়তে দেখা গেল যুবককে

দেগঙ্গার তৃণমূল নেতা ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ জানান, "বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করছে । বাংলার মানুষ ভোটের মাধ্যমে ওঁদের উপযুক্ত জবাব দেবে"।

তৃণমূলের পোস্টার ছেঁড়ার পুরো ঘটনাটি অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ি করেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

পুলিশ জানিয়েছে," ঘটনার পিছনে কাদের মদত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদের জেরা করে সেই বিষয়ে জানার চেষ্টা চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে "। ওই দুই অভিযুক্তের কলার ধরে মাথায় চাটি মারতে মারতে নিয়ে যায় পুলিশ ৷ গোটা ঘটনার ভিডিয়ো সামনে আসতেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দেগঙ্গা থানার পুলিশকে ৷ যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ৷

প্রসঙ্গত, আজ বিকেল চারটে নাগাদ বিজেপির 'পরিবর্তন যাত্রা'র রথ পৌঁছাবে দেগঙ্গার বেঁড়াচাপায় । সেখানে হাজির থাকবেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত , বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় সহ গেরুয়া শিবিরের একাধিক নেতৃত্ব ।

তার আগেই পোস্টার বিতর্কে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায় ৷

দেগঙ্গা, 22 ফেব্রুয়ারি :আজ বিকেল চারটে নাগাদ বিজেপির 'পরিবর্তন যাত্রা'র রথ পৌঁছাবে দেগঙ্গার বেঁড়াচাপায় ৷ তার আগে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল ভিন দেশী দুই যুবকের বিরূদ্ধে ৷ পোস্টার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে যুযুধান দুই শিবির, বিজেপি ও তৃণমূল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ৷ প্রথমে ওই দুই যুবককে আটক করা হলেও পরে তাদের গ্রেফতার করে পুলিশ ৷

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, অভিযুক্ত ওই দুই যুবক বিহারের বাসিন্দা ৷ আমিনপুরের রাস্তার ধারের একটি দেওয়ালে তাদের তৃণমূলের পোস্টার ছিঁড়ে বিজেপির পোস্টার লাগাতে দেখে এলাকার কয়েকজন তৃণমূল কর্মী ৷ বিজেপির ওই পোস্টারে লেখা ছিল,' আর নয় অন্যায় ' ৷ ওই দুই যুবককে পাল্টা বিজেপির পোস্টার ছিঁড়তে বাধ্য করে তৃণমূলের কয়েকজন কর্মী ৷ ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ৷

দেগঙ্গায় পোস্টার ছিঁড়তে দেখা গেল যুবককে

দেগঙ্গার তৃণমূল নেতা ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ জানান, "বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করছে । বাংলার মানুষ ভোটের মাধ্যমে ওঁদের উপযুক্ত জবাব দেবে"।

তৃণমূলের পোস্টার ছেঁড়ার পুরো ঘটনাটি অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ি করেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

পুলিশ জানিয়েছে," ঘটনার পিছনে কাদের মদত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদের জেরা করে সেই বিষয়ে জানার চেষ্টা চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে "। ওই দুই অভিযুক্তের কলার ধরে মাথায় চাটি মারতে মারতে নিয়ে যায় পুলিশ ৷ গোটা ঘটনার ভিডিয়ো সামনে আসতেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দেগঙ্গা থানার পুলিশকে ৷ যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ৷

প্রসঙ্গত, আজ বিকেল চারটে নাগাদ বিজেপির 'পরিবর্তন যাত্রা'র রথ পৌঁছাবে দেগঙ্গার বেঁড়াচাপায় । সেখানে হাজির থাকবেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত , বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় সহ গেরুয়া শিবিরের একাধিক নেতৃত্ব ।

তার আগেই পোস্টার বিতর্কে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.