বারাসত, 21 মে: দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার কষ্ট দূর করতে, উত্তর 24 পরগনার বারাসত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওয়েবসাইট চালু করল ৷
উত্তর 24 পরগনা বারাসত ব্লক ওয়ান ছোটজাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারদের প্রচেষ্টায় ওয়েবসাইট খুলেছে ৷ কোভিড টিকা দিতে এসে রাত জেগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মানুষজনকে ৷ বয়স্কদেরও লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে টিকা নিতে হয় ৷ এই সব দেখে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুরা এক ওয়েবসাইট শুরু করলেন ৷
আরও পড়ুন: আপনার চারপাশে করোনা আক্রান্তদের সহায়তা করার নয়টি উপায়
ওয়েবসাইটে গেলে আপনি আপনার নাম, একদিন আগে টিকাকরণের তারিখ জানতে পারবেন ৷ আপনাকে লাইনে কষ্ট করে দাঁড়াতে হবে না ৷ যদি কেউ বেসরকারি হাসপাতালে প্রথম ডোজ দিয়ে থাকেন, তিনিও সরকারি হাসপাতালে দ্বিতীয় ডোজ দিতে পারবেন ৷ এলাকার আশা কর্মীর কাছে নাম নথিভুক্ত করতে হবে ৷ এরপর টিকাকরণের তারিখ ফোনে জানানো হবে ৷ আর কারওকে কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না ৷