ETV Bharat / state

পরিবেশ রক্ষায় সাইকেলে পুরী পাড়ি বসিরহাটের দুই যুবকের - বসিরহাট থেকে পুরী সাইকেলে

বিশ্ব উষ্ণায়ণ, প্লাস্টিক বর্জন, জল অপচয় ও মরণোত্তর চক্ষুদান বিষয়ে সচেতনতার বার্তা দিতেই জনার্দন হালদার ও শিবব্রত দেবনাথের সাইকেলযাত্রা৷ ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে একটি আলোচনাতেও অংশগ্রহণ করবেন তাঁরা৷

ride a bicycle for environment
বসিরহাটের
author img

By

Published : Mar 3, 2020, 6:38 AM IST

Updated : Mar 3, 2020, 10:47 AM IST

বসিরহাট, 3 মার্চ : "পরিবেশ গভীর রোগে আক্রান্ত, চাইছে আমাদের সবার মরমী সহায়তা ।" এমন বার্তা নিয়েই পরিবেশ রক্ষার ব্রতে বসিরহাট থেকে পুরী সাইকেলে পাড়ি দিলেন বসিরহাটের দুই যুবক ৷

বসিরহাট থানার সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একাধিক অভিনব কর্মসূচির একটি এই সাইকেল যাত্রা । লক্ষ্য বিভিন্ন বিষয়ে সমাজে সচেতনতার বার্তা দেওয়া ৷ স্বেচ্ছাসেবী সংগঠনটি বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন তথা পরিবেশ রক্ষার বার্তা দেয় যেমন, তেমনই মরণোত্তর চক্ষুদান প্রসঙ্গে সাধারণ মানুষকে জানানোও রয়েছে তাঁদের কর্মসূচিতে । সচেতনতার সেই বার্তা রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে দিতেই অভিনব সাইকেলে ভ্রমণ বসিরহাটের জনার্দন হালদার ও শিবব্রত দেবনাথের । জনার্দন ও শিবব্রত পেশায় ফেরিওয়ালা । তাঁরাই এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে, রাজ্য ডিঙিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেবেন ৷ এইসঙ্গে ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে একটি আলোচনাতে অংশগ্রহণ করবেন ।

জনার্দন ও শিবব্রতর সাইকেলের সামনে পেছনে লেখা থাকছে বিভিন্ন সমাজ সচেতনতামূলক বার্তা ৷ সাইকেল যে গ্রাম কী শহরে পৌঁছবে সেখানে পৌঁছে যাবে সেই বার্তাটিও ৷ তবু, এটুকুতেই করলেই তো হবে না৷ তাই ওড়িশার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো শিবির করে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন, জল অপচয়, মরণোত্তর চক্ষুদান ইত্যাদি বিষয়ে কথা বলবেন জনার্দন হালদার ও শিবব্রত দেবনাথ । গতকাল সকালে বসিরহাট থানা চত্বর থেকে সাইকেলে পুরীর উদ্দেশে রওনা দেন ওঁরা ।

সচেতনতা যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট থানার IC প্রেমাশিস চট্টরাজ, কালীশংকর সাহা, বসিরহাট বন দপ্তরের ডেপুটি রেঞ্জার তুষার সরকার, স্থানীয় জনপ্রতিনিধি বিশ্বজিৎ রায় ও বিশিষ্ট কবি রমজান আলি মণ্ডলসহ বিশিষ্টজনেরা।

বসিরহাট, 3 মার্চ : "পরিবেশ গভীর রোগে আক্রান্ত, চাইছে আমাদের সবার মরমী সহায়তা ।" এমন বার্তা নিয়েই পরিবেশ রক্ষার ব্রতে বসিরহাট থেকে পুরী সাইকেলে পাড়ি দিলেন বসিরহাটের দুই যুবক ৷

বসিরহাট থানার সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একাধিক অভিনব কর্মসূচির একটি এই সাইকেল যাত্রা । লক্ষ্য বিভিন্ন বিষয়ে সমাজে সচেতনতার বার্তা দেওয়া ৷ স্বেচ্ছাসেবী সংগঠনটি বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন তথা পরিবেশ রক্ষার বার্তা দেয় যেমন, তেমনই মরণোত্তর চক্ষুদান প্রসঙ্গে সাধারণ মানুষকে জানানোও রয়েছে তাঁদের কর্মসূচিতে । সচেতনতার সেই বার্তা রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে দিতেই অভিনব সাইকেলে ভ্রমণ বসিরহাটের জনার্দন হালদার ও শিবব্রত দেবনাথের । জনার্দন ও শিবব্রত পেশায় ফেরিওয়ালা । তাঁরাই এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে, রাজ্য ডিঙিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেবেন ৷ এইসঙ্গে ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে একটি আলোচনাতে অংশগ্রহণ করবেন ।

জনার্দন ও শিবব্রতর সাইকেলের সামনে পেছনে লেখা থাকছে বিভিন্ন সমাজ সচেতনতামূলক বার্তা ৷ সাইকেল যে গ্রাম কী শহরে পৌঁছবে সেখানে পৌঁছে যাবে সেই বার্তাটিও ৷ তবু, এটুকুতেই করলেই তো হবে না৷ তাই ওড়িশার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো শিবির করে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন, জল অপচয়, মরণোত্তর চক্ষুদান ইত্যাদি বিষয়ে কথা বলবেন জনার্দন হালদার ও শিবব্রত দেবনাথ । গতকাল সকালে বসিরহাট থানা চত্বর থেকে সাইকেলে পুরীর উদ্দেশে রওনা দেন ওঁরা ।

সচেতনতা যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট থানার IC প্রেমাশিস চট্টরাজ, কালীশংকর সাহা, বসিরহাট বন দপ্তরের ডেপুটি রেঞ্জার তুষার সরকার, স্থানীয় জনপ্রতিনিধি বিশ্বজিৎ রায় ও বিশিষ্ট কবি রমজান আলি মণ্ডলসহ বিশিষ্টজনেরা।

Last Updated : Mar 3, 2020, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.