ETV Bharat / state

Road Accident : দিদির হাতে রাখি পরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দাদা-ভাইয়ের

মিনাখাঁর জয়গ্রামের কাছে বাসন্তী হাইওয়েতে বাইক-বাস মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ভাইয়ের ৷ খুড়তুতো আরও এক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিন ভাই রবিবার দিদির বাড়ি থেকে রাখি পরে ফিরছিলেন ৷ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইয়ের কারোর মাথাতেই হেলমেট ছিল না ৷

মিনাখাঁয় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের
মিনাখাঁয় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের
author img

By

Published : Aug 23, 2021, 4:46 PM IST

মিনাখাঁ, 23 অগস্ট : ভাইদের দীর্ঘায়ু কামনা করে রাখি পরিয়েছিলেন দিদি ৷ দিদির বাড়িতে সারাদিনের মজা-আনন্দের পর সেই রাখি পরেই বাড়ির দিকে রওনা হয়েছিলেন তিন ভাই ৷ তবে বাড়ি ফেরা আর হল না ৷ মাঝরাস্তায় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তিন ভাইয়ের সওয়ারি হওয়া বাইকটির ৷ মুহূর্তের মধ্যে খুশির দিনের ছবি বদলে গেল শোকে ৷ মধ্য কুড়ির দুই ভাইকে পাওয়া গেল হাসপাতালের স্ট্রেচারে নিথর অবস্থায় আর অন্য ভাই লড়ছেন মৃত্যুর সঙ্গে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর জয়গ্রামে ৷ স্থানীয়রা জানান, তিন ভাইয়ের কারোর মাথাতেই হেলমেট ছিল না ৷

রবিবার সন্দেশখালির কানমারিতে দিদির বাড়িতে রাখি পরতে গিয়েছিলেন তিন ভাই । সুরজিৎ (26) এবং দীপঙ্কর মণ্ডল (26) সম্পর্কে দাদা-ভাই হলেও অপরজন কাকার ছেলে । কানমারি থেকে বাইকে করে রাতে বাড়ির দিকে ফিরছিলেন তিনজনে । প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইয়ের মাথাতেই হেলমেট ছিল না । সেই অবস্থাতেই বাইকটি দ্রুত গতিতে ছুটছিল বাসন্তী হাইওয়ে ধরে । মিনাখাঁর জয়গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাইক ৷ উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । রাস্তার ধারে ছিটকে পড়েন বাইক আরোহীরা । ঘটনাস্থলেই মৃত্যু হয় বড় ভাই সুরজিতের । গুরুতর আহত অবস্থায় অপর দুই ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে । সেখানেই মারা যান দীপঙ্কর । আরেক ভাইয়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে । সূত্রের খবর, তাঁর অবস্থাও যথেষ্ট সঙ্কটজনক । এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

মিনাখাঁর জয়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের ৷

মিনাখাঁ থানার পুলিশ জানিয়েছে, তিনজনের বাড়ি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটকপুকুরে ৷ সেখানে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনাগ্রস্ত বাইক ও বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । আটক করা হয়েছে বেসরকারি বাসের চালক ও খালাসিকে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"

এদিকে দুর্ঘটনা রোধে রাজ্য সরকারের তরফে যখন ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে, তখন আইন ভাঙাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণির মানুষের কাছে । তার প্রমাণ মিলল মর্মান্তিক এই দুর্ঘটনায় ।

আরও পড়ুন : Train accident : রেল লাইনে ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কিশোরের

মিনাখাঁ, 23 অগস্ট : ভাইদের দীর্ঘায়ু কামনা করে রাখি পরিয়েছিলেন দিদি ৷ দিদির বাড়িতে সারাদিনের মজা-আনন্দের পর সেই রাখি পরেই বাড়ির দিকে রওনা হয়েছিলেন তিন ভাই ৷ তবে বাড়ি ফেরা আর হল না ৷ মাঝরাস্তায় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তিন ভাইয়ের সওয়ারি হওয়া বাইকটির ৷ মুহূর্তের মধ্যে খুশির দিনের ছবি বদলে গেল শোকে ৷ মধ্য কুড়ির দুই ভাইকে পাওয়া গেল হাসপাতালের স্ট্রেচারে নিথর অবস্থায় আর অন্য ভাই লড়ছেন মৃত্যুর সঙ্গে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর জয়গ্রামে ৷ স্থানীয়রা জানান, তিন ভাইয়ের কারোর মাথাতেই হেলমেট ছিল না ৷

রবিবার সন্দেশখালির কানমারিতে দিদির বাড়িতে রাখি পরতে গিয়েছিলেন তিন ভাই । সুরজিৎ (26) এবং দীপঙ্কর মণ্ডল (26) সম্পর্কে দাদা-ভাই হলেও অপরজন কাকার ছেলে । কানমারি থেকে বাইকে করে রাতে বাড়ির দিকে ফিরছিলেন তিনজনে । প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইয়ের মাথাতেই হেলমেট ছিল না । সেই অবস্থাতেই বাইকটি দ্রুত গতিতে ছুটছিল বাসন্তী হাইওয়ে ধরে । মিনাখাঁর জয়গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাইক ৷ উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । রাস্তার ধারে ছিটকে পড়েন বাইক আরোহীরা । ঘটনাস্থলেই মৃত্যু হয় বড় ভাই সুরজিতের । গুরুতর আহত অবস্থায় অপর দুই ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে । সেখানেই মারা যান দীপঙ্কর । আরেক ভাইয়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে । সূত্রের খবর, তাঁর অবস্থাও যথেষ্ট সঙ্কটজনক । এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

মিনাখাঁর জয়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের ৷

মিনাখাঁ থানার পুলিশ জানিয়েছে, তিনজনের বাড়ি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটকপুকুরে ৷ সেখানে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনাগ্রস্ত বাইক ও বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । আটক করা হয়েছে বেসরকারি বাসের চালক ও খালাসিকে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"

এদিকে দুর্ঘটনা রোধে রাজ্য সরকারের তরফে যখন ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে, তখন আইন ভাঙাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণির মানুষের কাছে । তার প্রমাণ মিলল মর্মান্তিক এই দুর্ঘটনায় ।

আরও পড়ুন : Train accident : রেল লাইনে ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কিশোরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.