বনগাঁ, 15 মার্চ : মুক্তিপণ চেয়ে যুবককে আটকে রাখার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করল বাগদা পুলিশ । ধৃতদের নাম সেলিম মণ্ডল ও শাহজাহান । গতকাল ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয় । বিচারক তাদের তিন দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর মহকুমার ন'পাড়ার বাসিন্দা দীপেন্দ্র দে সরকার নামে এক ব্যক্তিকে 7 মার্চ অপহরণ করে বাগদা থানার বাগি গ্রামের একটি বাড়িতে আটকে রাখা হয় । অপহৃত ব্যক্তির পরিবারের কাছে ফোন 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । দীপেন্দ্রবাবুর কাছে থাকা দু'টি সোনার হার, মোবাইল সেটও তারা কেড়ে নেয় । তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ ।
শুক্রবার রাতে ওই ব্যক্তি কোনওভাবে সেখান থেকে পালিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি হন । তিনি হাসপাতালে ভরতি হওয়ার পর পুলিশকে অপহরণের ঘটনা জানান । পুলিশের কাছে তিনি সেলিম মণ্ডল, শাহজাহান মণ্ডল, সুজিত রায় ও শাহদাত মণ্ডলের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে পুলিশ বাগি এলাকা থেকে সেলিম ও শাহজাহানকে গ্রেপ্তার করে । গতকাল ধৃত দু'জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাদের তিন দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন । অন্য দুই অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ।