ETV Bharat / state

স্বাধীনতা দিবসে গান্ধিগিরি, হেলমেটহীনদের রাখি পরিয়ে সচেতন করল ট্র্যাফিক পুলিশ

বারাসতের কলোনি মোড় এলাকায় হেলমেটবিহীন বাইক আরোহীদের জরিমানা করা হল না ৷ রাখি পরিয়ে তাঁদের সচেতন করল ট্র্যাফিক পুলিশ ৷

স্বাধীনতা দিবসে গান্ধিগিরি, হেলমেটহীনদের রাখি পরিয়ে সচেতন করল ট্রাফিক পুলিশের
author img

By

Published : Aug 15, 2019, 10:54 PM IST

Updated : Aug 18, 2019, 7:21 PM IST

বারাসত, 15 অগাস্ট : স্বাধীনতা দিবসে গান্ধিগিরির পথে হাঁটলেন ট্র্যাফিক পুলিশকর্মীরা ৷ হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানা না করে রাখি পরালেন তাঁরা ৷ রাখি পরিয়ে আরোহীদের বোঝানো হল, জীবন কতটা অমূল্য ৷ হেলমেট পরে বাইক চালাতে তাঁদের দিয়ে প্রতিজ্ঞাও করালেন পুলিশকর্মীরা ৷ বারাসত কলোনি মোড়ের ঘটনা ৷

আজ স্বাধীনতা দিবস ৷ সঙ্গে রাখি পূর্ণিমাও ৷ এই দিনে কলোনি মোড়ের ট্র্যাফিক পুলিশকর্মীরা সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিলেন ৷ "সেফ ড্রাইভ, সেভ লাইফ" নিয়ে সরকার বিভিন্ন সচেতনতামূলক প্রচার করছে । তা সত্ত্বেও এক শ্রেণির মানুষের হুঁশ ফেরেনি ৷ অধিকাংশ ক্ষেত্রেই হেলমেট না পরার কারণে বাইক আরোহীরা দুর্ঘটনায় প্রাণ হারান ৷ আবার হেলমেট থাকলেও অনেকে বাইক চালানোর সময় তা মাথায় নেন না ৷ অন্য দিনের মতো আজও কলোনি মোড়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের দেখা গেল ৷ তবে আর পাঁচটা দিনের মতো করা হল না জরিমানা ৷ হেলমেটহীন পুরুষ ও মহিলা আরোহীদের হাতে রাখি পরিয়ে তাঁদের জীবনের মূল্য সম্পর্কে সচেতন করলেন ট্র্যাফিক পুলিশকর্মীরা ৷ বোঝানো হল, হেলমেট ছাড়া বাইক চালানো কতটা ঝুঁকির ৷ কারও যুক্তি ছিল, এলাকাতেই বাড়ি হ‌ওয়ায় হেলমেট পরেননি । আবার কারও অজুহাত হাসপাতালে রোগী ভরতি আছে বলে তাড়াহুড়োয় হেলমেট পরতে ভুলে গেছেন ! ট্র্যাফিক পুলিশের পরামর্শ শুনে অনেকেই প্রতিজ্ঞা করলেন । বললেন, এবার থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন ।

এরপরও কি হেলমেট পরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে? কবে ফিরবে হুঁশ? এর উত্তর অবশ্য সময়‌ই বলবে ।

বারাসত, 15 অগাস্ট : স্বাধীনতা দিবসে গান্ধিগিরির পথে হাঁটলেন ট্র্যাফিক পুলিশকর্মীরা ৷ হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানা না করে রাখি পরালেন তাঁরা ৷ রাখি পরিয়ে আরোহীদের বোঝানো হল, জীবন কতটা অমূল্য ৷ হেলমেট পরে বাইক চালাতে তাঁদের দিয়ে প্রতিজ্ঞাও করালেন পুলিশকর্মীরা ৷ বারাসত কলোনি মোড়ের ঘটনা ৷

আজ স্বাধীনতা দিবস ৷ সঙ্গে রাখি পূর্ণিমাও ৷ এই দিনে কলোনি মোড়ের ট্র্যাফিক পুলিশকর্মীরা সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিলেন ৷ "সেফ ড্রাইভ, সেভ লাইফ" নিয়ে সরকার বিভিন্ন সচেতনতামূলক প্রচার করছে । তা সত্ত্বেও এক শ্রেণির মানুষের হুঁশ ফেরেনি ৷ অধিকাংশ ক্ষেত্রেই হেলমেট না পরার কারণে বাইক আরোহীরা দুর্ঘটনায় প্রাণ হারান ৷ আবার হেলমেট থাকলেও অনেকে বাইক চালানোর সময় তা মাথায় নেন না ৷ অন্য দিনের মতো আজও কলোনি মোড়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের দেখা গেল ৷ তবে আর পাঁচটা দিনের মতো করা হল না জরিমানা ৷ হেলমেটহীন পুরুষ ও মহিলা আরোহীদের হাতে রাখি পরিয়ে তাঁদের জীবনের মূল্য সম্পর্কে সচেতন করলেন ট্র্যাফিক পুলিশকর্মীরা ৷ বোঝানো হল, হেলমেট ছাড়া বাইক চালানো কতটা ঝুঁকির ৷ কারও যুক্তি ছিল, এলাকাতেই বাড়ি হ‌ওয়ায় হেলমেট পরেননি । আবার কারও অজুহাত হাসপাতালে রোগী ভরতি আছে বলে তাড়াহুড়োয় হেলমেট পরতে ভুলে গেছেন ! ট্র্যাফিক পুলিশের পরামর্শ শুনে অনেকেই প্রতিজ্ঞা করলেন । বললেন, এবার থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন ।

এরপরও কি হেলমেট পরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে? কবে ফিরবে হুঁশ? এর উত্তর অবশ্য সময়‌ই বলবে ।

Intro:স্বাধীনতা দিবসে গান্ধীগিরির পথে হাঁটল ট্রাফিক পুলিশ। জরিমানা না করে হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে রাখী পড়িয়ে সচেতন করল তাঁরা। বোঝানো হল,জীবন কতটা অমূল্য। হেলমেট পড়ে রাস্তায় বেরতে আরোহীদের প্রতিজ্ঞাও করালেন ট্রাফিক পুলিশ কর্মীরা।বারাসত কলোনী মোড়ের ট্রাফিক পুলিশদের এই অভিনব উদ্যোগে মুগ্ধ যাত্রী থেকে সাধারন মানুষ।Body:রাজু বিশ্বাস,বারাসত:-স্বাধীনতা দিবসে গান্ধীগিরি পুলিশের। হেলমেট বিহীন বাইক আরোহীদের রাখী পড়িয়ে সচেতন করল ট্রাফিক পুলিশ।অভিনব এই উদ্যোগ দেখা গেল বারাসত কলোনী মোড়ে।"সেভ ড্রাইভ,সেভ লাইফ" নিয়ে সরকার বিভিন্ন সচেতনতামূলক প্রচার করছে।তা সত্বেও এক শ্রেণীর মানুষের মধ্যে যে হুঁশ ফিরেনি,তা বারবার সামনে এসেছে। বাইক দুর্ঘটনায় প্রান হারানো অধিকাংশের ক্ষেত্রেই উঠে আসে,মাথায় হেলমেট না থাকার কারন!আবার থাকলে তা মাথায় না দিয়েই বাইক স‌ওয়ারি হ‌চ্ছেন আরোহীরা। স্বাধীনতা দিবসে সেই দৃশ্য‌ই দেখা গেল বারাসতের জনবহুল কলোনী মোড় এলাকায়।তবে,আর পাঁচটা দিনের মতো জরিমানা দেওয়ার প্রচলিত পথে না হেঁটে একেবারে গান্ধীগিরি দেখালেন ট্রাফিক পুলিশ কর্মীরা। হেলমেট বিহীন পুরুষ ও মহিলা আরোহীদের হাতে রাখী পড়িয়ে সচেতন করা হল।কখন‌ও রাফ হলেন,আবার কখনও হলেন ট্রাফ।তবে,সেটাও গান্ধীগিরির পথে হেঁটে। বোঝানো হল, হেলমেট ছাড়া রাস্তায় বেরনো কতটা ঝুঁকির! জীবনকে এভাবে বিপদে ফেলা ঠিক নয়! ট্রাফিক পুলিশের পরামর্শ শুনে অনেকেই প্রতিজ্ঞা করলেন। বললেন, এবার থেকে রাস্তায় বেরোলে অবশ্যই হেলমেট পড়ে বেরোবেন। এদিকে, হেলমেট না পড়ার কারন হিসাবে আজব যুক্তি খাঁড়া করলেন কেউ,কেউ।কেউ বললেন,বাড়ি এলাকায় হ‌ওয়াতেই হেলমেট পড়ে বেরোননি।আবার কেউ হাসপাতালে রোগী ভর্তি আছে বলে তাড়াহুড়োয় হেলমেট পড়তেই ভুলে গেছেন!যা শুনে জীবনের কথা মনে করিয়ে দিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁদের এই গান্ধীগিরিতে মুগ্ধ যাত্রী থেকে সাধারন মানুষ।অন‍্যদিকে, স্বাধীনতা দিবসের দিনটিকে অখন্ড ভারত সংকল্প দিবস হিসেবে পালন করল এবিভিপি।এই উপলক্ষে আজ বিকালে বারাসত শহরে ৫০ ফুট উচ্চতার তেরঙ্গা নিয়ে মিছিল করে তাঁরা।মিছিল থেকে ভারত মাতা কি জয়,জয় শ্রী রামের মতো স্লোগান‌ও ওঠে। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল বারাসত শহর পরিক্রমা করে শেষ হয় হেলাবটতলা মোড়ে।
Conclusion:এরপরেও কি হেলমেট পড়া নিয়ে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়বে?কবে হুঁশ ফিরবে সাধারন মানুষের? এর উত্তর অবশ্য সময়‌ই বলবে।
Last Updated : Aug 18, 2019, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.