ETV Bharat / state

কচুয়ায় লোকনাথ মন্দিরের দেওয়াল ভেঙে মৃত 5 - wall collapsed near loknath dham at kachua

ভোররাতে ভিড়ের চাপে ভেঙে পড়ে মন্দিরে প্রবেশ পথের ডানদিকের দেওয়াল ৷ আহত হয়েছেন কমপক্ষ 25 জন ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 9:23 AM IST

Updated : Aug 23, 2019, 7:46 PM IST

কচুয়া, 23 অগাস্ট : কচুয়া ধামে পাঁচিল ভেঙে বিপত্তি । আতঙ্কে শুরু হয় দৌড়াদৌড়ি । মৃত্যু হয়েছে পাঁচজনের । আহত কমপক্ষে 24 । ঘটনাস্থানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মৃত্যু হয়েছে 2 জনের ।

জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল রাত থেকে জনসমাগম হয় মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধামে । বৃষ্টিও চলছিল । ভক্তের চাপে মন্দিরের মূল গৃহে প্রবেশের মুহূর্তে পাঁচিল ভেঙে যায় । পদপিষ্ট হয়ে আহত হন কমপক্ষে 33 জন । তাঁদের ধান্যকুড়িয়া, বসিরহাট, আরজি কর, SSKM, ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়া হয় ।

দুর্ঘটনার খবর পেয়ে আজ সকালে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী । মৃতদের জন্য পাঁচলাখ ও আহতদের 1 লাখ টাকা করে সাহায্য দেওয়ার কথা বলেন ৷ কম আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ।

পরে মুখ্যমন্ত্রী বলেন, "আমি রিপোর্ট পেয়েছি তরুণ মণ্ডল ও অপর্ণা সরকার মারা গেছেন । নমিতা সরকার, টুম্পা বিশ্বাস, মিলন সরকার ভরতি আছেন ন্যাশনাল মেডিকেলে । বর্ধমানের জামালপুরের বাসিন্দা মৌমিতা সরকার আহত । মোহন বিশ্বাস, নেহালও আহত । আমি SSKM-এ যাচ্ছি । সেখানে একজন ভরতি আছে ।"

দেখুন ভিডিয়ো

এদিকে, অসমর্থিত সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের । পূর্ণিমা গড়াই নামে আরও একজনের নাম জানা গেছে । তাঁর বাড়ি রাজারহাটে । দুর্ঘটনার পর আর জি করে নিয়ে আসা হয় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

SSKM-এর ট্রমা সেন্টারে ভরতি একজন । তাঁর অবস্থা আশঙ্কাজনক । চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে, RG কর ও মেডিকেলে খোঁজ নিতে । জ্যোতিপ্রিয় মল্লিককে বসিরহাট ও বারাসত হাসপাতালে খোঁজ নিতে বলা হয়েছে ।

কচুয়া, 23 অগাস্ট : কচুয়া ধামে পাঁচিল ভেঙে বিপত্তি । আতঙ্কে শুরু হয় দৌড়াদৌড়ি । মৃত্যু হয়েছে পাঁচজনের । আহত কমপক্ষে 24 । ঘটনাস্থানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মৃত্যু হয়েছে 2 জনের ।

জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল রাত থেকে জনসমাগম হয় মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধামে । বৃষ্টিও চলছিল । ভক্তের চাপে মন্দিরের মূল গৃহে প্রবেশের মুহূর্তে পাঁচিল ভেঙে যায় । পদপিষ্ট হয়ে আহত হন কমপক্ষে 33 জন । তাঁদের ধান্যকুড়িয়া, বসিরহাট, আরজি কর, SSKM, ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়া হয় ।

দুর্ঘটনার খবর পেয়ে আজ সকালে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী । মৃতদের জন্য পাঁচলাখ ও আহতদের 1 লাখ টাকা করে সাহায্য দেওয়ার কথা বলেন ৷ কম আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ।

পরে মুখ্যমন্ত্রী বলেন, "আমি রিপোর্ট পেয়েছি তরুণ মণ্ডল ও অপর্ণা সরকার মারা গেছেন । নমিতা সরকার, টুম্পা বিশ্বাস, মিলন সরকার ভরতি আছেন ন্যাশনাল মেডিকেলে । বর্ধমানের জামালপুরের বাসিন্দা মৌমিতা সরকার আহত । মোহন বিশ্বাস, নেহালও আহত । আমি SSKM-এ যাচ্ছি । সেখানে একজন ভরতি আছে ।"

