ETV Bharat / state

BJP ছেড়ে ফের তৃণমূলে নৈহাটি ও গাড়ুলিয়ার 12 কাউন্সিলর - BJP

BJP ছেড়ে ফের তৃণমূলে নৈহাটি ও গাড়ুলিয়ার 12 কাউন্সিলর ৷ আজ তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম ৷

নৈহাটি পৌরসভা
author img

By

Published : Aug 17, 2019, 10:07 PM IST

কলকাতা, 17 অগাস্ট : দল ছেড়ে BJP-তে যোগদানকারী কাউন্সিলররা ফের তৃণমূলে ৷ আজ নৈহাটি ও গাড়ুলিয়া পৌরসভার দলত্যাগী কাউন্সিলররা ফের তৃণমূলে যোগদান করলেন ৷ দলে ফিরে আসা কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দেন কলকাতা পৌরনিগমের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

BJP-তে চলে যাওয়া নৈহাটি ও গাড়ুলিয়া পৌরসভার কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফিরহাদ হাকিম বলেন, "আমি খুশি আমার ভাই, বোনরা সবাই একসঙ্গে আবার মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছেন ৷ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলছেন ৷ অর্থাৎ যাঁরা যাচ্ছেন, তাঁরা ফেরত চলে আসছেন ৷" নৈহাটি পৌরসভার 31 জন কাউন্সিলরের মধ্যে BJP-তে যোগদান করেছিলেন 18 জন ৷ এদের মধ্যে 10 জন ফের তৃণমূলে যোগদান করেন ৷ নৈহাটি পৌরসভার তৃণমূলের মোট কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল 23 ৷ ফলে ফের নৌহাটি পৌরসভা সহজেই দখল নিতে পারবে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে, গাড়ুলিয়া পৌরসভার মোট 21 জন কাউন্সিলরের মধ্যে তৃণমূলের ছিলেন 18 জন কাউন্সিলর ৷ কিন্তু তাদের মধ্যে 10 জন কাউন্সিলর দল ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন ৷ তাঁদের মধ্যে দু'জন কাউন্সিলর ফিরে এসেছেন ৷ ফলে ওই পৌরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল 10 ৷ ফলে নৈহাটির পাশাপাশি গাড়ুলিয়া পৌরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : নির্বাচিত জনপ্রতিনিধি নয়, এবার নৈহাটি পৌরসভাতেও প্রশাসক

পাশাপাশি, আজ তৃণমূল ভবনে ফিরহাদ হাকিম জানান, রাজ্যের পৌরসভার নির্বাচন একসঙ্গে করতে ইচ্ছুক সরকার ৷ আগামী বছর সমস্ত পৌরসভার নির্বাচন যাতে একসঙ্গে করা যায়, সেজন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে ৷

কলকাতা, 17 অগাস্ট : দল ছেড়ে BJP-তে যোগদানকারী কাউন্সিলররা ফের তৃণমূলে ৷ আজ নৈহাটি ও গাড়ুলিয়া পৌরসভার দলত্যাগী কাউন্সিলররা ফের তৃণমূলে যোগদান করলেন ৷ দলে ফিরে আসা কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দেন কলকাতা পৌরনিগমের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

BJP-তে চলে যাওয়া নৈহাটি ও গাড়ুলিয়া পৌরসভার কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফিরহাদ হাকিম বলেন, "আমি খুশি আমার ভাই, বোনরা সবাই একসঙ্গে আবার মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছেন ৷ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলছেন ৷ অর্থাৎ যাঁরা যাচ্ছেন, তাঁরা ফেরত চলে আসছেন ৷" নৈহাটি পৌরসভার 31 জন কাউন্সিলরের মধ্যে BJP-তে যোগদান করেছিলেন 18 জন ৷ এদের মধ্যে 10 জন ফের তৃণমূলে যোগদান করেন ৷ নৈহাটি পৌরসভার তৃণমূলের মোট কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল 23 ৷ ফলে ফের নৌহাটি পৌরসভা সহজেই দখল নিতে পারবে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে, গাড়ুলিয়া পৌরসভার মোট 21 জন কাউন্সিলরের মধ্যে তৃণমূলের ছিলেন 18 জন কাউন্সিলর ৷ কিন্তু তাদের মধ্যে 10 জন কাউন্সিলর দল ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন ৷ তাঁদের মধ্যে দু'জন কাউন্সিলর ফিরে এসেছেন ৷ ফলে ওই পৌরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল 10 ৷ ফলে নৈহাটির পাশাপাশি গাড়ুলিয়া পৌরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : নির্বাচিত জনপ্রতিনিধি নয়, এবার নৈহাটি পৌরসভাতেও প্রশাসক

