ETV Bharat / state

ভাটপাড়ায় আস্থাভোট নিয়ে তৃণমূল-BJP দড়ি টানাটানি

অবশেষে ভাটপাড়া পৌরসভাও BJP-র হাতছাড়া হতে চলেছে । সংখ্যার বিচারে আপাতত এগিয়ে তৃণমূল । যদিও BJP-র দাবি, অনাস্থা ভোটের দিন ম্যাজিক ঘটবে ।

author img

By

Published : Dec 6, 2019, 9:48 PM IST

TMC-BJP conflict
তৃণমূল-BJP

ভাটপাড়া, 6 ডিসেম্বর : তৃণমূলের দাবি, কুর্সি দখলে সময়ের অপেক্ষা, BJP বলছে, ম্যাজিক দেখাব ৷ অবশেষে ভাটপাড়া পৌরসভাও BJP-র হাতছাড়া হতে চলেছে । সংখ্যার বিচারে আপাতত এগিয়ে তৃণমূল । যদিও BJP-র দাবি, অনাস্থা ভোটের দিন ম্যাজিক ঘটবে । গতকাল ভাটপাড়া পৌরসভায় অনাস্থা চিঠি জমা দিল তৃণমূল । আর তারপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা । লোকসভা ভোটে উত্তর 24 পরগনার 5 আসনের মধ্যে ব্যারাকপুর ও বনগাঁ কেন্দ্রে জয়লাভ করে BJP । আর তারপর জেলায় দলবদলের হিড়িক পড়ে যায় । বনগাঁ উত্তর ও বীজপুরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও শুভ্রাংশু রায় BJP-তে যোগ দেন । তাই দেখে দলে দলে কাউন্সিলররাও গেরুয়া শিবিরে নাম লেখাতে থাকেন ।

trust vote in Bhatpara
সৌরভ সিং, পৌর-প্রধান

পরে দলবদল করেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । দলবদলের ধাক্কায় বনগাঁ, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া, কাঁচরাপাড়া ও গারুলিয়া পৌরসভা তৃণমূলের হাতছাড়া হয়ে যায় । প্রাথমিক ধাক্কা সামলে আবার একে একে বনগাঁ, হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া ও গারুলিয়া পৌরসভা পুনরুদ্ধার করে শাসকদল । অর্জুন সিংয়ের দাপটে কেবল BJP-র শিবরাত্রির সলতের মতো টিমটিম করে জ্বলে রয়েছে ভাটপাড়া । এবার সেখানেও থাবা বসাল তৃণমূল । গতকাল পৌরপ্রধান অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল । এই আস্থার ফলাফল কী হবে রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে নানা জল্পনা । ঠিক কোন অঙ্ক ঝুলছে ভাটপাড়ার আস্থার ফল? ভাটপাড়া পৌরসভায় মোট আসন 35টি । 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । CPM 1টি । শাসকদলের 34 জন কাউন্সিলরের মধ্য একজন মারা গিয়েছেন । লোকসভা ভোটের নিয়মে পদত্যাগ করছিলেন কাউন্সিলর তথা পুরপ্রধন অর্জুন । তাতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 32 । অর্জুন সিং BJP থেকে জয়লাভের পর 27 জন তৃণমূল কাউন্সিলর রাতারাতি BJP-তে যোগ দেন । সেই 27 জনের মধ্যে 13 জন সম্প্রতি ফের তৃণমূলে ফিরে যান । আগের 5 জন তো রয়েছেনই ।

trust vote in Bhatpara
মকসুদ আলম, তৃণমূল কাউন্সিলর

ফলে পাটিগণিতের হিসেবে ভাটপাড়ায় শাসকদলে এখন মোট (13+5)=18 জন কাউন্সিলর রয়েছেন । তাই, সৌরভ সিংয়ের বিরুদ্ধে এবার অনাস্থা আনল তৃণমূল । অনাস্থায় জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কাউন্সিলর মকসুদ আলম বলেন, "গত ছ'মাস ধরে পৌরসভায় কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না । আমরা অনাস্থায় জিতে আবার পৌরসভা পরিচালনা করব ।" অন্যদিকে কাকা অর্জুনের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন সৌরভ সিং । অঙ্কের হিসেবে তাঁর হাতে এখন 14 জন কাউন্সিলর রয়েছেন । তবু সৌরভের বক্তব্য, "অনাস্থার চিঠিতে যারা সই করেছেন, তাঁদের মধ্যে ছ'জন BJP-র পক্ষে রয়েছেন । এখন কেবল আস্থার ফলাফল দেখার পালা ৷" 5 পৌরসভা পুনরুদ্ধারের পর ভাটপাড়া পুনর্দখল করে তৃণমূল জেলার রাজনৈতিক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করতে চাইছে । আর BJP চাইছে, ভাটপাড়া বাঁচিয়ে অর্জুন-দুর্গে পদ্মফুল সতেজ রাখতে । অনাস্থার ফলাফল কী হয়, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের ।

