ভাটপাড়া, 2 জানুয়ারি : BJP-র হাতছাড়া হল ভাটপাড়া পৌরসভা । আজ আস্থাভোটে জয়ী হয়ে ভাটপাড়া পৌরসভার পুনর্দখল নেয় তৃণমূল । যদিও এই আস্থাভোট বেআইনি বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে BJP ।
6 ডিসেম্বর ভাটপাড়া পৌরসভায় 18 জন তৃণমূল কাউন্সিলর পৌরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন । কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও আস্থাভোট হয়নি । তাই আস্থাভোট করার দাবি জানিয়ে 30 ডিসেম্বর তিন কাউন্সিলর পৌরসভার অর্থ দপ্তরের আধিকারিক অতনু ঘোষের কাছে আবেদনপত্র জমা দেন । সেই আবেদনের ভিত্তিতে আজ আস্থাভোট হয় ভাটপাড়া পৌরসভায় । এই ভোটে উপপৌরপ্রধান সোমনাথ তালুকদার সহ 19 জন কাউন্সিলর তৃণমূলের পক্ষে ভোট দেন । আর তাতেই জয়ী হয় তৃণমূল ।
আজকের এই আস্থাভোটে উপস্থিত ছিল না BJP । তাদের দাবি, 20 জানুয়ারি পৌরপ্রধান অনাস্থা মিটিং ডেকেছেন । আর আজ তৃণমূল যে আস্থাভোট করেছে তা অবৈধ । ইতিমধ্যে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । আজ দুপুর সাড়ে 12 টায় বিচারপতি অরিন্দম সিনহা মামলাটির শুনবেন ।
2015 সালে পৌরভোটে ভাটপাড়া পৌরসভার 35 টি আসনের মধ্যে 34 টি আসন পেয়েছিল তৃণমূল । একটি আসনে জয়লাভ করে CPI(M) । পরে একজন তৃণমূল কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হয় 33 । 2019-এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং BJP প্রার্থী হয়ে জয়লাভ করে । তারপর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন তিনি । ফলে তৃণমূলের আসনসংখ্যা হয় 32 । অর্জুন সিংয়ের সঙ্গে আরও 18 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগদান করেন । ফলে পাল্লা ভারী হয় BJP-র । কিন্তু সম্প্রতি 12 জন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন । পুনরায় পাল্লা ভারী হয় তৃণমূলের । আজ সেই পাল্লার জোরেই ভাটপাড়া পৌরসভার পুনর্দখল নেয় তৃণমূল ।