ভাটপাড়া, 14 জুলাই : ভাটপাড়া পুরসভায় গুলিচালনার ঘটনায় দু'জনকে আটক করল পুলিশ । পাশাপাশি পৌরসভার ভিতরে পুলিশ পিকেটিং বসানো হয়েছে । সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে পৌরসভা চত্বরে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ ৷
গতকালের ঘটনা নিয়ে স্পষ্ট করে কেউ কোনও কথা বলেননি ৷ তবে তৃণমূলের শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, "এটা একটি বিছিন্ন ঘটনা । পুলিশ তদন্ত করছে ৷ যারা দোষী, তারা সাজা পাবে ।" এদিকে পৌরসভা কর্তৃপক্ষকে খোঁচা দিয়ে বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন, "আমি যে সময়ে পুরসভার দায়িত্বে ছিলাম সেসময়ে দুষ্কৃতীরা এমনিতেই পালাত । সেখানে এমন অবস্থা হয়েছে যে আগ্নেয়াস্ত্র নিয়েই পৌরসভায় ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনেই । গতকাল যে ঘটনা ঘটিয়েছে সে হল দাগী সমাজ বিরোধী ৷ পুলিশের সাহস নেই তাকে ধরবে । এসব দুষ্কৃতীদের জেল থেকে বের করে তৃণমূল কংগ্রেস চলছে । গতকাল যেভাবে থানার সামনে দিনের আলোয় একজনকে মারধর করে গুলি চালাল তার ভিডিয়ো পেয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না ।"
মঙ্গলবার ভাটপাড়া পৌরসভা চত্বরের মধ্যেই এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটে ৷ পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় এলাকায় ৷ তারপরই এদিন দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷
আরও পড়ুন : পৌরসভার কম্পাউন্ডে কর্মীকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়