মধ্যমগ্রাম, 4 জানুয়ারি : জেঠিমার বাড়িতে ঘুরতে আসা এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। পুলিশ অভিযুক্ত সূর্য বন্দ্যোপাধ্যায় ও তাঁর বোনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি, পুলিশে অভিযোগ জানানোয় তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। পুলিশের কাছ থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। সপ্তাহখানেক আগে জেঠিমার বাড়িতে ঘুরতে আসে। এরপরই সেখানে ডেকে আনা হয় নাবালিকার আত্মীয় সূর্য বন্দ্যোপাধ্যায় ও তাঁর বোনকে। সেখানেই বোনের মদতে জোর করে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সূর্যর বিরুদ্ধে। যৌন নির্যাতনের পাশাপাশি উঠেছে ধর্ষণের চেষ্টার অভিযোগও।
এরপর মধ্যমগ্রামে বাড়িতে ফিরে গোটা ঘটনা পরিবারকে জানায় নির্যাতিতা ওই নাবালিকা। রবিবার দুপুরে অভিযুক্ত দু'জনের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে রাতেই সূর্য ও তার বোনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় জেঠিমার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
এদিকে নির্যাতিতার পরিবারের দাবি, অভিযোগ দায়ের হতেই মামলা প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি ও চাপ সৃষ্টি করছে সূর্যর পরিবার। আতঙ্কে রয়েছে তারা। নির্যাতিতার বাবা বলেন, "ঘটনার পর থেকেই নাবালিকা মেয়ে আতঙ্কে রয়েছে। অভিযুক্তর পরিবার ভয় দেখাচ্ছে অভিযোগ তুলে নিতে। না হলে মেয়ের আরও ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা অভিযুক্ত দু'জনের কঠোর শাস্তি চাই। তার জন্য যতদূর যেতে হয় যাব।"
আরও পড়ুন: "দুয়ারে সরকার" শিবিরে বিশৃঙখলা, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
অন্যদিকে, সোমবার সকালে ধৃত দু'জনের মেডিকেল পরীক্ষা করা হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে। মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, ধৃত সূর্যর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। অন্য অভিযুক্তের বিরুদ্ধে ঘটনায় মদত দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।