ETV Bharat / state

মশারি জড়িয়ে 10 লাখের তক্ষক পাচারের চেষ্টা, ধৃত 2 - তক্ষক সহ গ্রেপ্তার দুই পাচারকারী

বনদপ্তরের উত্তর 24 পরগনার রেঞ্জ অফিসার সুকুমার দাস বলেন," সহিদুলের বাড়ি মধ্যমগ্রামের সান্ডেলবেরিয়ায় । আবদুল্লার বাড়ি দত্তপুকুরে । দু-জনেই তক্ষকগুলো বিক্রি করতে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে আসে । গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে হানা দিই ৷ তক্ষক সহ ধরা পড়ে ওই দুই পাচারকারী"।

তক্ষক
teco geko
author img

By

Published : Dec 1, 2019, 11:48 PM IST

দত্তপুকুর, 1 ডিসেম্বর : 3টি তক্ষক সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বনদপ্তর । ধৃতদের নাম সহিদুল আলি ও আবদুল্লা আলি । গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ওই দুই পাচারকারীকে । আজ দুপুরে ধৃতদের বারাসত আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন ।

বনদপ্তরের উত্তর 24 পরগনার রেঞ্জ অফিসার সুকুমার দাস বলেন," সহিদুলের বাড়ি মধ্যমগ্রামের সান্ডেলবেরিয়ায় । আবদুল্লার বাড়ি দত্তপুকুরে । দু-জনেই তক্ষক বিক্রি করতে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে আসে । গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে হানা দিই ৷ তক্ষক সহ ধরা পড়ে ওই দুই পাচারকারী"।

teco geko
তক্ষকসহ দুই পাচারকারী

তিনি আরও বলেন," তক্ষকগুলো প্লাস্টিকের গামলায় মশারির জড়িয়ে নিয়ে আসা হয়েছিল । ধৃতদের বিরুদ্ধে বনদপ্তরের সিডিউল(4)15(এ) ধারায় মামলা রুজু হয়েছে ৷ " এই দুই পাচারকারীর সঙ্গে কোনও চক্রের যোগ আছে কিনা, তা জানার চেষ্টা চলছে । বাজেয়াপ্ত হওয়া তক্ষকের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা ।

দত্তপুকুর, 1 ডিসেম্বর : 3টি তক্ষক সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বনদপ্তর । ধৃতদের নাম সহিদুল আলি ও আবদুল্লা আলি । গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ওই দুই পাচারকারীকে । আজ দুপুরে ধৃতদের বারাসত আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন ।

বনদপ্তরের উত্তর 24 পরগনার রেঞ্জ অফিসার সুকুমার দাস বলেন," সহিদুলের বাড়ি মধ্যমগ্রামের সান্ডেলবেরিয়ায় । আবদুল্লার বাড়ি দত্তপুকুরে । দু-জনেই তক্ষক বিক্রি করতে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে আসে । গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে হানা দিই ৷ তক্ষক সহ ধরা পড়ে ওই দুই পাচারকারী"।

teco geko
তক্ষকসহ দুই পাচারকারী

তিনি আরও বলেন," তক্ষকগুলো প্লাস্টিকের গামলায় মশারির জড়িয়ে নিয়ে আসা হয়েছিল । ধৃতদের বিরুদ্ধে বনদপ্তরের সিডিউল(4)15(এ) ধারায় মামলা রুজু হয়েছে ৷ " এই দুই পাচারকারীর সঙ্গে কোনও চক্রের যোগ আছে কিনা, তা জানার চেষ্টা চলছে । বাজেয়াপ্ত হওয়া তক্ষকের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা ।

Intro:৩টি তক্ষক সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল বনদপ্তর।ধৃতদের নাম সহিদুল আলী ও আবদুল্লা আলি। গোপন সূত্রে আজ সকালে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ওই দুই পাচারকারীকে।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ-৩টি তক্ষক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বনদপ্তর।ধৃতদের নাম সহিদুল আলি ও আবদুল্লা আলি। গোপন সূত্রে আজ সকালে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে হানা দিয়ে হাতেনাতে ধরা হয় ওই দুই পাচারকারীকে।আজ দুপুরে ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। বনদপ্তরের উত্তর 24 পরগনার রেঞ্জ অফিসার সুকুমার দাস বলেন," সহিদুলের বাড়ি মধ্যমগ্রামের সান্ডেল বেরিয়ায়। অপরজনের বাড়ি দত্তপুকুরে।দু-জনেই তক্ষক গুলো বিক্রির উদ্দেশ্যে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে আসে।গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিই আমরা।হাতেনাতে ধরা হয় ওই দুই পাচারকারীকে"।তিনি আরও বলেন," তক্ষক গুলো প্লাস্টিকের গামলায় মশারির নেট জড়িয়ে নিয়ে আসা হয়েছিল।ধৃতদের বিরুদ্ধে বনদপ্তরের সিডিউল(৪)১৫(এ) ধারায় মামলা রুজু হয়েছে"। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা চলছে। বাজেয়াপ্ত হওয়া তক্ষকের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।Conclusion:এদিকে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে বনদপ্তর। বাজেয়াপ্ত হওয়া তক্ষকের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.