ETV Bharat / state

Attack on TMC Leader: মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, আক্রান্ত গাড়ির চালকও - কুখ্যাত দুষ্কৃতী কালা বাবু

TMC Leader Attacked in Bhatpara: মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে ঢুকে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা । মাথা ফাটল তৃণমূল নেতার গাড়ির চালকের । ঘটনাস্থল ভাটপাড়া ৷

TMC Leader Attacked in Bhatpara
তৃণমূল নেতার বাড়িতে হামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 10:49 AM IST

তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব

ব‍্যারাকপুর, 1 নভেম্বর: ফের সংবাদ শিরোনামে ভাটপাড়া। এবার মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব চলেছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাত থেকে তৃণমূল নেতা দিগলেস সিংকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল তাঁর গাড়ি চালক রাহুল পাসোয়ানের । অভিযোগ, গোটা ঘটনার মূলে রয়েছে এলাকারই কুখ্যাত দুষ্কৃতী কালাবাবু। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত ৷ তবে তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা গিয়েছে। ঘটনার করে তদন্ত শুরু হয়েছে পুলিশ । ভর সন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডবে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের আটচলা বাগান রোডে ।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চালাচ্ছে কালাবাবু । এর জেরে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছিল । অভিযোগ, মাদক কারবারের প্রতি আসক্ত বাড়ছিল স্থানীয় যুবকদের। এ নিয়ে প্রতিবাদ করায় হুমকির মুখে পড়তে হচ্ছিল তৃণমূল নেতা দিগলেস সিংকে । তারই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় দুষ্কৃতীরা তাণ্ডব চালায় ওই তৃণমূল নেতার বাড়িতে।

অভিযোগ, এ দিন দলবল নিয়ে সটান তাঁর বাড়িতে পৌঁছে যায় কালাবাবু । এরপরই লাঠি ও রড নিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়ে বাড়ির অন্দরে। দাপিয়ে বেড়ায় সেখানে। দুষ্কৃতীদের দাপাদাপির খবর কানে আসতেই দোতলা থেকে সোজা নীচে নেমে আসেন ওই তৃণমূল নেতা । তাঁর দাবি, তিনি নেমে আসতেই রড দিয়ে তাঁকে মারধর করার চেষ্টা করা হয় ৷

হামলার সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তৃণমূল নেতার গাড়ির চালক রাহুল পাসোয়ান। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি । রীতিমতো মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতার বাড়িতেই লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক বুঝে দলবল নিয়ে সেখান থেকে সরে পড়েন হামলাকারী কালা বাবু । যদিও পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারী দশ দুষ্কৃতীকে চিহ্নিত এবং পাকড়াও করেছে পুলিশ । ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।

এ দিকে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলেও তাদের সামনেই কালাবাবুর দলবল দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। এ নিয়ে পুলিশের সামনেই ক্ষোভ প্রকাশ করেছেন ভাটপাড়ার তৃণমূল নেতা দিগলেস সিং । তিনি বলেন, "এর আগেও আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল কালাবাবুর দলবল । সেই ঘটনায় গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিল সে । কয়েক মাস জেলে থাকার পর জামিন পেয়ে ফের কালাবাবু মাদক কারবার শুরু করে এলাকায় । আমাকে মেরে দিলেও প্রতিবাদের কন্ঠ বন্ধ হবে না । এর এই সাহসের পিছনে নিশ্চয় কারও না কারও মদত রয়েছে । তা না হলে কালা বাবু বাড়িতে ঢুকে এভাবে হামলা চালাতে পারে না । এর শেষ দেখে ছাড়ব ৷" অন‍্যদিকে, ওই তৃণমূল নেতার বাড়িতে হামলার ছবি ধরা পড়েছে এলাকারই সিসিটিভিতে । সেখানে দেখা যাচ্ছে, বেশকিছু যুবক ছুটে এসে ওই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে পড়ছে । চলছে অনবরত চিৎকার চেঁচামেচিও ।

আরও পড়ুন: ভাটপাড়ায় বিজয়ার অনুষ্ঠানে ​গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব

ব‍্যারাকপুর, 1 নভেম্বর: ফের সংবাদ শিরোনামে ভাটপাড়া। এবার মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব চলেছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাত থেকে তৃণমূল নেতা দিগলেস সিংকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল তাঁর গাড়ি চালক রাহুল পাসোয়ানের । অভিযোগ, গোটা ঘটনার মূলে রয়েছে এলাকারই কুখ্যাত দুষ্কৃতী কালাবাবু। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত ৷ তবে তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা গিয়েছে। ঘটনার করে তদন্ত শুরু হয়েছে পুলিশ । ভর সন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডবে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের আটচলা বাগান রোডে ।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চালাচ্ছে কালাবাবু । এর জেরে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছিল । অভিযোগ, মাদক কারবারের প্রতি আসক্ত বাড়ছিল স্থানীয় যুবকদের। এ নিয়ে প্রতিবাদ করায় হুমকির মুখে পড়তে হচ্ছিল তৃণমূল নেতা দিগলেস সিংকে । তারই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় দুষ্কৃতীরা তাণ্ডব চালায় ওই তৃণমূল নেতার বাড়িতে।

অভিযোগ, এ দিন দলবল নিয়ে সটান তাঁর বাড়িতে পৌঁছে যায় কালাবাবু । এরপরই লাঠি ও রড নিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়ে বাড়ির অন্দরে। দাপিয়ে বেড়ায় সেখানে। দুষ্কৃতীদের দাপাদাপির খবর কানে আসতেই দোতলা থেকে সোজা নীচে নেমে আসেন ওই তৃণমূল নেতা । তাঁর দাবি, তিনি নেমে আসতেই রড দিয়ে তাঁকে মারধর করার চেষ্টা করা হয় ৷

হামলার সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তৃণমূল নেতার গাড়ির চালক রাহুল পাসোয়ান। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি । রীতিমতো মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতার বাড়িতেই লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক বুঝে দলবল নিয়ে সেখান থেকে সরে পড়েন হামলাকারী কালা বাবু । যদিও পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারী দশ দুষ্কৃতীকে চিহ্নিত এবং পাকড়াও করেছে পুলিশ । ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।

এ দিকে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলেও তাদের সামনেই কালাবাবুর দলবল দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। এ নিয়ে পুলিশের সামনেই ক্ষোভ প্রকাশ করেছেন ভাটপাড়ার তৃণমূল নেতা দিগলেস সিং । তিনি বলেন, "এর আগেও আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল কালাবাবুর দলবল । সেই ঘটনায় গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিল সে । কয়েক মাস জেলে থাকার পর জামিন পেয়ে ফের কালাবাবু মাদক কারবার শুরু করে এলাকায় । আমাকে মেরে দিলেও প্রতিবাদের কন্ঠ বন্ধ হবে না । এর এই সাহসের পিছনে নিশ্চয় কারও না কারও মদত রয়েছে । তা না হলে কালা বাবু বাড়িতে ঢুকে এভাবে হামলা চালাতে পারে না । এর শেষ দেখে ছাড়ব ৷" অন‍্যদিকে, ওই তৃণমূল নেতার বাড়িতে হামলার ছবি ধরা পড়েছে এলাকারই সিসিটিভিতে । সেখানে দেখা যাচ্ছে, বেশকিছু যুবক ছুটে এসে ওই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে পড়ছে । চলছে অনবরত চিৎকার চেঁচামেচিও ।

আরও পড়ুন: ভাটপাড়ায় বিজয়ার অনুষ্ঠানে ​গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.