মিনাখাঁ, 10 জুন : ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণের টাকা পেলাম না কেন ? শাসকদলের স্থানীয় এক নেতার কাছে জানতে চেয়েছিলেন স্থানীয়দের একাংশ । আর তারই জেরে আজ সকালে তাঁদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি উত্তর 24 পরগনার মিনাখাঁর আটপুকুরিয়া এলাকার ।
ঘূর্ণিঝড় আমফানে সবথেকে বেশি ক্ষতি হয়েছে দুই 24 পরগনা । সেকথা স্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রীও । ক্ষয়ক্ষতির থেকে রেহাই পায়নি উত্তর 24 পরগনার হাড়োয়া ও মিনাখাঁ ব্লকও । কিন্তু স্থানীয়দের একাংশের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা এখনও হাতে পাননি তাঁরা । উলটে ক্ষতিপূরণের টাকা নিয়ে দলবাজির অভিযোগ তুলেছেন তাঁরা ।
স্থানীয় তৃণমূল নেতা হেমন্ত মাইতি ও তাঁর পরিবারের লোকেরা ঝড়ে ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । অথচ গ্রামবাসীদের অভিযোগ, ঝড়ে ওই তৃণমূল নেতার বাড়ির তেমন কোনও ক্ষতিই হয়নি । আর এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্তরা অনেকেই ক্ষতিপূরণের টাকা পাননি বলেই অভিযোগ তুলছেন তাঁরা । আর এই নিয়েই গতকাল বিকেলে গ্রামবাসীরা হেমন্তবাবুর বাড়িতে যান । তাঁরা জানতে চান, বাড়ি ভাঙলেও তাঁরা কেন ক্ষতিপূরণের টাকা পাননি ।
অভিযোগ, হেমন্তবাবু ও তাঁর ছেলেরা তখন তাঁদের গালিগালাজ করে সেখান থেকে তাড়িয়ে দেন । এরপর আজ সকালে একদল বহিরাগত দুষ্কৃতী গ্রামে চড়াও হয় । যাঁরা আগের দিন তৃণমূল নেতা হেমন্ত মাইতির বাড়িতে গেছিলেন, বেছে বেছে সেই সব বাড়িতেই হামলা চালায় ওই দুষ্কৃতীরা । বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বেশ কয়েকজন গ্রামবাসীকেও মারধর করা হয় বলে অভিযোগ । স্থানীয়দের একাংশের মতে, হেমন্তবাবুর প্ররোচনাতেই এই হামলা ঘটেছে । হামলার খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ওই গ্রামে গেলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান । পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় ।
স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য ঘটনা সম্পর্কে মুখ খুলতে চাননি । তবে মিনাখাঁ ব্লক তৃণমূলের সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন দলমত নির্বিশেষে ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে । আটপুকুরিয়ায় আমাদের দলের এক নেতার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে । আমরা তদন্ত করে দেখছি । যদি অভিযোগ সত্য হয়, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব । তবে BJP কর্মীদের একাংশ কোথাও কোথাও ক্ষতিপূরণের টাকা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলমাল করার চেষ্টা করছে । এ ক্ষেত্রে তেমন ঘটনা আছে কি না, আমরা তাও খতিয়ে দেখছি ।"