ETV Bharat / state

কাঁকিনাড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ব্যবসায়ীকে গুলি

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলে শৌচালয়ে যাওয়ার সময় গুলি করা হয় স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গির আনসারিকে ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে ৷ পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই দুষ্কৃতী ৷ তাকে ভাটপাড়া থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

try to murder businessman at Kankinara market
জাহাঙ্গির আনসারি
author img

By

Published : Dec 15, 2019, 12:29 PM IST

কাঁকিনাড়া, 15 ডিসেম্বর : দুষ্কৃতীর গুলিতে জখম ব্যবসায়ী ৷ উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার খুবলাল সাউ বাজারের ঘটনা ৷

জখম ব্যবসায়ীর নাম জাহাঙ্গির আনসারি ৷ স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলে শৌচালয়ে যাওয়ার সময় গুলি করা হয় জাহাঙ্গিরকে ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে ৷ পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই দুষ্কৃতী ৷ তাকে ভাটপাড়া থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

তবে কী কারণে জাহাঙ্গিরকে গুলি করে সে তা এখনও জানা যায়নি ৷ জখম জাহাঙ্গিরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাংকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তবে ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷

স্থানীয় এক ব্যবসায়ী কমল মজুমদার বলেন, "আমরা সাধারণ ব্যবসায়ী ৷ ঘটনাটা কী তা সম্পর্কে কিছু বলতে পারব না ৷ তবে যেভাবে গুলি করা হয়েছে পাকা কোনও ক্রিমিনালের কাজ ৷ যাকে গুলি করা হয়েছে তিনি আমাদের মতই একজন ব্যবসায়ী ৷ তাঁর আচার-আচরণ ভালো ছিল ৷ কিন্তু কেন কেউ গুলি করল তা বলতে পারব না ৷ "

কাঁকিনাড়া, 15 ডিসেম্বর : দুষ্কৃতীর গুলিতে জখম ব্যবসায়ী ৷ উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার খুবলাল সাউ বাজারের ঘটনা ৷

জখম ব্যবসায়ীর নাম জাহাঙ্গির আনসারি ৷ স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলে শৌচালয়ে যাওয়ার সময় গুলি করা হয় জাহাঙ্গিরকে ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে ৷ পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই দুষ্কৃতী ৷ তাকে ভাটপাড়া থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

তবে কী কারণে জাহাঙ্গিরকে গুলি করে সে তা এখনও জানা যায়নি ৷ জখম জাহাঙ্গিরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাংকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তবে ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷

স্থানীয় এক ব্যবসায়ী কমল মজুমদার বলেন, "আমরা সাধারণ ব্যবসায়ী ৷ ঘটনাটা কী তা সম্পর্কে কিছু বলতে পারব না ৷ তবে যেভাবে গুলি করা হয়েছে পাকা কোনও ক্রিমিনালের কাজ ৷ যাকে গুলি করা হয়েছে তিনি আমাদের মতই একজন ব্যবসায়ী ৷ তাঁর আচার-আচরণ ভালো ছিল ৷ কিন্তু কেন কেউ গুলি করল তা বলতে পারব না ৷ "

Intro:কাকিনাড়া ভরা বাজারে শ্যুট আউট।বাজারের মধ্যেই দুষ্কৃতীর গুলিতে জখম মাংস বিক্রেতা জাহাঙ্গীর আনসারী।Body:রবিবারের ভরা বাজারে কাঁকিনাড়া খুবলাল সাউ বাজারের এক মাংস ব্যবসায়ীকে গুলি করে এক দুষ্কৃতী।বাজারের মধ্যেই দোকান খুলে বাথরুমে যায় যখন তখনই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে। গুলি করে পালাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে যায় ঐ দুষ্কৃতী। তাকে ভাটপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কি কারণে এগুলি তা এখনো জানা যায়নি। আহত ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.