ETV Bharat / state

Naihati Clash: নৈহাটিকাণ্ডে পুলিশের জালে আরও দুই

নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ (two more accused arrested in Naihati murder case) ৷ এই নিয়ে এই খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 7 (Naihati Murder Case) ৷

ETV Bharat
Naihati Clash
author img

By

Published : Nov 1, 2022, 9:22 PM IST

আমডাঙা, 1 নভেম্বর: নৈহাটিকাণ্ডে পুলিশের জালে আরও দুই অভিযুক্ত । ধৃতদের নাম কাজি হাসিবুল হাসান এবং সামায়ুন মণ্ডল । খুনের ঘটনার পরপরই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল এরা দু'জনে । সোমবার রাতে 18 বছর বয়সি কাজি হাসিবুলের আমডাঙার কুমারদুনি গ্রামের বাড়িতে ফেরে ৷ গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ মঙ্গলবার ভোরের দিকে গ্রামের বাড়ি থেকেই হাসিবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ (two more accused arrested in Naihati murder case) ৷

এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে বাসুদেবপুর থানার বেলে শংকরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় অপর অভিযুক্ত সামায়ুন মণ্ডলকে । পুলিশের দাবি, নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এরাও যুক্ত ৷ এর আগে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাচ্চা-সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা ৷ কী কারণে এই খুন সে সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা (Naihati Murder Case) ৷

আরও পড়ুন: নৈহাটি-কাণ্ডে পুলিশের জালে আরও এক অভিযুক্ত

উল্লেখ্য, শনিবার ভর সন্ধ্যায় নৈহাটির শিবদাসপুরে বোমা ও গুলিতে খুন হন এলাকার প্রতিবাদী যুবক এবং তৃণমূল কর্মী জাকির হোসেন । সেদিন পাড়ারই একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি । তখনই মুখোশধারী দুষ্কৃতীরা দুটি বাইকে এসে আচমকা হামলা চালায় জাকিরের ওপর। প্রথমে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয় । রক্তাক্ত অবস্থায় প্রাণে বাঁচতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন তিনি । কিন্তু তারপরও পিছু ধাওয়া করে জাকিরকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে দুষ্কৃতীরা । গুলি তাঁর হাতে, বুকে এবং পেটে লাগে । রাস্তাতেই লুটিয়ে পড়েন জাকির । সেই দৃশ্য দেখে গ্রামের লোকজন দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান ঘটনাস্থল থেকে ।

ঘটনায় জাকিরের গুলিবিদ্ধ হওয়া ছাড়াও বোমার স্প্রিন্টার ছিটকে ইউসুফ আলি মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন । ঘটনার সময় সে জাকিরের সঙ্গেই ছিলেন । বোমা ও গুলিতে আহত দু'জনকেই কল‍্যাণীর জেএনএম হাসপাতালে ভরতি করা হয় । অস্ত্রোপচার করে জাকিরের শরীর থেকে গুলি বের করা হলেও প্রাণে বাঁচানো যায়নি তাঁকে । রবিবার সকালে মৃত্যু হয় প্রতিবাদী ওই যুবকের । ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে শিবদাসপুরের কন্দপুকুর গ্রাম।

আমডাঙা, 1 নভেম্বর: নৈহাটিকাণ্ডে পুলিশের জালে আরও দুই অভিযুক্ত । ধৃতদের নাম কাজি হাসিবুল হাসান এবং সামায়ুন মণ্ডল । খুনের ঘটনার পরপরই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল এরা দু'জনে । সোমবার রাতে 18 বছর বয়সি কাজি হাসিবুলের আমডাঙার কুমারদুনি গ্রামের বাড়িতে ফেরে ৷ গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ মঙ্গলবার ভোরের দিকে গ্রামের বাড়ি থেকেই হাসিবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ (two more accused arrested in Naihati murder case) ৷

এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে বাসুদেবপুর থানার বেলে শংকরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় অপর অভিযুক্ত সামায়ুন মণ্ডলকে । পুলিশের দাবি, নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এরাও যুক্ত ৷ এর আগে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাচ্চা-সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা ৷ কী কারণে এই খুন সে সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা (Naihati Murder Case) ৷

আরও পড়ুন: নৈহাটি-কাণ্ডে পুলিশের জালে আরও এক অভিযুক্ত

উল্লেখ্য, শনিবার ভর সন্ধ্যায় নৈহাটির শিবদাসপুরে বোমা ও গুলিতে খুন হন এলাকার প্রতিবাদী যুবক এবং তৃণমূল কর্মী জাকির হোসেন । সেদিন পাড়ারই একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি । তখনই মুখোশধারী দুষ্কৃতীরা দুটি বাইকে এসে আচমকা হামলা চালায় জাকিরের ওপর। প্রথমে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয় । রক্তাক্ত অবস্থায় প্রাণে বাঁচতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন তিনি । কিন্তু তারপরও পিছু ধাওয়া করে জাকিরকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে দুষ্কৃতীরা । গুলি তাঁর হাতে, বুকে এবং পেটে লাগে । রাস্তাতেই লুটিয়ে পড়েন জাকির । সেই দৃশ্য দেখে গ্রামের লোকজন দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান ঘটনাস্থল থেকে ।

ঘটনায় জাকিরের গুলিবিদ্ধ হওয়া ছাড়াও বোমার স্প্রিন্টার ছিটকে ইউসুফ আলি মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন । ঘটনার সময় সে জাকিরের সঙ্গেই ছিলেন । বোমা ও গুলিতে আহত দু'জনকেই কল‍্যাণীর জেএনএম হাসপাতালে ভরতি করা হয় । অস্ত্রোপচার করে জাকিরের শরীর থেকে গুলি বের করা হলেও প্রাণে বাঁচানো যায়নি তাঁকে । রবিবার সকালে মৃত্যু হয় প্রতিবাদী ওই যুবকের । ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে শিবদাসপুরের কন্দপুকুর গ্রাম।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.