দেখুন ভিডিয়ো

এদিকে, অসমর্থিত সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের । পূর্ণিমা গড়াই নামে আরও একজনের নাম জানা গেছে । তাঁর বাড়ি রাজারহাটে । দুর্ঘটনার পর আর জি করে নিয়ে আসা হয় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

SSKM-এর ট্রমা সেন্টারে ভরতি একজন । তাঁর অবস্থা আশঙ্কাজনক । চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে, RG কর ও মেডিকেলে খোঁজ নিতে । জ্যোতিপ্রিয় মল্লিককে বসিরহাট ও বারাসত হাসপাতালে খোঁজ নিতে বলা হয়েছে ।

Intro:এটিএম কাউন্টারে শিক্ষককে মার, গ্রেপ্তার এক

বনগাঁঃ এটিএম কাউন্টার থেকে টাকা তোলা নিয়ে বচসার জেরে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁয়। আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্তের নাম তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার ধৃতকে হাজির করা হয়েছিল বনগাঁ আদালতে। ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টা নাগাদ বনগাঁ থানার কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের বনগাঁ শাখার এটিএম থেকে টাকা তুলতে যান বনগাঁ খয়রামারি বাসিন্দা নির্মল ঘোষাল। তিনি পেশায় স্কুল শিক্ষক। স্থানীয় সূত্রে, জানা গেছে এটিএম কাউন্টারের সামনে দুই যুবক কাউন্টারের সামনে বসেছিল। নির্মল ঘোষাল নামে ওই স্কুল শিক্ষক এটিএম কাউন্টারের দরজা খোলা রেখেই টাকা তুলছিলেন। অভিযোগ, দুই যুবক তার প্রতিবাদ করে।পুলিশ জানিয়েছে, তখন স্কুলশিক্ষক তাদের বলেম, তাঁর হাঁপানির সমস্যা আছে। তাই, গেট খোলা রেখেছেন। এই নিয়েই মদ্যপ যুবকদের সাথে বচসা হয় শিক্ষকের। শিক্ষক নির্মল ঘোষালের অভিযোগ, তাকে উদ্দেশ্য করেই দুই যুবক কটূক্তি করে। তার মধ্যেই শিক্ষক টাকা তুলে এটিএম কাউন্টার থেকে বের হয়ে অাসেন। তারপরেই যুবকেরা তাঁর উপর চড়াও হয়। এলোপাতাড়ি মারধর করতে থাকে তাঁকে। বুকে, মুখে চর, কিল ঘুষি মারতে থাকে। শিক্ষক নির্মল ঘোষাল বলেন, বনগাঁ শহরের প্রাণ কেন্দ্রে এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে এসে এভাবে আক্রান্ত হব ভাবিনি। আমি আতঙ্কেই রয়েছি।'

শিক্ষকের চিৎকারে স্থানীয় কয়েক জন কাউন্টারের সামনে চলে আসেন। স্থানীয়দের দেখে দুই যুবক পালানোর চেষ্টা করে।স্থানীয়রাই এক জনকে ধরে ফেলে।খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে অাসে।

স্থানীয়রাই শিক্ষক নির্মল ঘোষালকে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক নির্মল ঘোষাল।
বনগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অন্য অভিযুক্ত পলাতক।

