ETV Bharat / state

অশোকনগরের বাসিন্দাদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি তৃণমূলের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

অশোকনগরের বাসিন্দাদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেতা তথা অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী ৷ সেই সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার বিরতণ করল তৃণমূল ৷

Trinamool candidate narayan goswami from Ashoknagar promises to provide free oxygen
অশোকনগরের বাসিন্দাদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি তৃণমূলের
author img

By

Published : Apr 29, 2021, 7:25 PM IST

অশোকনগর, 29 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ অক্সিজেনের অভাবে মৃত্যুও হচ্ছে বহু মানুষের । অতিমারি করোনা আবহে রীতিমতো অক্সিজেন নিয়ে হাহাকার শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে । এই পরিস্থিতিতে অশোকনগরবাসীর আতঙ্ক দূর করতে তাঁদের পাশে এসে দাঁড়ালেন সেখানকার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী । আশ্বস্ত করলেন বিনামূল্যে অক্সিজেন দেওয়ার বিষয়ে ।

যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার অশোকনগর বিল্ডিং মোড়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের প্রার্থী নারায়ণ গোস্বামী ৷ সেখানে তিনি বলেন, ‘‘করোনা অতিমারিতে অক্সিজেন নিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে । এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ ।’’ তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্বিগ্নতা কাটাতে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন তিনি । তৃণমূল প্রার্থীর কথায়, ‘‘এর জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । সেখানে ফোন করলেই সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার’’ ।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহলে অক্সিজেন প্লান্টের তদারকিতে প্রশাসনিক কর্তারা

করোনা অতিমারিতে তাঁর প্রতিপক্ষ বিরোধী দলের প্রার্থীদেরও এদিন এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অশোকনগরের তৃণমূল প্রার্থী ৷ তিনি বলেন, ‘‘ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সাধারণ মানুষের কাছে গিয়ে বলেছিলেন, একবার আমাদের সেবা করার সুযোগ দিন । করোনা আবহে সেই সুযোগ এসেছে তাঁদের কাছে । এই কঠিন পরিস্থিতিতে সবাইকে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে’’। করোনা নিয়ে এদিন সাধারণ মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন নারায়ণ গোস্বামী । তিনি জানান, ভোটের ফলাফল বেরনোর পরই এ নিয়ে পৌরসভার 23টি ওয়ার্ডে প্রচার অভিযান চালানো হবে । সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে মাস্ক এবং স্যানিটাইজার ।

অশোকনগর, 29 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ অক্সিজেনের অভাবে মৃত্যুও হচ্ছে বহু মানুষের । অতিমারি করোনা আবহে রীতিমতো অক্সিজেন নিয়ে হাহাকার শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে । এই পরিস্থিতিতে অশোকনগরবাসীর আতঙ্ক দূর করতে তাঁদের পাশে এসে দাঁড়ালেন সেখানকার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী । আশ্বস্ত করলেন বিনামূল্যে অক্সিজেন দেওয়ার বিষয়ে ।

যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার অশোকনগর বিল্ডিং মোড়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের প্রার্থী নারায়ণ গোস্বামী ৷ সেখানে তিনি বলেন, ‘‘করোনা অতিমারিতে অক্সিজেন নিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে । এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ ।’’ তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্বিগ্নতা কাটাতে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন তিনি । তৃণমূল প্রার্থীর কথায়, ‘‘এর জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । সেখানে ফোন করলেই সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার’’ ।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহলে অক্সিজেন প্লান্টের তদারকিতে প্রশাসনিক কর্তারা

করোনা অতিমারিতে তাঁর প্রতিপক্ষ বিরোধী দলের প্রার্থীদেরও এদিন এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অশোকনগরের তৃণমূল প্রার্থী ৷ তিনি বলেন, ‘‘ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সাধারণ মানুষের কাছে গিয়ে বলেছিলেন, একবার আমাদের সেবা করার সুযোগ দিন । করোনা আবহে সেই সুযোগ এসেছে তাঁদের কাছে । এই কঠিন পরিস্থিতিতে সবাইকে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে’’। করোনা নিয়ে এদিন সাধারণ মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন নারায়ণ গোস্বামী । তিনি জানান, ভোটের ফলাফল বেরনোর পরই এ নিয়ে পৌরসভার 23টি ওয়ার্ডে প্রচার অভিযান চালানো হবে । সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে মাস্ক এবং স্যানিটাইজার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.