ভাটপাড়া, 6 ডিসেম্বর : তৃণমূলের দাবি, কুর্সি দখলে সময়ের অপেক্ষা, BJP বলছে, ম্যাজিক দেখাব ৷ অবশেষে ভাটপাড়া পৌরসভাও BJP-র হাতছাড়া হতে চলেছে । সংখ্যার বিচারে আপাতত এগিয়ে তৃণমূল । যদিও BJP-র দাবি, অনাস্থা ভোটের দিন ম্যাজিক ঘটবে । গতকাল ভাটপাড়া পৌরসভায় অনাস্থা চিঠি জমা দিল তৃণমূল । আর তারপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা । লোকসভা ভোটে উত্তর 24 পরগনার 5 আসনের মধ্যে ব্যারাকপুর ও বনগাঁ কেন্দ্রে জয়লাভ করে BJP । আর তারপর জেলায় দলবদলের হিড়িক পড়ে যায় । বনগাঁ উত্তর ও বীজপুরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও শুভ্রাংশু রায় BJP-তে যোগ দেন । তাই দেখে দলে দলে কাউন্সিলররাও গেরুয়া শিবিরে নাম লেখাতে থাকেন ।

trust vote in Bhatpara
সৌরভ সিং, পৌর-প্রধান

পরে দলবদল করেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । দলবদলের ধাক্কায় বনগাঁ, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া, কাঁচরাপাড়া ও গারুলিয়া পৌরসভা তৃণমূলের হাতছাড়া হয়ে যায় । প্রাথমিক ধাক্কা সামলে আবার একে একে বনগাঁ, হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া ও গারুলিয়া পৌরসভা পুনরুদ্ধার করে শাসকদল । অর্জুন সিংয়ের দাপটে কেবল BJP-র শিবরাত্রির সলতের মতো টিমটিম করে জ্বলে রয়েছে ভাটপাড়া । এবার সেখানেও থাবা বসাল তৃণমূল । গতকাল পৌরপ্রধান অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল । এই আস্থার ফলাফল কী হবে রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে নানা জল্পনা । ঠিক কোন অঙ্ক ঝুলছে ভাটপাড়ার আস্থার ফল? ভাটপাড়া পৌরসভায় মোট আসন 35টি । 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । CPM 1টি । শাসকদলের 34 জন কাউন্সিলরের মধ্য একজন মারা গিয়েছেন । লোকসভা ভোটের নিয়মে পদত্যাগ করছিলেন কাউন্সিলর তথা পুরপ্রধন অর্জুন । তাতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 32 । অর্জুন সিং BJP থেকে জয়লাভের পর 27 জন তৃণমূল কাউন্সিলর রাতারাতি BJP-তে যোগ দেন । সেই 27 জনের মধ্যে 13 জন সম্প্রতি ফের তৃণমূলে ফিরে যান । আগের 5 জন তো রয়েছেনই ।

trust vote in Bhatpara
মকসুদ আলম, তৃণমূল কাউন্সিলর

ফলে পাটিগণিতের হিসেবে ভাটপাড়ায় শাসকদলে এখন মোট (13+5)=18 জন কাউন্সিলর রয়েছেন । তাই, সৌরভ সিংয়ের বিরুদ্ধে এবার অনাস্থা আনল তৃণমূল । অনাস্থায় জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কাউন্সিলর মকসুদ আলম বলেন, "গত ছ'মাস ধরে পৌরসভায় কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না । আমরা অনাস্থায় জিতে আবার পৌরসভা পরিচালনা করব ।" অন্যদিকে কাকা অর্জুনের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন সৌরভ সিং । অঙ্কের হিসেবে তাঁর হাতে এখন 14 জন কাউন্সিলর রয়েছেন । তবু সৌরভের বক্তব্য, "অনাস্থার চিঠিতে যারা সই করেছেন, তাঁদের মধ্যে ছ'জন BJP-র পক্ষে রয়েছেন । এখন কেবল আস্থার ফলাফল দেখার পালা ৷" 5 পৌরসভা পুনরুদ্ধারের পর ভাটপাড়া পুনর্দখল করে তৃণমূল জেলার রাজনৈতিক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করতে চাইছে । আর BJP চাইছে, ভাটপাড়া বাঁচিয়ে অর্জুন-দুর্গে পদ্মফুল সতেজ রাখতে । অনাস্থার ফলাফল কী হয়, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের ।

