ETV Bharat / state

রাজারহাটে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার গাঁজা, ধৃত 2 - ganja_recovery

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের হারোয়া খাল এলাকায় হানা দিয়ে পুলিশ একটি বাইক আটক করে । সেই বাইকে দু'জন ছিল । তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বস্তায় ভরা গাঁজা উদ্ধার হয় ৷

two-arrested-while-selling-cannabis-in-rajarhat
রাজারহাটে বাজেয়াপ্ত প্রচুর গাঁজা, লক্ষাধিক টাকা, ধৃত 2
author img

By

Published : Oct 18, 2020, 7:21 PM IST

রাজারহাট, 18 অক্টোবর: পুজোর মুখে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা ৷ রাজারহাটের হারোয়া খাল এলাকার ঘটনা ৷

কলকাতার বিভিন্ন প্রান্তে গাঁজা পাচারের আগে রাজারহাট থানার পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় 48 কেজি গাঁজা, 1 লাখ 6 হাজার টাকা ও একটি বাইক। মধ্যমগ্রামের বাসিন্দা ঝন্টু দাস ও নিউটাউনের বাসিন্দা মিলন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে ।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের হারোয়া খাল এলাকায় হানা দিয়ে পুলিশ একটি বাইক আটক করে । সেই বাইকে দু'জন ছিল । তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বস্তায় ভরা গাঁজা উদ্ধার হয় ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওড়িশা থেকে তাদের কাছে এই গাঁজা দিয়ে যাওয়া হয় । তা কলকাতায় বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এরা ধরা পড়ার আগে আরও কয়েকটি জায়গায় গাঁজা বিক্রি করেছিল । বিক্রি করা গাঁজার টাকাও উদ্ধার হয় তাদের কাছ থেকে। এর আগেও গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল ঝন্টু দাস৷

রাজারহাট, 18 অক্টোবর: পুজোর মুখে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা ৷ রাজারহাটের হারোয়া খাল এলাকার ঘটনা ৷

কলকাতার বিভিন্ন প্রান্তে গাঁজা পাচারের আগে রাজারহাট থানার পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় 48 কেজি গাঁজা, 1 লাখ 6 হাজার টাকা ও একটি বাইক। মধ্যমগ্রামের বাসিন্দা ঝন্টু দাস ও নিউটাউনের বাসিন্দা মিলন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে ।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের হারোয়া খাল এলাকায় হানা দিয়ে পুলিশ একটি বাইক আটক করে । সেই বাইকে দু'জন ছিল । তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বস্তায় ভরা গাঁজা উদ্ধার হয় ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওড়িশা থেকে তাদের কাছে এই গাঁজা দিয়ে যাওয়া হয় । তা কলকাতায় বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এরা ধরা পড়ার আগে আরও কয়েকটি জায়গায় গাঁজা বিক্রি করেছিল । বিক্রি করা গাঁজার টাকাও উদ্ধার হয় তাদের কাছ থেকে। এর আগেও গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল ঝন্টু দাস৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.