ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভা হাতছাড়া BJP-র , পুনর্দখল তৃণমূলের - বিজেপি

ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করল তৃণমূল । আজ আস্থাভোট হয় ভাটপাড়া পৌরসভায় । তাতে 19 জন কাউন্সিলর তৃণমূলের পক্ষে ভোট দেন ।

Bhatpara Municipality
ভাটপাড়া পৌরসভা
author img

By

Published : Jan 2, 2020, 11:52 AM IST

Updated : Jan 2, 2020, 12:22 PM IST

ভাটপাড়া, 2 জানুয়ারি : BJP-র হাতছাড়া হল ভাটপাড়া পৌরসভা । আজ আস্থাভোটে জয়ী হয়ে ভাটপাড়া পৌরসভার পুনর্দখল নেয় তৃণমূল । যদিও এই আস্থাভোট বেআইনি বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে BJP ।

6 ডিসেম্বর ভাটপাড়া পৌরসভায় 18 জন তৃণমূল কাউন্সিলর পৌরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন । কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও আস্থাভোট হয়নি । তাই আস্থাভোট করার দাবি জানিয়ে 30 ডিসেম্বর তিন কাউন্সিলর পৌরসভার অর্থ দপ্তরের আধিকারিক অতনু ঘোষের কাছে আবেদনপত্র জমা দেন । সেই আবেদনের ভিত্তিতে আজ আস্থাভোট হয় ভাটপাড়া পৌরসভায় । এই ভোটে উপপৌরপ্রধান সোমনাথ তালুকদার সহ 19 জন কাউন্সিলর তৃণমূলের পক্ষে ভোট দেন । আর তাতেই জয়ী হয় তৃণমূল ।

আজকের এই আস্থাভোটে উপস্থিত ছিল না BJP । তাদের দাবি, 20 জানুয়ারি পৌরপ্রধান অনাস্থা মিটিং ডেকেছেন । আর আজ তৃণমূল যে আস্থাভোট করেছে তা অবৈধ । ইতিমধ্যে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । আজ দুপুর সাড়ে 12 টায় বিচারপতি অরিন্দম সিনহা মামলাটির শুনবেন ।

2015 সালে পৌরভোটে ভাটপাড়া পৌরসভার 35 টি আসনের মধ্যে 34 টি আসন পেয়েছিল তৃণমূল । একটি আসনে জয়লাভ করে CPI(M) । পরে একজন তৃণমূল কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হয় 33 । 2019-এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং BJP প্রার্থী হয়ে জয়লাভ করে । তারপর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন তিনি । ফলে তৃণমূলের আসনসংখ্যা হয় 32 । অর্জুন সিংয়ের সঙ্গে আরও 18 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগদান করেন । ফলে পাল্লা ভারী হয় BJP-র । কিন্তু সম্প্রতি 12 জন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন । পুনরায় পাল্লা ভারী হয় তৃণমূলের । আজ সেই পাল্লার জোরেই ভাটপাড়া পৌরসভার পুনর্দখল নেয় তৃণমূল ।

ভাটপাড়া, 2 জানুয়ারি : BJP-র হাতছাড়া হল ভাটপাড়া পৌরসভা । আজ আস্থাভোটে জয়ী হয়ে ভাটপাড়া পৌরসভার পুনর্দখল নেয় তৃণমূল । যদিও এই আস্থাভোট বেআইনি বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে BJP ।

6 ডিসেম্বর ভাটপাড়া পৌরসভায় 18 জন তৃণমূল কাউন্সিলর পৌরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন । কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও আস্থাভোট হয়নি । তাই আস্থাভোট করার দাবি জানিয়ে 30 ডিসেম্বর তিন কাউন্সিলর পৌরসভার অর্থ দপ্তরের আধিকারিক অতনু ঘোষের কাছে আবেদনপত্র জমা দেন । সেই আবেদনের ভিত্তিতে আজ আস্থাভোট হয় ভাটপাড়া পৌরসভায় । এই ভোটে উপপৌরপ্রধান সোমনাথ তালুকদার সহ 19 জন কাউন্সিলর তৃণমূলের পক্ষে ভোট দেন । আর তাতেই জয়ী হয় তৃণমূল ।

আজকের এই আস্থাভোটে উপস্থিত ছিল না BJP । তাদের দাবি, 20 জানুয়ারি পৌরপ্রধান অনাস্থা মিটিং ডেকেছেন । আর আজ তৃণমূল যে আস্থাভোট করেছে তা অবৈধ । ইতিমধ্যে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । আজ দুপুর সাড়ে 12 টায় বিচারপতি অরিন্দম সিনহা মামলাটির শুনবেন ।

2015 সালে পৌরভোটে ভাটপাড়া পৌরসভার 35 টি আসনের মধ্যে 34 টি আসন পেয়েছিল তৃণমূল । একটি আসনে জয়লাভ করে CPI(M) । পরে একজন তৃণমূল কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হয় 33 । 2019-এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং BJP প্রার্থী হয়ে জয়লাভ করে । তারপর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন তিনি । ফলে তৃণমূলের আসনসংখ্যা হয় 32 । অর্জুন সিংয়ের সঙ্গে আরও 18 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগদান করেন । ফলে পাল্লা ভারী হয় BJP-র । কিন্তু সম্প্রতি 12 জন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন । পুনরায় পাল্লা ভারী হয় তৃণমূলের । আজ সেই পাল্লার জোরেই ভাটপাড়া পৌরসভার পুনর্দখল নেয় তৃণমূল ।

