ETV Bharat / state

অর্পিতার হারের অন্যতম কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব : সুকান্ত মজুমদার - Sukanta majumder

"এই জয় অনেক কষ্টের । আমাদের কর্মীরা বহুদিন ধরে পঞ্চায়েত নির্বাচনে পরিশ্রম করেও ফল পাচ্ছিল না । সেসময় বিশাল পরিমাণে ভোটলুট হয়েছিল । একটি রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহারের জন্যই আমরা জিততে পারিনি ।" ফলাফল সামনে আসার পর বললেন BJP প্রার্থী সুকান্ত মজুমদার ।

sukanta
author img

By

Published : May 24, 2019, 6:37 AM IST

Updated : May 24, 2019, 6:50 AM IST

বালুরঘাট, 24 মে : সপ্তদশ লোকসভা নির্বাচনে বালুরঘাটের সম্ভাব্য জয়ী প্রার্থী BJP-র সুকান্ত মজুমদার । গত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদ অর্পিতা ঘোষের থেকে প্রায় 33,555 ভোটে এগিয়ে তিনি । এই জয়ের কৃতিত্ব তিনি তাঁর দলের কর্মী-সমর্থকদের দেন ।

তাঁর এই জয়ের ব্যাপারে সুকান্তবাবু বলেন, "এই জয় অনেক কষ্টের জয় । আমাদের কর্মীরা বহুদিন ধরে পঞ্চায়েত নির্বাচনে পরিশ্রম করেও ফল পাচ্ছিল না । সেসময় বিশাল পরিমাণে ভোটলুট হয়েছিল । একটি রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহারের জন্যই আমরা জিততে পারিনি ।" তিনি আরও বলেন, "কিন্তু এবারের লোকসভা নির্বাচনে মানুষ তার উত্তর দিয়েছে । মানুষ গণতান্ত্রিকভাবে ঠিক তার প্রতিশোধ নেয় । এবারের ফলাফলই তার প্রমাণ ।"

এই জয়ের পিছনে কী কী কারণ রয়েছে ? উত্তরে সুকান্তবাবু বলেন, "BJP-র প্রতি জনগণের বিশ্বাস এই জয়ের অন্যতম কারণ । পাশাপাশি গত পাঁচ বছরে নরেন্দ্র মোদির কাজ দেখেই মানুষ আমাদের ভোট দিয়েছে । সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে মহাকাশে স্যাটেলাইট পাঠানো, বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণ, এই সব কাজই আমাদের ভোট পেতে সাহায্য করেছে ।"

তবে তৃণমূলকে পিছনে ফেলে নিজের দলের এগিয়ে যাওয়ার কারণ হিসাবে অর্পিতা ঘোষের রাজনৈতিক উদাসীনতাকেই দায়ি করেছেন সুকান্তবাবু । গতবছরের বন্যায় বালুরঘাটবাসীর পাশে অর্পিতা সাংসদের না থাকার মতো বিভিন্ন কারণ তুলে ধরেছেন সুকান্তবাবু । পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেও হারের কারণ হিসেবে রাখেন বালুরঘাটের সম্ভাব্য জয়ী BJP প্রার্থী সুকান্ত মজুমদার ।

বালুরঘাট, 24 মে : সপ্তদশ লোকসভা নির্বাচনে বালুরঘাটের সম্ভাব্য জয়ী প্রার্থী BJP-র সুকান্ত মজুমদার । গত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদ অর্পিতা ঘোষের থেকে প্রায় 33,555 ভোটে এগিয়ে তিনি । এই জয়ের কৃতিত্ব তিনি তাঁর দলের কর্মী-সমর্থকদের দেন ।

তাঁর এই জয়ের ব্যাপারে সুকান্তবাবু বলেন, "এই জয় অনেক কষ্টের জয় । আমাদের কর্মীরা বহুদিন ধরে পঞ্চায়েত নির্বাচনে পরিশ্রম করেও ফল পাচ্ছিল না । সেসময় বিশাল পরিমাণে ভোটলুট হয়েছিল । একটি রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহারের জন্যই আমরা জিততে পারিনি ।" তিনি আরও বলেন, "কিন্তু এবারের লোকসভা নির্বাচনে মানুষ তার উত্তর দিয়েছে । মানুষ গণতান্ত্রিকভাবে ঠিক তার প্রতিশোধ নেয় । এবারের ফলাফলই তার প্রমাণ ।"

