ETV Bharat / state

Har ki Doon Trekker Died: উত্তরকাশীতে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু বাংলার প্রৌঢ় পর্বতারোহীর - পর্বতারোহণে গিয়ে মৃত্যু বঙ্গের বাসিন্দার

উত্তরকাশীর বিখ্যাত হরকি দুন ট্রেকিংয়ে মৃত্যু বাংলার পর্বতারোহীর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পর্বতারোহী সমীর সেনগুপ্তর ৷ তাঁকে নিয়ে আট সদস্যের একটি দল নিয়ে হারকিদুন ট্রেকে গিয়েছিল ।

Etv Bharat
হরকি দুন ট্রেকিংয়ে মৃত্যু বাংলার পর্বতারোহীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 10:57 PM IST

উত্তরকাশী, 20 সেপ্টেম্বর: পর্বতারোহণে গিয়ে মৃত্যু বঙ্গের বাসিন্দার ৷ মৃতের নাম সমীর সেনগুপ্ত (62) ৷ ব্যারাকপুরের পানপাড়া রোডের বাসিন্দা ৷ 18 সেপ্টেম্বর পর্বতারোহণে রওনা দিয়েছিলেন ওই পর্বতারোহীর দলটি ৷ সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই প্রৌঢ়র মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, রাজ্য থেকে আট সদস্যের একটি দল ট্রেকিংয়ের যায় ৷ 17 সেপ্টেম্বর উত্তরকাশীর হরকি দুনে রওনা দেয় ওই দলটি ৷ সেই দলে ছিলেন সমীর সেনগুপ্ত (62) ৷ 18 সেপ্টেম্বর বেশ কিছু দূর যাওয়ার পরেই অসুস্থতা অনুভব করেন ওই পর্বতারোহী ৷ হৃদরোগে আক্রান্ত হন ৷ ট্রেকিং দলের অন্যান্য সদস্যরা পুলিশে খবর দেন ৷

পুলিশ এসে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷ মরিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের জন্য দেহটি কমিউনিটি হেলথ সেন্টার মরিতে পাঠানো হয়েছে উত্তরকাশী পুলিশের পক্ষ থেকে ৷ ওই প্রৌঢ়ের মৃত্যুর খবর ইতিমধ্যেই তাঁর বাড়িতে জানানো হয়েছে ৷ পর্বতারোহীর মৃত্যুর খবর বাডিতে পৌঁছতেই শোকেরদ ছায়া নেমে এসেছে ৷

আরও পড়ুন: ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু উদ্ধার অন্নপূর্ণা থেকে, অবস্থা আশঙ্কাজনক

উত্তরকাশীর হরকি দুন মরি ব্লকে অবস্থিত ৷ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ৷ সুন্দর উপত্যকা এবং পাহাড়ের জন্য বিখ্যাত। শীতকালে এই অঞ্চলে তুষারপাত হয় প্রচুর। এই কারণেই এটি ট্রেকারদের কাছে সবচেয়ে প্রিয় ট্রেকিং স্থান ৷ দেশের পাশাপাশি বিদেশি পর্যটকরা হরকি দুন দেখতে আসেন । আজকাল, হরকি দুন গাছ-গাছালিতে পূর্ণ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: মৃত্যুকে হারিয়ে দুর্গম অন্নপূর্ণার শৃঙ্গ জয় হিমাচলের বলজিৎ কৌরের

উত্তরকাশী, 20 সেপ্টেম্বর: পর্বতারোহণে গিয়ে মৃত্যু বঙ্গের বাসিন্দার ৷ মৃতের নাম সমীর সেনগুপ্ত (62) ৷ ব্যারাকপুরের পানপাড়া রোডের বাসিন্দা ৷ 18 সেপ্টেম্বর পর্বতারোহণে রওনা দিয়েছিলেন ওই পর্বতারোহীর দলটি ৷ সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই প্রৌঢ়র মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, রাজ্য থেকে আট সদস্যের একটি দল ট্রেকিংয়ের যায় ৷ 17 সেপ্টেম্বর উত্তরকাশীর হরকি দুনে রওনা দেয় ওই দলটি ৷ সেই দলে ছিলেন সমীর সেনগুপ্ত (62) ৷ 18 সেপ্টেম্বর বেশ কিছু দূর যাওয়ার পরেই অসুস্থতা অনুভব করেন ওই পর্বতারোহী ৷ হৃদরোগে আক্রান্ত হন ৷ ট্রেকিং দলের অন্যান্য সদস্যরা পুলিশে খবর দেন ৷

পুলিশ এসে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷ মরিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের জন্য দেহটি কমিউনিটি হেলথ সেন্টার মরিতে পাঠানো হয়েছে উত্তরকাশী পুলিশের পক্ষ থেকে ৷ ওই প্রৌঢ়ের মৃত্যুর খবর ইতিমধ্যেই তাঁর বাড়িতে জানানো হয়েছে ৷ পর্বতারোহীর মৃত্যুর খবর বাডিতে পৌঁছতেই শোকেরদ ছায়া নেমে এসেছে ৷

আরও পড়ুন: ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু উদ্ধার অন্নপূর্ণা থেকে, অবস্থা আশঙ্কাজনক

উত্তরকাশীর হরকি দুন মরি ব্লকে অবস্থিত ৷ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ৷ সুন্দর উপত্যকা এবং পাহাড়ের জন্য বিখ্যাত। শীতকালে এই অঞ্চলে তুষারপাত হয় প্রচুর। এই কারণেই এটি ট্রেকারদের কাছে সবচেয়ে প্রিয় ট্রেকিং স্থান ৷ দেশের পাশাপাশি বিদেশি পর্যটকরা হরকি দুন দেখতে আসেন । আজকাল, হরকি দুন গাছ-গাছালিতে পূর্ণ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: মৃত্যুকে হারিয়ে দুর্গম অন্নপূর্ণার শৃঙ্গ জয় হিমাচলের বলজিৎ কৌরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.