দত্তপুকুর, 1 ডিসেম্বর : 3টি তক্ষক সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বনদপ্তর । ধৃতদের নাম সহিদুল আলি ও আবদুল্লা আলি । গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ওই দুই পাচারকারীকে । আজ দুপুরে ধৃতদের বারাসত আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন ।
বনদপ্তরের উত্তর 24 পরগনার রেঞ্জ অফিসার সুকুমার দাস বলেন," সহিদুলের বাড়ি মধ্যমগ্রামের সান্ডেলবেরিয়ায় । আবদুল্লার বাড়ি দত্তপুকুরে । দু-জনেই তক্ষক বিক্রি করতে দত্তপুকুরের রঘুনাথপুর গ্রামে আসে । গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে হানা দিই ৷ তক্ষক সহ ধরা পড়ে ওই দুই পাচারকারী"।
তিনি আরও বলেন," তক্ষকগুলো প্লাস্টিকের গামলায় মশারির জড়িয়ে নিয়ে আসা হয়েছিল । ধৃতদের বিরুদ্ধে বনদপ্তরের সিডিউল(4)15(এ) ধারায় মামলা রুজু হয়েছে ৷ " এই দুই পাচারকারীর সঙ্গে কোনও চক্রের যোগ আছে কিনা, তা জানার চেষ্টা চলছে । বাজেয়াপ্ত হওয়া তক্ষকের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা ।