ETV Bharat / state

দমদম পার্কে বোমা-গুলি, জখম যুব তৃণমূল নেতা - দমদম

প্রায় ১০-১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে দমদম পার্ক এলাকার ডাকঘর মোড়ে বোমা ছুড়ে হামলা করে । ঘটনাস্থানে থাকা দমদম পার্ক তরুণদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদের গায়ে লাগে বোমের স্পি্লন্টার। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় তার বাঁ পায়ে একটি গুলি লেগেছে ৷

TMC
দমদম পার্কে চলল বোমা গুলি
author img

By

Published : Dec 20, 2019, 10:23 PM IST

Updated : Dec 20, 2019, 11:32 PM IST

দমদম, 20 ডিসেম্বর : দমদম পার্কে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা ৷ আজ সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ প্রসাদকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে । একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাস্থানে বোমাও ফাটানো হয় বলে জানা গেছে ৷ হামলায় বিশ্বজিৎ প্রসাদ এবং আরও তিন তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় বাসিন্দা

স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বজিৎ প্রসাদের বাঁ পায়ে গুলি লেগেছে ৷ প্রায় ১০-১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে দমদম পার্ক এলাকার ডাকঘর মোড়ে বোমা ছুড়ে হামলা করে । ঘটনাস্থানে থাকা দমদম পার্ক তরুণদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদের গায়ে ছিটকে লাগে বোমের স্পি্লন্টার। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় তাঁর বাঁ পায়ে একটি গুলি লেগেছে ৷ বোমা ও গুলির শব্দে স্থানীয়রা বেরিয়ে এলে শূন্যে গুলি করতে করতে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়দের একাংশের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা ৷

গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে । সেখান থেকে পরে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ লেকটাউন থানার পুলিশ বাহিনী ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে ৷ ঘটনাস্থান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ ৷

দমদম, 20 ডিসেম্বর : দমদম পার্কে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা ৷ আজ সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ প্রসাদকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে । একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাস্থানে বোমাও ফাটানো হয় বলে জানা গেছে ৷ হামলায় বিশ্বজিৎ প্রসাদ এবং আরও তিন তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় বাসিন্দা

স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বজিৎ প্রসাদের বাঁ পায়ে গুলি লেগেছে ৷ প্রায় ১০-১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে দমদম পার্ক এলাকার ডাকঘর মোড়ে বোমা ছুড়ে হামলা করে । ঘটনাস্থানে থাকা দমদম পার্ক তরুণদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদের গায়ে ছিটকে লাগে বোমের স্পি্লন্টার। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় তাঁর বাঁ পায়ে একটি গুলি লেগেছে ৷ বোমা ও গুলির শব্দে স্থানীয়রা বেরিয়ে এলে শূন্যে গুলি করতে করতে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়দের একাংশের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা ৷

গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে । সেখান থেকে পরে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ লেকটাউন থানার পুলিশ বাহিনী ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে ৷ ঘটনাস্থান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ ৷

Intro:উত্তর 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ প্রসাদকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদম পার্কে শুক্রবার সন্ধ্যা বেলায়। একাধিক রাউন্ড গুলি ও বোমা ও গুলি চালকবার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের এক জনকে চিহ্নিত করেছে স্থানীয় বাসিন্দারা। বোমায় আহত চারজন হলেন বিশ্বজিত প্রসাদ এবং সন্তু ঘোষ (পায়ে লেগেছে) অমিত শিকদার (কুচকিতে লেগেছে) অভিজিৎ ভৌমিক (পিছনে লেগেছে) বিশ্বজিৎ প্রসাদের বা পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।Body:জানা গিয়েছে ১০ থেকে ১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে দমদম পার্ক এলাকার ডাকঘর মোড়ে বোম ছুড়ে হামলা করে। ঘটনাস্থলে থাকা দমদম পার্ক তরুনদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রাসাদের গায়ে ছিটকে লাগে বোমের স্পিন্টার। তাকে লক্ষ করে গুলি করা হয়। তার বা পায়ে লাগে একটি গুলি। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখান থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা স্থানীয়রা বেরিয়ে এলে বাইকে থাকা ৩ দুষ্কৃতী শুন্যে গুলি করতে করতে পালিয়ে যায়।লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।


Conclusion:
Last Updated : Dec 20, 2019, 11:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.