এই জয়ের পিছনে কী কী কারণ রয়েছে ? উত্তরে সুকান্তবাবু বলেন, "BJP-র প্রতি জনগণের বিশ্বাস এই জয়ের অন্যতম কারণ । পাশাপাশি গত পাঁচ বছরে নরেন্দ্র মোদির কাজ দেখেই মানুষ আমাদের ভোট দিয়েছে । সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে মহাকাশে স্যাটেলাইট পাঠানো, বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণ, এই সব কাজই আমাদের ভোট পেতে সাহায্য করেছে ।"

তবে তৃণমূলকে পিছনে ফেলে নিজের দলের এগিয়ে যাওয়ার কারণ হিসাবে অর্পিতা ঘোষের রাজনৈতিক উদাসীনতাকেই দায়ি করেছেন সুকান্তবাবু । গতবছরের বন্যায় বালুরঘাটবাসীর পাশে অর্পিতা সাংসদের না থাকার মতো বিভিন্ন কারণ তুলে ধরেছেন সুকান্তবাবু । পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেও হারের কারণ হিসেবে রাখেন বালুরঘাটের সম্ভাব্য জয়ী BJP প্রার্থী সুকান্ত মজুমদার ।

Intro:বালুরঘাট কলেজে গণনার কাজ খুব স্লো তে হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ।।

বালুরঘাট : 23 মে ;- বালুরঘাট কলেজে গণনার কাজ খুব স্লো তে হচ্ছে বলে অভিযোগ করছে নির্বাচন কমিশনের কাছে । মূলত সকাল 8 টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ।সকাল বেলা শুরু হয় পোস্টাল ব্যালট গণনা পক্রিয়া ।কিন্তু কিছু সময় যাওয়ার পরে সার্ভার খারাপ থাকার জন্য পোস্টাল ব্যালটের গণনা পক্রিয়া বন্ধ হয়ে যায় ।এছাড়াও গণনা প্রক্রিয়া খুব আস্তে আস্তে হবার কারণে অনেক বেশি সময় লাগবে বলে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ।
বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন অন্যান্য জায়গায় ভোটের গণনা প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু বালুরঘাট কলেজে এই প্রক্রিয়া হতে দেরি লাগছে ।সেই কারণে তিনি ভোটের প্রক্রিয়া যেন তাড়াতাড়ি হয় তিনি অবজারভার এর মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলে জানান ।



Body:বালুরঘাট কলেজে গণনার কাজ খুব স্লো তে হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ।।

বালুরঘাট : 23 মে ;- বালুরঘাট কলেজে গণনার কাজ খুব স্লো তে হচ্ছে বলে অভিযোগ করছে নির্বাচন কমিশনের কাছে । মূলত সকাল 8 টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ।সকাল বেলা শুরু হয় পোস্টাল ব্যালট গণনা পক্রিয়া ।কিন্তু কিছু সময় যাওয়ার পরে সার্ভার খারাপ থাকার জন্য পোস্টাল ব্যালটের গণনা পক্রিয়া বন্ধ হয়ে যায় ।এছাড়াও গণনা প্রক্রিয়া খুব আস্তে আস্তে হবার কারণে অনেক বেশি সময় লাগবে বলে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ।
বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন অন্যান্য জায়গায় ভোটের গণনা প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু বালুরঘাট কলেজে এই প্রক্রিয়া হতে দেরি লাগছে ।সেই কারণে তিনি ভোটের প্রক্রিয়া যেন তাড়াতাড়ি হয় তিনি অবজারভার এর মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলে জানান ।



Conclusion:বালুরঘাট কলেজে গণনার কাজ খুব স্লো তে হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ।।

বালুরঘাট : 23 মে ;- বালুরঘাট কলেজে গণনার কাজ খুব স্লো তে হচ্ছে বলে অভিযোগ করছে নির্বাচন কমিশনের কাছে । মূলত সকাল 8 টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ।সকাল বেলা শুরু হয় পোস্টাল ব্যালট গণনা পক্রিয়া ।কিন্তু কিছু সময় যাওয়ার পরে সার্ভার খারাপ থাকার জন্য পোস্টাল ব্যালটের গণনা পক্রিয়া বন্ধ হয়ে যায় ।এছাড়াও গণনা প্রক্রিয়া খুব আস্তে আস্তে হবার কারণে অনেক বেশি সময় লাগবে বলে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ।
বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন অন্যান্য জায়গায় ভোটের গণনা প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু বালুরঘাট কলেজে এই প্রক্রিয়া হতে দেরি লাগছে ।সেই কারণে তিনি ভোটের প্রক্রিয়া যেন তাড়াতাড়ি হয় তিনি অবজারভার এর মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলে জানান ।
Last Updated : May 24, 2019, 6:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.