বারাসত, 19 মার্চ : বিধানসভা ভোটে তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীকে 50 হাজার ভোটে হারাবেন ৷ হুঙ্কার দিলেন বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় । একজন বিধায়ক কতটা উন্নয়ন করতে পারেন তা দেখিয়ে দিতে চেয়েছেন তিনি ৷
বিজেপি তাঁকে প্রার্থী ঘোষণা করার পর বারাসত জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন, "দল আমাকে মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানাই । গতকাল থেকেই বারাসতের প্রতিটি মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নেব । তাদের বিপদ-আপদে দাঁড়াব ৷" পাশাপাশি প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীকে কটাক্ষ করেন তিনি ৷ তাঁর দাবি,"বারাসতের মানুষ বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর কাজকর্মে অতিষ্ঠ । তাঁকে সেভাবে কোনওদিন দেখাই যায়নি বারাসতে । বিধায়কের অনেক কাজ রয়েছে । জিতলে দেখিয়ে দেব কীভাবে উন্নয়নের কাজ করতে হয় ৷"
আরও পড়ুন : তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে লড়বেন বিজেপির তারকারা
বারাসত কেন্দ্র থেকে দু'বার জয়ী হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী ৷ এবার জিতলে হ্যাটট্রিক করবেন তিনি ৷ তৃণমূলের এমন কঠিন প্রতিপক্ষকে কিন্তু সেভাবে আমল দিচ্ছেন না বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় ৷ বরং বলেছেন, "আমি এসব নিয়ে একেবারে ভাবিত নই ৷ প্রার্থী হওয়ার পর এখানকার মানুষের সমর্থন পেয়েছি ৷ আগের বিধায়ককে এলাকাবাসী পায়নি ৷ আমি তাঁদের আশা পূরণ করতে পারব বলে মনে করছেন তাঁরা ৷"