হাড়োয়া, 11 জুন : নিষিদ্ধ তরল মাদক সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ । ধৃতদের নাম খাদেম আলি মোল্লা ও সাহেব আলি মোল্লা ।
শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে, হাড়োয়ার সোনাপুকুর-শঙ্করপুর পঞ্চায়েতের নব্বই ঘেড়ি এলাকায় অভিযান চালায় হাড়োয়া থানার পুলিশ ৷ সেখানেই হাতে নাতে পাকড়াও করা হয় দুইজনকে । তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে সাড়ে সাত লিটার কোডাউন মিক্সচার ৷ সেগুলি বাজেয়াপ্ত করা হয় পুলিশের তরফে। পাচারের উদ্দেশ্যেই ওই বিপুল নিষিদ্ধ তরল মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের ৷ তবে এই তরল ঠিক কোথায় পাচারের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, ধৃতদের জেরা করে তাই জানার চেষ্টা করছে পুলিশ ।
জানা গিয়েছে, খাদেম আলির বাড়ি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে । অপরজনের বাড়ি দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে । দু-জনের বিরুদ্ধেই একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক কারবারে সিদ্ধহস্ত এই দুই দুষ্কৃতী । এনিয়ে তাদের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগও রয়েছে ৷ দীর্ঘদিন ধরে দুই দুষ্কৃতীর খোঁজ পাওয়ার চেষ্টা চলছিল ।
আরও পড়ুন : কালিয়াচকে ধৃত চিনা নাগরিকের কাছে নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য, চরবৃত্তির সন্দেহ
ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ । অন্যদিকে, ধৃতদের নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে বারাসতের নারকোটিক্স আদালতে পেশ করেছে হাড়োয়া থানার পুলিশ ।