Body:এটিএম কাউন্টারে শিক্ষককে মার, গ্রেপ্তার এক

বনগাঁঃ এটিএম কাউন্টার থেকে টাকা তোলা নিয়ে বচসার জেরে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁয়। আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্তের নাম তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার ধৃতকে হাজির করা হয়েছিল বনগাঁ আদালতে। ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টা নাগাদ বনগাঁ থানার কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের বনগাঁ শাখার এটিএম থেকে টাকা তুলতে যান বনগাঁ খয়রামারি বাসিন্দা নির্মল ঘোষাল। তিনি পেশায় স্কুল শিক্ষক। স্থানীয় সূত্রে, জানা গেছে এটিএম কাউন্টারের সামনে দুই যুবক কাউন্টারের সামনে বসেছিল। নির্মল ঘোষাল নামে ওই স্কুল শিক্ষক এটিএম কাউন্টারের দরজা খোলা রেখেই টাকা তুলছিলেন। অভিযোগ, দুই যুবক তার প্রতিবাদ করে।পুলিশ জানিয়েছে, তখন স্কুলশিক্ষক তাদের বলেম, তাঁর হাঁপানির সমস্যা আছে। তাই, গেট খোলা রেখেছেন। এই নিয়েই মদ্যপ যুবকদের সাথে বচসা হয় শিক্ষকের। শিক্ষক নির্মল ঘোষালের অভিযোগ, তাকে উদ্দেশ্য করেই দুই যুবক কটূক্তি করে। তার মধ্যেই শিক্ষক টাকা তুলে এটিএম কাউন্টার থেকে বের হয়ে অাসেন। তারপরেই যুবকেরা তাঁর উপর চড়াও হয়। এলোপাতাড়ি মারধর করতে থাকে তাঁকে। বুকে, মুখে চর, কিল ঘুষি মারতে থাকে। শিক্ষক নির্মল ঘোষাল বলেন, বনগাঁ শহরের প্রাণ কেন্দ্রে এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে এসে এভাবে আক্রান্ত হব ভাবিনি। আমি আতঙ্কেই রয়েছি।'

শিক্ষকের চিৎকারে স্থানীয় কয়েক জন কাউন্টারের সামনে চলে আসেন। স্থানীয়দের দেখে দুই যুবক পালানোর চেষ্টা করে।স্থানীয়রাই এক জনকে ধরে ফেলে।খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে অাসে।

স্থানীয়রাই শিক্ষক নির্মল ঘোষালকে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক নির্মল ঘোষাল।
বনগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অন্য অভিযুক্ত পলাতক।

Conclusion:এটিএম কাউন্টারে শিক্ষককে মার, গ্রেপ্তার এক

বনগাঁঃ এটিএম কাউন্টার থেকে টাকা তোলা নিয়ে বচসার জেরে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁয়। আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্তের নাম তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার ধৃতকে হাজির করা হয়েছিল বনগাঁ আদালতে। ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টা নাগাদ বনগাঁ থানার কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের বনগাঁ শাখার এটিএম থেকে টাকা তুলতে যান বনগাঁ খয়রামারি বাসিন্দা নির্মল ঘোষাল। তিনি পেশায় স্কুল শিক্ষক। স্থানীয় সূত্রে, জানা গেছে এটিএম কাউন্টারের সামনে দুই যুবক কাউন্টারের সামনে বসেছিল। নির্মল ঘোষাল নামে ওই স্কুল শিক্ষক এটিএম কাউন্টারের দরজা খোলা রেখেই টাকা তুলছিলেন। অভিযোগ, দুই যুবক তার প্রতিবাদ করে।পুলিশ জানিয়েছে, তখন স্কুলশিক্ষক তাদের বলেম, তাঁর হাঁপানির সমস্যা আছে। তাই, গেট খোলা রেখেছেন। এই নিয়েই মদ্যপ যুবকদের সাথে বচসা হয় শিক্ষকের। শিক্ষক নির্মল ঘোষালের অভিযোগ, তাকে উদ্দেশ্য করেই দুই যুবক কটূক্তি করে। তার মধ্যেই শিক্ষক টাকা তুলে এটিএম কাউন্টার থেকে বের হয়ে অাসেন। তারপরেই যুবকেরা তাঁর উপর চড়াও হয়। এলোপাতাড়ি মারধর করতে থাকে তাঁকে। বুকে, মুখে চর, কিল ঘুষি মারতে থাকে। শিক্ষক নির্মল ঘোষাল বলেন, বনগাঁ শহরের প্রাণ কেন্দ্রে এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে এসে এভাবে আক্রান্ত হব ভাবিনি। আমি আতঙ্কেই রয়েছি।'

শিক্ষকের চিৎকারে স্থানীয় কয়েক জন কাউন্টারের সামনে চলে আসেন। স্থানীয়দের দেখে দুই যুবক পালানোর চেষ্টা করে।স্থানীয়রাই এক জনকে ধরে ফেলে।খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে অাসে।

স্থানীয়রাই শিক্ষক নির্মল ঘোষালকে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক নির্মল ঘোষাল।
বনগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অন্য অভিযুক্ত পলাতক।

Last Updated : Aug 23, 2019, 7:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.