টাকি, 30 ডিসেম্বর : ফোন করে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন বসিরহাটে । পরে দেহ লোপাটের চেষ্টা করা হয় । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের টাকির রোজিপুরে ।
মৃতের নাম সৈয়দ গাজি । ঘটনায় জড়িত অভিযোগে বুড়ো শেখ ও নাজিমুল গাজি নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমাv, ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা ।
মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলে ফোন করে সৈয়দকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বুড়ো ও নাজিমুল । নির্জন একটি জায়গায় নিয়ে প্রথমে তাঁকে বেধড়ক মারধর করে । তারপর শ্বাসরোধ করে খুন করা হয় । তারপর দেহটি ইছামতীর খাড়িতে ফেলে চম্পট দেয় তারা । রাতে সৈয়দের বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করেও পাননি । তাঁর মোবাইল ফোনটিও বন্ধ ছিল । বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ইছামতী নদীর খাড়িতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে ।
খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । মৃত সৈয়দের পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন । পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ সৈয়দের বন্ধু বুড়ো ও নাজিমুলকে জিজ্ঞাসাবাদ করে । তাদের গ্রেপ্তার করে পুলিশ ।