বারাসত, 21 ফেব্রুয়ারি : রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ জর্জরিত । সাধারণ মানুষের এই সমস্যাকে হাতিয়ার করে ভোটের মুখে কেন্দ্রের বিজেপি সরকারকে চেপে ধরতে চাইছে রাজ্যের শাসক দল । সেই জন্য পথে নেমে লাগাতার আন্দোলন সংগঠিত করছে তাঁরা, যা বাদ গেল না রবিবারও । এদিন দুপুরে জেলাসদর বারাসতে এই ইশুতে অবস্থান বিক্ষোভ দেখালেন তৃণমূলের বঙ্গজননীর মহিলারা । গলায় প্ল্যাকার্ড জড়িয়ে ফাঁকা সিলিন্ডার রেখে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় । প্রায় আড়াই ঘণ্টা চলে এই আন্দোলন ।
পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের মূল্য অনবরত বেড়েই চলেছে । ইতিমধ্যে পেট্রলের দাম ছাড়িয়েছে নব্বই টাকার উপর । ডিজ়েলের দামও আশি টাকার ঘরে । ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়ে হয়েছে আটশো টাকার কাছাকাছি । পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধিতে টান পড়েছে রান্নাঘরের হেঁসেলে । সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মধ্য ও নিম্নবিত্ত পরিবার । এই অবস্থায় তাঁদের সমস্যা ও আবেগকে হাতিয়ার করে ভোটের আগে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরির কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সেই কারণে লাগাতার পথে নেমে প্রতিবাদে সরব হচ্ছেন তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী-সমর্থকরা । যা এদিন দেখা গেল জেলাসদর বারাসতে । এদিন দুপুরে বারাসত-ব্যারাকপুর রোডের নীলজ্যোতি গ্যাসের ডিস্ট্রিবিউটারের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় তৃণমূলের বঙ্গজননীর মহিলারা । ফাঁকা সিলিন্ডার রেখে, গলায় প্ল্যাকার্ড জড়িয়ে এই কর্মসূচিতে সামিল হন তাঁরা ।
আরও পড়ুন : কাল রাত 12 টা থেকে পেট্রোপণ্যে 1 টাকা ছাড় রাজ্যবাসীর
এই বিষয়ে নন্দিতা ভৌমিক নামে এক আন্দোলনকারী বলেন, "পশ্চিমবঙ্গ বঙ্গজননীর সভানেত্রী ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন আমরা অবস্থান বিক্ষোভে সামিল হই । যেভাবে পেট্রোপণ্যের দাম কেন্দ্রের মোদি সরকার বাড়িয়ে চলেছে তাতে রীতিমতো সমস্যার পড়েছেন সাধারণ মানুষ । আমরা চাই অবিলম্বে মোদি সরকার দাম নিয়ন্ত্রিত করুক ।নইলে ক্ষমতা থেকে সরে যাক ।"
সবমিলিয়ে,পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং তার জেরে শাসকদলের লাগাতার আন্দোলন । সেই আন্দোলনের ফসল তৃণমূল কতটা তুলতে পারে এখন সেটাই দেখার বিষয় ।