ETV Bharat / state

ভাগাড় কাণ্ডে দোষী সাব্যস্ত 2, পাঁচ বছরের জেল - Bhagar

6 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত । তাদের বিরুদ্ধে আলিপুর ও বারাসাত আদালতেও মামলা রয়েছে ।

দোষীরা
author img

By

Published : Jun 26, 2019, 6:18 PM IST

Updated : Jun 26, 2019, 10:59 PM IST

বারাসত, 26 জুন : ভাগাড় কাণ্ডে দুজনকে দোষী সাব্যস্ত করল বনগাঁ আদালত । তাদের প্রত্যেককে আদালত পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে । এই মামলায় বাকি 6 অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে আদালত ।

গত বছরের প্রথমদিকে বজবজের ভাগাড়ে ফেলে দেওয়া মৃত পশুর দেহ তুলে নিয়ে তা কেটে বিক্রি করার বিষয়টি সামনে আসে । পরে দেগঙ্গা সহ একাধিক জায়গায় ভাগাড়ের মাংস বিক্রি চক্রের হদিশ মেলে । তদন্তে নেমে সানি মল্লিক সহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে । সানিকে জেরা করে বজবজে ভাগাড় কাণ্ডের পান্ডা বিশ্বনাথ গড়াই ওরফে বিশুকে সোনারপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযুক্তদের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তকারী অফিসাররা । পাশাপাশি, রাজ্যের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তরাঁয় তল্লাশি শুরু করে পুলিশ । গত বছরের মে মাসে দুটি খাবারের দোকানে তল্লাশি চালিয়ে পচা মাছ ও মাংস উদ্ধার করে বনগাঁ পৌরসভা । দোকানের মালিকদের গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ । পরে CID মামলার তদন্তভার হাতে নেয় । তদন্তে এই চক্রের আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগাযোগে উঠে আসে ।

সেপ্টেম্বরে CID মামলার চার্জশিট জমা দেয় । মোট 10 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল । তারপর থেকে বিচারপর্ব চলছিল । আজ বিচারক রায় ঘোষণা করেন । যদিও দেবব্রত ও স্বরূপ আদালতে হাজির ছিল না । তারা জামিনে মুক্ত ছিল । রায় ঘোষণার পর সরকারি আইনজীবী নবকুমার ঘোষ বলেন, "আদালত দেবব্রত ও স্বরূপকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে । বাকি ছয়জনকে বেকসুর খালাদ দেওয়া হয়েছে । তারা হল - বিশ্বনাথ গড়াই ওরফে বিশু, মানিক মুখার্জি, সারাফত হোসেন, সানি মল্লিক, ভিনসেন সাইমন ও গোলে এমডি ।" তাদের বিরুদ্ধে আলিপুর ও বারাসাত আদালতেও মামলা রয়েছে ।

বারাসত, 26 জুন : ভাগাড় কাণ্ডে দুজনকে দোষী সাব্যস্ত করল বনগাঁ আদালত । তাদের প্রত্যেককে আদালত পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে । এই মামলায় বাকি 6 অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে আদালত ।

গত বছরের প্রথমদিকে বজবজের ভাগাড়ে ফেলে দেওয়া মৃত পশুর দেহ তুলে নিয়ে তা কেটে বিক্রি করার বিষয়টি সামনে আসে । পরে দেগঙ্গা সহ একাধিক জায়গায় ভাগাড়ের মাংস বিক্রি চক্রের হদিশ মেলে । তদন্তে নেমে সানি মল্লিক সহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে । সানিকে জেরা করে বজবজে ভাগাড় কাণ্ডের পান্ডা বিশ্বনাথ গড়াই ওরফে বিশুকে সোনারপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযুক্তদের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তকারী অফিসাররা । পাশাপাশি, রাজ্যের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তরাঁয় তল্লাশি শুরু করে পুলিশ । গত বছরের মে মাসে দুটি খাবারের দোকানে তল্লাশি চালিয়ে পচা মাছ ও মাংস উদ্ধার করে বনগাঁ পৌরসভা । দোকানের মালিকদের গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ । পরে CID মামলার তদন্তভার হাতে নেয় । তদন্তে এই চক্রের আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগাযোগে উঠে আসে ।

সেপ্টেম্বরে CID মামলার চার্জশিট জমা দেয় । মোট 10 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল । তারপর থেকে বিচারপর্ব চলছিল । আজ বিচারক রায় ঘোষণা করেন । যদিও দেবব্রত ও স্বরূপ আদালতে হাজির ছিল না । তারা জামিনে মুক্ত ছিল । রায় ঘোষণার পর সরকারি আইনজীবী নবকুমার ঘোষ বলেন, "আদালত দেবব্রত ও স্বরূপকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে । বাকি ছয়জনকে বেকসুর খালাদ দেওয়া হয়েছে । তারা হল - বিশ্বনাথ গড়াই ওরফে বিশু, মানিক মুখার্জি, সারাফত হোসেন, সানি মল্লিক, ভিনসেন সাইমন ও গোলে এমডি ।" তাদের বিরুদ্ধে আলিপুর ও বারাসাত আদালতেও মামলা রয়েছে ।


New Delhi, Jun 26 (ANI): Members of Indian Youth Congress and workers of the party demonstrated outside the residence of Congress president Rahul Gandhi. They were urging Rahul Gandhi to take back his resignation and continue as the party president. As per the sources, Sonia Gandhi also chaired Congress Parliamentary Party meeting today in regard to the matter.
Last Updated : Jun 26, 2019, 10:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.