বারাসাত ,15 ফেব্রুয়ারি : মিটিং মিছিলের অনুমতি দেয় না রাজ্য সরকার ৷ BJP-র তরফে বারবার এই অভিযোগ করা হয় ৷ এর উত্তর দিলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা সুব্রত মুখোপাধ্যায় ৷ বললেন, মিটিং-মিছিল করতে পারছেন বলেই আজ উনি দিলীপ ঘোষ হয়েছে ৷ এরপরই তাঁর কটাক্ষ, "দিলীপ ঘোষের নাম শুনলেই তো আমরা ভয়ে থরথর করে কাঁপি । ওর মতো ভয়ঙ্কর ও ক্ষমতাশীল মানুষ কেউ নেই ।"
আজ দুপুরে বারাসতে আদালতে একটি পুরোনো মামলায় হাজিরা দিতে আসেন সুব্রতবাবু । আদালত থেকে বেরোনোর সময় সুব্রতবাবুর কাছে দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন সুব্রতবাবু বলেন, "মিছিল,মিটিং করছেন বলেই তো আজ উনি দিলীপ ঘোষ হয়েছেন । আমাদের এখানে বাধা দেওয়ার কোনও ব্যাপার নেই । ওরা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি নিতে পারে । আমাদের তাতে কোনও অসুবিধে নেই।"
আসন্ন পৌরভোটে বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীর দাবিকে কটাক্ষ করে সুব্রতবাবু বলেন, "এখানে পরিষ্কার ও পরিচ্ছন্ন ভাবে সাধারণত ভোট হয়ে থাকে । এবারও সেরকমই রাজনৈতিক ভোট হবে । অন্য কিছু এর মধ্যে প্রবেশ করতে পারবে না"।
এরপরই BJP সহ বিরোধীদের আক্রমণ করে সুব্রতবাবুর সংযোজন, "বিরোধীদের রাবারের মুখ । ওরা কেন্দ্রীয় বাহিনীর দাবি করতেই পারে । ওদের দাবি রাজনৈতিক।" পৌরভোট এত স্বচ্ছ ও পরিচ্ছন্ন হবে যে অন্য রাজ্যের প্রশাসককেও হিংসা করতে হবে বলে দাবি করেন তিনি । এ'রাজ্যে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জয়গান করার অভিযোগেরও উত্তর দিতে ভোলেননি তিনি । পঞ্চায়েত মন্ত্রী বলেন ," BJP ওই পাকিস্তানের বন্ধু । ওদের সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসলেও আসতে পারে ।"