Intro:ভাটপাড়াঃ তৃণমূলের দাবি, কুরসি দখল সময়ের অপেক্ষা, বিজেপি বলছে, ম্যাজিক দেখাব

ভাটপাড়াঃ অবশেষে ভাটপাড়া পুরসভাও বিজেপির হাতছাড়া হতে চলেছে। সংখ্যার বিচারে আপাতত এগিয়ে তৃণমূল। যদিও বিজেপির দাবি, অনাস্থা ভোটের দিন ম্যাজিক ঘটবে। বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভায় অনাস্থা চিঠি জমা দিয়েছে তৃণমূল। আর তারপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। নানা অঙ্ক।

লোকসভা ভোটে উত্তর ২৪ পরগনার পাঁচ আসনের মধ্যে ব্যারাকপুর ও বনগাঁ কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। আর তারপর জেলায় দলবদলের হিড়িক পড়ে যায়। বনগাঁ উত্তর ও বীজপুরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দেন। দলে দলে কাউন্সিলররাও গেরুয়া শিবিরে নাম লেখাতে থাকেন। পরে দলবদল করেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তও ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। দলবদলের রামধাক্কায় বনগাঁ, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া, কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়। প্রাথমিক ধাক্কা সামলে আবার একে একে বনগাঁ, হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভা পুনরুদ্ধার করে শাসক দল। অর্জুন সিংয়ের দাপটে কেবল বিজেপির শিবরাত্রির সলতের মতো টিমটিম করে জ্বলে রয়েছে ভাটপাড়া। এবার সেখানেও থাবা বসাল তৃণমূল। বৃহস্পতিবার পুরপ্রধান অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। এই অনাস্থার ফলাফল কী হবে রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে মানা জল্পনা।

ঠিক কোন অঙ্কে ঝুলছে ভাটপাড়ার অনাস্থার ফল?

ভাটপাড়া পুরসভায় মোট আসন ৩৫টি। ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। সিপিএম একটি। শাসক দলের ৩৪ জন কাউন্সিলরের মধ্য একজন মারা গিয়েছেন। লোকসভা ভোটের নিয়মে পদত্যাগ করছিলেন কাউন্সিলর তথা পুরপ্রধন অর্জুন। তাতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ৩২। অর্জুন সিং বিজেপি থেকে জয়লাভের পর ২৭ জন তৃণমূল কাউন্সিলর রাতারাতি বিজেপিতে যোগ দেন। সেই ২৭ জনের মধ্য ১৩ জন সম্প্রতি ফের তৃণমূলে ফিরে যান। আগের পাঁচজন তো রয়েছেনই। ফলে পাটিগণিতের হিসেবে ভাটপাড়ায় শাসক দলে এখন মোট (১৩+৫)=১৮ জন কাউন্সলর রয়েছেন। তাই, সৌরভ সিংয়ের বিরুদ্ধে এবার অনাস্থা আনল তৃণমূল। অনাস্থায় জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কাউন্সিলর মকসুদ আলম বলেন, 'গত ছ'মাস ধরে পুরসভায় কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না। আমরা অনাস্থায় জিতে আবার পুরসভা পরিচালনা করব।'

অন্য দিকে কাকা অর্জুনের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন সৌরভ সিং। অঙ্কের হিসেবে তাঁর হাতে এখন ১৪ জন কাউন্সলর রয়েছেন। তবু সৌরভের বক্তব্য, 'অনাস্থার চিঠিতে যারা সই করেছেন, তাঁদের মধ্যে ছ'জন বিজেপিরই পক্ষে রয়েছেন। আপনারা অপেক্ষা করুন। অস্থার রেজাল্ট কী হয় সেটা দেখুন।'