পাশাপাশি, আজ তৃণমূল ভবনে ফিরহাদ হাকিম জানান, রাজ্যের পৌরসভার নির্বাচন একসঙ্গে করতে ইচ্ছুক সরকার ৷ আগামী বছর সমস্ত পৌরসভার নির্বাচন যাতে একসঙ্গে করা যায়, সেজন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে ৷

Intro:কলকাতা, ১৭ অগাস্ট : 'যারা বিজেপিতে যাচ্ছে তারা ফেরত চলে আসছে । নতুন যারা যাচ্ছে তারা কী করবে বেশিদিন, তা আমি জানি না ।' সদ‍্য বিজেপিতে যোগদান কারীদের নিয়ে আজ এই মন্তব্য করলেন তৃণমল নেতা ফিরহাদ হাকিম। তবে কি সদ‍্য তৃণমূল ত‍্যাগি শোভন চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই ইঙ্গিত পূর্ণ মন্তব্যং করলেন ফিরহাদ ? উঠছে এই প্রশ্নও ।


Body:

আজ তৃণমূল ভবনে আসেন বিজেপিতে চলে যাওয়া নৈহাটি ও গারুলিয়া পুরসভার কাউন্সিলরদের একটি বড় অংশ। তারা ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। নৈহাটি পুরসভার মোট ৩১ জন কাউন্সিলরের মধ্যে বিজেপিতে চলে গিয়েছিলেন ১৮ জন। এদের মধ‍্যে ১০ জন ফিরে এসেছেন তৃণমূলে। বর্তমানে নৈহাটি পুরসভার তৃণমূলের মোট কাউন্সিলরের সংখ্যা হল ২৩। ফলে সহজেই নৈহাটি পুরসভা ফের দখলে এল তৃণমূলের। গারুলিয়া পুরসভার মোট ২১ কাউন্সিলরের মধ‍্যে তৃণমূলের ছিল ১৮ কাউন্সিলর। ১০ জন কাউন্সিলর দলছুট হয়েছিলেন। এদের মধ্যে ২ জন কাউন্সিলর ফিরে এসেছেন। ফলে তৃণমূলের মোট কাউন্সিলরের সংখ‍্যা দাঁড়াল ১০। বিজেপির ৮ কাউন্সিলর ছাড়াও, একজন করে কংগ্রেস, ফব এবং নির্দল কাউন্সিলর রয়েছেন। নৈহাটির পাশাপাশি গারুলিয়া পুরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে। আজ তৃণমূল ভবনবিজেপি ছেড়ে ফিরে আসা কাউন্সিলরদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ফিরহাদ হাকিম প্রত‍্যয়ের সঙ্গে বলেন, 'আমি খুশি আমার. ভাইয়েরা, বোনেরা সবাই একসঙ্গে আবার মমতা ব‍্যনার্জি জিন্দাবাদ বলছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলছে। অর্থাৎ যারা যাচ্ছে তারা ফেরত চলে আসছে। নতুন যারা যাচ্ছে তারা কী করবে বেশিদিন, তা আমি জানিনা।' প্রসঙ্গত, দলত‍্যাগ করে বিজেপিতে নতুন নাম লিখিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায়। নতুন যারা যাচ্ছেন বলতে এদেরই কি ইঙ্গিত করলেন ফিরহাদ হাকিম। উঠল প্রশ্ন। অন‍্যদিকে, রাজ‍্যের বাকি থাকা পুরসভা গুলির নির্বাচন একই সঙ্গে করতে চায় রাজ‍্য সরকার। আজ এই ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি জানান, সামনের বছর যাতে সমস্ত পুরসভা গুলির নির্বাচন একসঙ্গে হয় তার জন‍্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে আবেদন জানানো হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.