বারাসত, 15 অগাস্ট : স্বাধীনতা দিবসে গান্ধিগিরির পথে হাঁটলেন ট্র্যাফিক পুলিশকর্মীরা ৷ হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানা না করে রাখি পরালেন তাঁরা ৷ রাখি পরিয়ে আরোহীদের বোঝানো হল, জীবন কতটা অমূল্য ৷ হেলমেট পরে বাইক চালাতে তাঁদের দিয়ে প্রতিজ্ঞাও করালেন পুলিশকর্মীরা ৷ বারাসত কলোনি মোড়ের ঘটনা ৷
আজ স্বাধীনতা দিবস ৷ সঙ্গে রাখি পূর্ণিমাও ৷ এই দিনে কলোনি মোড়ের ট্র্যাফিক পুলিশকর্মীরা সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিলেন ৷ "সেফ ড্রাইভ, সেভ লাইফ" নিয়ে সরকার বিভিন্ন সচেতনতামূলক প্রচার করছে । তা সত্ত্বেও এক শ্রেণির মানুষের হুঁশ ফেরেনি ৷ অধিকাংশ ক্ষেত্রেই হেলমেট না পরার কারণে বাইক আরোহীরা দুর্ঘটনায় প্রাণ হারান ৷ আবার হেলমেট থাকলেও অনেকে বাইক চালানোর সময় তা মাথায় নেন না ৷ অন্য দিনের মতো আজও কলোনি মোড়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের দেখা গেল ৷ তবে আর পাঁচটা দিনের মতো করা হল না জরিমানা ৷ হেলমেটহীন পুরুষ ও মহিলা আরোহীদের হাতে রাখি পরিয়ে তাঁদের জীবনের মূল্য সম্পর্কে সচেতন করলেন ট্র্যাফিক পুলিশকর্মীরা ৷ বোঝানো হল, হেলমেট ছাড়া বাইক চালানো কতটা ঝুঁকির ৷ কারও যুক্তি ছিল, এলাকাতেই বাড়ি হওয়ায় হেলমেট পরেননি । আবার কারও অজুহাত হাসপাতালে রোগী ভরতি আছে বলে তাড়াহুড়োয় হেলমেট পরতে ভুলে গেছেন ! ট্র্যাফিক পুলিশের পরামর্শ শুনে অনেকেই প্রতিজ্ঞা করলেন । বললেন, এবার থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন ।
এরপরও কি হেলমেট পরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে? কবে ফিরবে হুঁশ? এর উত্তর অবশ্য সময়ই বলবে ।