পাঁচ পুরসভা পুনরুদ্ধারের পর ভাটপাড়া পুনর্দখল করে তৃণমূল জেলার রাজনৈতিক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করতে চাইছে। আর বিজেপি চাইছে, ভাটপাড়া বাঁচিয়ে অর্জুন-দুর্গে পদ্মফুল সতেজ রাখতে। অনাস্থার ফলাফল কী হয়, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের। Body:ভাটপাড়াঃ তৃণমূলের দাবি, কুরসি দখল সময়ের অপেক্ষা, বিজেপি বলছে, ম্যাজিক দেখাব

ভাটপাড়াঃ অবশেষে ভাটপাড়া পুরসভাও বিজেপির হাতছাড়া হতে চলেছে। সংখ্যার বিচারে আপাতত এগিয়ে তৃণমূল। যদিও বিজেপির দাবি, অনাস্থা ভোটের দিন ম্যাজিক ঘটবে। বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভায় অনাস্থা চিঠি জমা দিয়েছে তৃণমূল। আর তারপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। নানা অঙ্ক।

লোকসভা ভোটে উত্তর ২৪ পরগনার পাঁচ আসনের মধ্যে ব্যারাকপুর ও বনগাঁ কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। আর তারপর জেলায় দলবদলের হিড়িক পড়ে যায়। বনগাঁ উত্তর ও বীজপুরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দেন। দলে দলে কাউন্সিলররাও গেরুয়া শিবিরে নাম লেখাতে থাকেন। পরে দলবদল করেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তও ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। দলবদলের রামধাক্কায় বনগাঁ, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া, কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়। প্রাথমিক ধাক্কা সামলে আবার একে একে বনগাঁ, হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভা পুনরুদ্ধার করে শাসক দল। অর্জুন সিংয়ের দাপটে কেবল বিজেপির শিবরাত্রির সলতের মতো টিমটিম করে জ্বলে রয়েছে ভাটপাড়া। এবার সেখানেও থাবা বসাল তৃণমূল। বৃহস্পতিবার পুরপ্রধান অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। এই অনাস্থার ফলাফল কী হবে রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে মানা জল্পনা।

ঠিক কোন অঙ্কে ঝুলছে ভাটপাড়ার অনাস্থার ফল?

ভাটপাড়া পুরসভায় মোট আসন ৩৫টি। ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। সিপিএম একটি। শাসক দলের ৩৪ জন কাউন্সিলরের মধ্য একজন মারা গিয়েছেন। লোকসভা ভোটের নিয়মে পদত্যাগ করছিলেন কাউন্সিলর তথা পুরপ্রধন অর্জুন। তাতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ৩২। অর্জুন সিং বিজেপি থেকে জয়লাভের পর ২৭ জন তৃণমূল কাউন্সিলর রাতারাতি বিজেপিতে যোগ দেন। সেই ২৭ জনের মধ্য ১৩ জন সম্প্রতি ফের তৃণমূলে ফিরে যান। আগের পাঁচজন তো রয়েছেনই। ফলে পাটিগণিতের হিসেবে ভাটপাড়ায় শাসক দলে এখন মোট (১৩+৫)=১৮ জন কাউন্সলর রয়েছেন। তাই, সৌরভ সিংয়ের বিরুদ্ধে এবার অনাস্থা আনল তৃণমূল। অনাস্থায় জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কাউন্সিলর মকসুদ আলম বলেন, 'গত ছ'মাস ধরে পুরসভায় কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না। আমরা অনাস্থায় জিতে আবার পুরসভা পরিচালনা করব।'

অন্য দিকে কাকা অর্জুনের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন সৌরভ সিং। অঙ্কের হিসেবে তাঁর হাতে এখন ১৪ জন কাউন্সলর রয়েছেন। তবু সৌরভের বক্তব্য, 'অনাস্থার চিঠিতে যারা সই করেছেন, তাঁদের মধ্যে ছ'জন বিজেপিরই পক্ষে রয়েছেন। আপনারা অপেক্ষা করুন। অস্থার রেজাল্ট কী হয় সেটা দেখুন।'

পাঁচ পুরসভা পুনরুদ্ধারের পর ভাটপাড়া পুনর্দখল করে তৃণমূল জেলার রাজনৈতিক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করতে চাইছে। আর বিজেপি চাইছে, ভাটপাড়া বাঁচিয়ে অর্জুন-দুর্গে পদ্মফুল সতেজ রাখতে। অনাস্থার ফলাফল কী হয়, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের। Conclusion:ভাটপাড়াঃ তৃণমূলের দাবি, কুরসি দখল সময়ের অপেক্ষা, বিজেপি বলছে, ম্যাজিক দেখাব

ভাটপাড়াঃ অবশেষে ভাটপাড়া পুরসভাও বিজেপির হাতছাড়া হতে চলেছে। সংখ্যার বিচারে আপাতত এগিয়ে তৃণমূল। যদিও বিজেপির দাবি, অনাস্থা ভোটের দিন ম্যাজিক ঘটবে। বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভায় অনাস্থা চিঠি জমা দিয়েছে তৃণমূল। আর তারপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। নানা অঙ্ক।

লোকসভা ভোটে উত্তর ২৪ পরগনার পাঁচ আসনের মধ্যে ব্যারাকপুর ও বনগাঁ কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। আর তারপর জেলায় দলবদলের হিড়িক পড়ে যায়। বনগাঁ উত্তর ও বীজপুরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দেন। দলে দলে কাউন্সিলররাও গেরুয়া শিবিরে নাম লেখাতে থাকেন। পরে দলবদল করেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তও ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। দলবদলের রামধাক্কায় বনগাঁ, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া, কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়। প্রাথমিক ধাক্কা সামলে আবার একে একে বনগাঁ, হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভা পুনরুদ্ধার করে শাসক দল। অর্জুন সিংয়ের দাপটে কেবল বিজেপির শিবরাত্রির সলতের মতো টিমটিম করে জ্বলে রয়েছে ভাটপাড়া। এবার সেখানেও থাবা বসাল তৃণমূল। বৃহস্পতিবার পুরপ্রধান অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। এই অনাস্থার ফলাফল কী হবে রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে মানা জল্পনা।

ঠিক কোন অঙ্কে ঝুলছে ভাটপাড়ার অনাস্থার ফল?

ভাটপাড়া পুরসভায় মোট আসন ৩৫টি। ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। সিপিএম একটি। শাসক দলের ৩৪ জন কাউন্সিলরের মধ্য একজন মারা গিয়েছেন। লোকসভা ভোটের নিয়মে পদত্যাগ করছিলেন কাউন্সিলর তথা পুরপ্রধন অর্জুন। তাতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ৩২। অর্জুন সিং বিজেপি থেকে জয়লাভের পর ২৭ জন তৃণমূল কাউন্সিলর রাতারাতি বিজেপিতে যোগ দেন। সেই ২৭ জনের মধ্য ১৩ জন সম্প্রতি ফের তৃণমূলে ফিরে যান। আগের পাঁচজন তো রয়েছেনই। ফলে পাটিগণিতের হিসেবে ভাটপাড়ায় শাসক দলে এখন মোট (১৩+৫)=১৮ জন কাউন্সলর রয়েছেন। তাই, সৌরভ সিংয়ের বিরুদ্ধে এবার অনাস্থা আনল তৃণমূল। অনাস্থায় জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কাউন্সিলর মকসুদ আলম বলেন, 'গত ছ'মাস ধরে পুরসভায় কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না। আমরা অনাস্থায় জিতে আবার পুরসভা পরিচালনা করব।'

অন্য দিকে কাকা অর্জুনের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন সৌরভ সিং। অঙ্কের হিসেবে তাঁর হাতে এখন ১৪ জন কাউন্সলর রয়েছেন। তবু সৌরভের বক্তব্য, 'অনাস্থার চিঠিতে যারা সই করেছেন, তাঁদের মধ্যে ছ'জন বিজেপিরই পক্ষে রয়েছেন। আপনারা অপেক্ষা করুন। অস্থার রেজাল্ট কী হয় সেটা দেখুন।'

পাঁচ পুরসভা পুনরুদ্ধারের পর ভাটপাড়া পুনর্দখল করে তৃণমূল জেলার রাজনৈতিক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করতে চাইছে। আর বিজেপি চাইছে, ভাটপাড়া বাঁচিয়ে অর্জুন-দুর্গে পদ্মফুল সতেজ রাখতে। অনাস্থার ফলাফল কী হয়, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.