ETV Bharat / state

ভরদুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি তৃণমূল কর্মীকে

আজ দুপুরে পরিবারের সঙ্গে বাড়িতে খেতে বসেছিলেন রাজেশ । এমন সময় তাঁর মোবাইলে ফোন করে সন্তোষ নামে এক তৃণমূল কর্মী। জরুরি কথা আছে বলে রাজেশকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ ৷

গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ
author img

By

Published : Dec 26, 2020, 5:26 PM IST

নৈহাটি, 26 ডিসেম্বর : ভরদুপুরে বাড়ি থেকে তৃণমূল কর্মীকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ । গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম রাজেশ সাউ । পেশায় দুধ ব্যবসায়ী ৷ হাসপাতাল সূত্রে খবর, কোমড়ে গুলি লেগেছে ওই তৃণমূল কর্মীর । নৈহাটির গৌরীপুর এলাকার ঘটনা । গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে প্রথমে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনায় নাম জড়িয়েছে সন্তোষ যাদব নামে আরেক তৃণমূল কর্মীর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ দুপুরে পরিবারের সঙ্গে বাড়িতে খেতে বসেছিলেন রাজেশ । এমন সময় তার মোবাইলে ফোন করে সন্তোষ। জরুরি কথা আছে বলে রাজেশকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ ৷ এরপরই গৌরীপুর এলাকায় একটি মিলের সামনে রাজেশকে গুলি করা হয় । রাজেশের পরিবারের একাংশের অভিযোগ, সন্তোষ গুলি চালিয়েছে ৷ গুলি রাজেশের কোমড়ে লাগে । গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থানে যায় এলাকাবাসী ৷ তখনই সুযোগ বুঝে চম্পট দেয় অভিযুক্ত । রক্তাক্ত অবস্থায় রাজেশ সাউকে নৈহাটির স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অপরদিকে শুট আউটের খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।

আরও পড়ুন : ব্যারাকপুরে খুন বিজেপি কর্মী


এবিষয়ে রাজেশের ছেলে আকাশ সাউ বলেন, "বাবা তৃণমূলের সঙ্গে যুক্ত । সন্তোষ যাদব বাবাকে ফোন করে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে । সে-ই গুলি করেছে । ওর উপযুক্ত শাস্তি চাই ৷" তাঁর কথায়, "মাস দুয়েক আগে বাবার সঙ্গে সন্তোষের ঝগড়া হয়েছিল মদের দোকান খোলাকে কেন্দ্র করে । সেই ঝগড়ার কারণেই সম্ভবত গুলি করা হয়েছে৷"

অপরদিকে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে অভিযোগ করেছে বিজেপি ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নৈহাটি, 26 ডিসেম্বর : ভরদুপুরে বাড়ি থেকে তৃণমূল কর্মীকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ । গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম রাজেশ সাউ । পেশায় দুধ ব্যবসায়ী ৷ হাসপাতাল সূত্রে খবর, কোমড়ে গুলি লেগেছে ওই তৃণমূল কর্মীর । নৈহাটির গৌরীপুর এলাকার ঘটনা । গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে প্রথমে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনায় নাম জড়িয়েছে সন্তোষ যাদব নামে আরেক তৃণমূল কর্মীর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ দুপুরে পরিবারের সঙ্গে বাড়িতে খেতে বসেছিলেন রাজেশ । এমন সময় তার মোবাইলে ফোন করে সন্তোষ। জরুরি কথা আছে বলে রাজেশকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ ৷ এরপরই গৌরীপুর এলাকায় একটি মিলের সামনে রাজেশকে গুলি করা হয় । রাজেশের পরিবারের একাংশের অভিযোগ, সন্তোষ গুলি চালিয়েছে ৷ গুলি রাজেশের কোমড়ে লাগে । গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থানে যায় এলাকাবাসী ৷ তখনই সুযোগ বুঝে চম্পট দেয় অভিযুক্ত । রক্তাক্ত অবস্থায় রাজেশ সাউকে নৈহাটির স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অপরদিকে শুট আউটের খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।

আরও পড়ুন : ব্যারাকপুরে খুন বিজেপি কর্মী


এবিষয়ে রাজেশের ছেলে আকাশ সাউ বলেন, "বাবা তৃণমূলের সঙ্গে যুক্ত । সন্তোষ যাদব বাবাকে ফোন করে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে । সে-ই গুলি করেছে । ওর উপযুক্ত শাস্তি চাই ৷" তাঁর কথায়, "মাস দুয়েক আগে বাবার সঙ্গে সন্তোষের ঝগড়া হয়েছিল মদের দোকান খোলাকে কেন্দ্র করে । সেই ঝগড়ার কারণেই সম্ভবত গুলি করা হয়েছে৷"

অপরদিকে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে অভিযোগ করেছে বিজেপি ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.