কচুয়া, 23 অগাস্ট : কচুয়া ধামে পাঁচিল ভেঙে বিপত্তি । আতঙ্কে শুরু হয় দৌড়াদৌড়ি । মৃত্যু হয়েছে পাঁচজনের । আহত কমপক্ষে 24 । ঘটনাস্থানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মৃত্যু হয়েছে 2 জনের ।
জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল রাত থেকে জনসমাগম হয় মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধামে । বৃষ্টিও চলছিল । ভক্তের চাপে মন্দিরের মূল গৃহে প্রবেশের মুহূর্তে পাঁচিল ভেঙে যায় । পদপিষ্ট হয়ে আহত হন কমপক্ষে 33 জন । তাঁদের ধান্যকুড়িয়া, বসিরহাট, আরজি কর, SSKM, ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়া হয় ।
দুর্ঘটনার খবর পেয়ে আজ সকালে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী । মৃতদের জন্য পাঁচলাখ ও আহতদের 1 লাখ টাকা করে সাহায্য দেওয়ার কথা বলেন ৷ কম আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ।
পরে মুখ্যমন্ত্রী বলেন, "আমি রিপোর্ট পেয়েছি তরুণ মণ্ডল ও অপর্ণা সরকার মারা গেছেন । নমিতা সরকার, টুম্পা বিশ্বাস, মিলন সরকার ভরতি আছেন ন্যাশনাল মেডিকেলে । বর্ধমানের জামালপুরের বাসিন্দা মৌমিতা সরকার আহত । মোহন বিশ্বাস, নেহালও আহত । আমি SSKM-এ যাচ্ছি । সেখানে একজন ভরতি আছে ।"
এদিকে, অসমর্থিত সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের । পূর্ণিমা গড়াই নামে আরও একজনের নাম জানা গেছে । তাঁর বাড়ি রাজারহাটে । দুর্ঘটনার পর আর জি করে নিয়ে আসা হয় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
SSKM-এর ট্রমা সেন্টারে ভরতি একজন । তাঁর অবস্থা আশঙ্কাজনক । চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে, RG কর ও মেডিকেলে খোঁজ নিতে । জ্যোতিপ্রিয় মল্লিককে বসিরহাট ও বারাসত হাসপাতালে খোঁজ নিতে বলা হয়েছে ।