বনগাঁ, 7 জানুয়ারি : ট্রেনের ধাক্কায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় পথে নামলেন বাসিন্দারা । উঠল রেলগেট ও আন্ডার বাইপাস তৈরির দাবি । বুধবার সন্ধ্যায় গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়ির কাছে রেললাইনে দুর্ঘটনায় মৃত্যু হয় অতনু বিশ্বাস ও শুভজিৎ পাল নামে দুই কিশোরের । জখম হয় জয় দে নামে আরও এক কিশোর । জখম ওই কিশোর বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন । আর তার পরই সরব হন বাসিন্দারা ।
বৃহস্পতিবার দুপুরে মৃতদের পরিবারের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ । তাঁদের আর্থিক সাহায্য করেন । গোপাল শেঠ বলেন, ‘‘ঠাকুরবাড়ি সংলগ্ন ওই এলাকায় রেললাইনের ধারে ঘনবসতি রয়েছে ৷ বহু মানুষ যাতায়াত করেন । সে কারণে ওই এলাকায় আন্ডার পাস করতে হবে । রেলের তরফে এলাকায় সুরক্ষা বাড়াতে হবে । যতদিন আন্ডারপাস না হয়, ততদিন অ্যালার্মের ব্যবস্থা করতে হবে ৷ মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ।’’ মৃত অতনু বিশ্বাসের কাকা রিপন বিশ্বাস বলেন, ‘‘আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ । আমরা চাই, রেল আমাদের পরিবারের কাউকে চাকরি দিক ।’’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘‘ঠাকুরবাড়ির মাঠ সংলগ্ন এলাকায় কোনও রেলগেট নেই ৷ বহু মানুষ রেললাইন দিয়ে যাতায়াত করেন । তাই যে কোনও সময় আবার দুর্ঘটনা ঘটতে পারে ।’’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া তিনজনই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । বুধবার সন্ধ্যায় তারা রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল । তখনই দুর্ঘটনাটি ঘটে ৷