বারাসত, 26 জুন : ভাগাড় কাণ্ডে দুজনকে দোষী সাব্যস্ত করল বনগাঁ আদালত । তাদের প্রত্যেককে আদালত পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে । এই মামলায় বাকি 6 অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে আদালত ।
গত বছরের প্রথমদিকে বজবজের ভাগাড়ে ফেলে দেওয়া মৃত পশুর দেহ তুলে নিয়ে তা কেটে বিক্রি করার বিষয়টি সামনে আসে । পরে দেগঙ্গা সহ একাধিক জায়গায় ভাগাড়ের মাংস বিক্রি চক্রের হদিশ মেলে । তদন্তে নেমে সানি মল্লিক সহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে । সানিকে জেরা করে বজবজে ভাগাড় কাণ্ডের পান্ডা বিশ্বনাথ গড়াই ওরফে বিশুকে সোনারপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযুক্তদের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তকারী অফিসাররা । পাশাপাশি, রাজ্যের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তরাঁয় তল্লাশি শুরু করে পুলিশ । গত বছরের মে মাসে দুটি খাবারের দোকানে তল্লাশি চালিয়ে পচা মাছ ও মাংস উদ্ধার করে বনগাঁ পৌরসভা । দোকানের মালিকদের গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ । পরে CID মামলার তদন্তভার হাতে নেয় । তদন্তে এই চক্রের আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগাযোগে উঠে আসে ।
সেপ্টেম্বরে CID মামলার চার্জশিট জমা দেয় । মোট 10 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল । তারপর থেকে বিচারপর্ব চলছিল । আজ বিচারক রায় ঘোষণা করেন । যদিও দেবব্রত ও স্বরূপ আদালতে হাজির ছিল না । তারা জামিনে মুক্ত ছিল । রায় ঘোষণার পর সরকারি আইনজীবী নবকুমার ঘোষ বলেন, "আদালত দেবব্রত ও স্বরূপকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে । বাকি ছয়জনকে বেকসুর খালাদ দেওয়া হয়েছে । তারা হল - বিশ্বনাথ গড়াই ওরফে বিশু, মানিক মুখার্জি, সারাফত হোসেন, সানি মল্লিক, ভিনসেন সাইমন ও গোলে এমডি ।" তাদের বিরুদ্ধে আলিপুর ও বারাসাত আদালতেও মামলা রয়েছে ।