ETV Bharat / state

বারাসত ও দত্তপুকুরে 2 জন কোরোনা আক্রান্তের মৃত্যু - কোরোনা

উত্তর 24 পরগনায় কোরোনায় মৃত্যু হল 2 জনের । একজন বারাসতের এবং অপরজন দত্তপুকুরের । বারাসতে মোট মৃতের সংখ্যা 16।

Barasat
Barasat
author img

By

Published : Jul 22, 2020, 9:18 PM IST

Updated : Jul 22, 2020, 9:57 PM IST

বারাসত,22 জুলাই : বারাসতে কোরোনায় মৃত্যু হল 58 বছরের এক ব্যাক্তির । আজ ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই আক্রান্তের । এছাড়াও আজ দত্তপুকুরেও কোরোনায় আক্রান্ত হয়ে 45 বছরের এক ব্যাক্তির মৃত্যু হয় । তাঁর বাড়ি দত্তপুকুরের কদম্বগাছি ঘোষপাড়া এলাকায় ৷ মৃত দুই ব্যাক্তির পরিবারকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্যবিভাগের তরফে ওই দুই মৃতের বাড়ির এলাকাও বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় । পরিস্থিতির উপর নজর রাখছেন জেলা স্বাস্থ্যবিভাগের কর্তারা।

পরিবার সূত্রে জানা গেছে, 58 বছরের ওই ব্যক্তি বারাসত বাদু রোডের বাসিন্দা । কিছুদিন ধরেই জ্বর,সর্দি ও কাশিতে ভুগছিলেন। এরপর পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। তাঁকে ভরতি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই আজ মারা যান তিনি ।

কোরোনা সংক্রমণ রুখতে জেলাসদর বারাসতে আংশিক ও সময়ভিত্তিক লকডাউন করেও সুফল মেলেনি পৌরসভার। বরং পরিস্থিতি জটিল আকার নিয়েছে । এই পরিস্থিতিতে পৌরসভার প্রশাসক বোর্ডকে সাতদিনের জন্য সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে হয়েছে । বুধবার পৌরসভায় সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহরও পড়েছে। 25 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে বারাসতে।

বারাসত,22 জুলাই : বারাসতে কোরোনায় মৃত্যু হল 58 বছরের এক ব্যাক্তির । আজ ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই আক্রান্তের । এছাড়াও আজ দত্তপুকুরেও কোরোনায় আক্রান্ত হয়ে 45 বছরের এক ব্যাক্তির মৃত্যু হয় । তাঁর বাড়ি দত্তপুকুরের কদম্বগাছি ঘোষপাড়া এলাকায় ৷ মৃত দুই ব্যাক্তির পরিবারকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্যবিভাগের তরফে ওই দুই মৃতের বাড়ির এলাকাও বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় । পরিস্থিতির উপর নজর রাখছেন জেলা স্বাস্থ্যবিভাগের কর্তারা।

পরিবার সূত্রে জানা গেছে, 58 বছরের ওই ব্যক্তি বারাসত বাদু রোডের বাসিন্দা । কিছুদিন ধরেই জ্বর,সর্দি ও কাশিতে ভুগছিলেন। এরপর পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। তাঁকে ভরতি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই আজ মারা যান তিনি ।

কোরোনা সংক্রমণ রুখতে জেলাসদর বারাসতে আংশিক ও সময়ভিত্তিক লকডাউন করেও সুফল মেলেনি পৌরসভার। বরং পরিস্থিতি জটিল আকার নিয়েছে । এই পরিস্থিতিতে পৌরসভার প্রশাসক বোর্ডকে সাতদিনের জন্য সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে হয়েছে । বুধবার পৌরসভায় সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহরও পড়েছে। 25 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে বারাসতে।

Last Updated : Jul 22, 2020, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.