ETV Bharat / state

দুর্নীতির অভিযোগে গাইঘাটায় পঞ্চায়েত অফিস ঘেরাও তৃণমূলের, ইটবৃষ্টি - BJP-তৃণমূল সংঘর্ষ গাইঘাটা

উত্তর 24 পরগনার গাইঘাটা থামার ধরমপুর-2 নম্বর পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা । পঞ্চায়েত অফিস লক্ষ্য করে ইটও ছোড়া হয় ।

Gaighata
গাইঘাটা
author img

By

Published : Jul 7, 2020, 8:32 PM IST

গাইঘাটা, 7 জুলাই : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে BJP পরিচালিত পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা । পঞ্চায়েত অফিস লক্ষ্য করে ইটও ছোড়া হয় । জখম হন পুলিশকর্মী । উত্তর 24 পরগনার গাইঘাটা থামার ধরমপুর-2 নম্বর পঞ্চায়েতের ঘটনা ।

দুর্নীতির অভিযোগ তুলে আজ দুপুরে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন তৃণমূল কর্মীরা । সেখানে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

গাইঘাটার ধরমপুর-2 নম্বর পঞ্চায়েত BJP-র দখলে রয়েছে । পঞ্চায়েতের মোট 16টি আসনের মধ্যে 9টি আসন BJP-র । তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েতের BJP সদস্যরা আমফানের টাকা বিলি নিয়ে ব্যাপক দুর্নীতি করছেন । তাঁরা আত্মীয়-পরিজনদের টাকা পাইয়ে দিয়েছেন । সেই টাকা ফিরিয়ে দিতে হবে । গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন , " BJP-র প্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা যে দুর্নীতি করেছেন তারই প্রতিবাদ জানিয়েছেন আমাদের দলের কর্মীরা ।"

আজ দুপুর আড়াইটে থেকে বিক্ষোভ শুরু হয় । চলে ঘণ্টাখানেক । মহিলা সহ কয়েকশো তৃণমূল কর্মী বিক্ষোভে সামিল হন । অভিযোগ, পঞ্চায়েতের গেট ভেঙে ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । পুলিশ বাধা দেয় ৷ তারপরই শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি ।পঞ্চায়েত অফিস লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা । তাঁদের বাধা দিতে গেলে এক মহিলা পুলিশকর্মীর চোখে আঘাত লাগে । অফিসের সামনে রাখা একটি বাইকও ভাঙচুর করা হয় । পরে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

যদিও দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নীলাদ্রি ভৌমিক । বলেন , "ফোরম্যান কমিটি সমস্ত তালিকা তৈরি করেছে । এখন ওরা বিক্ষোভের নাটক করছে । আমরা কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই ।"

গোবিন্দ দাস বলেন , " পঞ্চায়েতের মধ্যে থেকে BJP কর্মীরা আমাদের সদস্যদের লক্ষ্য করে ইট ছুড়েছিল । পুলিশকর্মী আহত হয়ে থাকলে সেটি দুঃখজনক বিষয় । " যদিও প্রধান দাবি করেছেন , " তৃণমূল পরিকল্পিতভাবেই ইট ছুড়েছে । পঞ্চায়েতে ভাঙচুর চালিয়েছে । "

গাইঘাটা, 7 জুলাই : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে BJP পরিচালিত পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা । পঞ্চায়েত অফিস লক্ষ্য করে ইটও ছোড়া হয় । জখম হন পুলিশকর্মী । উত্তর 24 পরগনার গাইঘাটা থামার ধরমপুর-2 নম্বর পঞ্চায়েতের ঘটনা ।

দুর্নীতির অভিযোগ তুলে আজ দুপুরে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন তৃণমূল কর্মীরা । সেখানে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

গাইঘাটার ধরমপুর-2 নম্বর পঞ্চায়েত BJP-র দখলে রয়েছে । পঞ্চায়েতের মোট 16টি আসনের মধ্যে 9টি আসন BJP-র । তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েতের BJP সদস্যরা আমফানের টাকা বিলি নিয়ে ব্যাপক দুর্নীতি করছেন । তাঁরা আত্মীয়-পরিজনদের টাকা পাইয়ে দিয়েছেন । সেই টাকা ফিরিয়ে দিতে হবে । গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন , " BJP-র প্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা যে দুর্নীতি করেছেন তারই প্রতিবাদ জানিয়েছেন আমাদের দলের কর্মীরা ।"

আজ দুপুর আড়াইটে থেকে বিক্ষোভ শুরু হয় । চলে ঘণ্টাখানেক । মহিলা সহ কয়েকশো তৃণমূল কর্মী বিক্ষোভে সামিল হন । অভিযোগ, পঞ্চায়েতের গেট ভেঙে ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । পুলিশ বাধা দেয় ৷ তারপরই শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি ।পঞ্চায়েত অফিস লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা । তাঁদের বাধা দিতে গেলে এক মহিলা পুলিশকর্মীর চোখে আঘাত লাগে । অফিসের সামনে রাখা একটি বাইকও ভাঙচুর করা হয় । পরে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

যদিও দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নীলাদ্রি ভৌমিক । বলেন , "ফোরম্যান কমিটি সমস্ত তালিকা তৈরি করেছে । এখন ওরা বিক্ষোভের নাটক করছে । আমরা কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই ।"

গোবিন্দ দাস বলেন , " পঞ্চায়েতের মধ্যে থেকে BJP কর্মীরা আমাদের সদস্যদের লক্ষ্য করে ইট ছুড়েছিল । পুলিশকর্মী আহত হয়ে থাকলে সেটি দুঃখজনক বিষয় । " যদিও প্রধান দাবি করেছেন , " তৃণমূল পরিকল্পিতভাবেই ইট ছুড়েছে । পঞ্চায়েতে ভাঙচুর চালিয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.