Intro:ভাটপাড়া পুরসভাঃ আস্থাভোটে জয়ী তৃণমূল, ১৯-০ ফলাফল। বিজেপি অংশই নিল না

ভাটপাড়াঃ অবশেষে ভাটপাড়া পুরসভাও ধরে রাখতে পারল না বিজেপি। বৃহস্পতিবার আস্থাভোটে জয়ী হল তৃণমূল। এদিন পুরসভার সভাকক্ষে আস্থাভোট ছিল। তৃণমূলের পক্ষে ১৯ জন কাউন্সিলর হাজির ছিলেন। বিজেপির কোনও কাউন্সিলরই আসেননি। ফলে ১৯-০ ভোটে জয়ী হল তৃণমূলই। বিজেপির সৌরভ সিং আর পুরপ্রধান পদে থাকতে পারবেন না।

লোকসভা ভোটের পরে বনগাঁ, নৈহাটি, গারুলিয়া, কাঁচরাপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভার দখল নেয়। চার মাসের মধ্যে শাসক দল পাঁচ পুরসভা পুনর্দখল করে। অবশেষে ভাটপাড়া পুরসভা দখল করে তৃণমূল জেলায় রাজনৈতিক এক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করল। অর্জুন-গড়ে পদ্মের নিশান কার্যত শূন্য হয়ে গেল।

গত ৬ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় ১৮ জন তৃণমূল কাউন্সিলর পুরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব জমা দিয়েছিলেন। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও আস্থাভোট হয়নি। তাই, ২ জানুয়ারি আস্থাভোটের দাবি জানিয়ে সোমবার তিন কাউন্সিলর পুরসভার অর্থ দপ্তরের আধিকারিক অতনু ঘোষের কাছে আবেদনপত্র জমা দেন।

৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করেছিল সিপিএম। পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় ৩৩। লোকসভায় অর্জুন সিং বিজেপি প্রার্থী হয়ে জিতে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। তৃণমূলের আসনসংখ্যা এসে দাঁড়ায় ৩২। অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। সম্প্রতি বিজেপিতে যোগদান করা ১৮ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১২ জন তৃণমূল ফিরে আসেন। তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয়। এদিন ভোটাভুটিতে দেখা যায় তৃণমূলের পক্ষে ১৯ জন কাউন্সিলর রয়েছেন। বিজেপির পক্ষে কেউই আসেননি।
Body:ভাটপাড়া পুরসভাঃ আস্থাভোটে জয়ী তৃণমূল, ১৯-০ ফলাফল। বিজেপি অংশই নিল না

ভাটপাড়াঃ অবশেষে ভাটপাড়া পুরসভাও ধরে রাখতে পারল না বিজেপি। বৃহস্পতিবার আস্থাভোটে জয়ী হল তৃণমূল। এদিন পুরসভার সভাকক্ষে আস্থাভোট ছিল। তৃণমূলের পক্ষে ১৯ জন কাউন্সিলর হাজির ছিলেন। বিজেপির কোনও কাউন্সিলরই আসেননি। ফলে ১৯-০ ভোটে জয়ী হল তৃণমূলই। বিজেপির সৌরভ সিং আর পুরপ্রধান পদে থাকতে পারবেন না।

লোকসভা ভোটের পরে বনগাঁ, নৈহাটি, গারুলিয়া, কাঁচরাপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভার দখল নেয়। চার মাসের মধ্যে শাসক দল পাঁচ পুরসভা পুনর্দখল করে। অবশেষে ভাটপাড়া পুরসভা দখল করে তৃণমূল জেলায় রাজনৈতিক এক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করল। অর্জুন-গড়ে পদ্মের নিশান কার্যত শূন্য হয়ে গেল।

গত ৬ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় ১৮ জন তৃণমূল কাউন্সিলর পুরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব জমা দিয়েছিলেন। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও আস্থাভোট হয়নি। তাই, ২ জানুয়ারি আস্থাভোটের দাবি জানিয়ে সোমবার তিন কাউন্সিলর পুরসভার অর্থ দপ্তরের আধিকারিক অতনু ঘোষের কাছে আবেদনপত্র জমা দেন।

৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করেছিল সিপিএম। পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় ৩৩। লোকসভায় অর্জুন সিং বিজেপি প্রার্থী হয়ে জিতে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। তৃণমূলের আসনসংখ্যা এসে দাঁড়ায় ৩২। অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। সম্প্রতি বিজেপিতে যোগদান করা ১৮ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১২ জন তৃণমূল ফিরে আসেন। তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয়। এদিন ভোটাভুটিতে দেখা যায় তৃণমূলের পক্ষে ১৯ জন কাউন্সিলর রয়েছেন। বিজেপির পক্ষে কেউই আসেননি।
Conclusion:ভাটপাড়া পুরসভাঃ আস্থাভোটে জয়ী তৃণমূল, ১৯-০ ফলাফল। বিজেপি অংশই নিল না

ভাটপাড়াঃ অবশেষে ভাটপাড়া পুরসভাও ধরে রাখতে পারল না বিজেপি। বৃহস্পতিবার আস্থাভোটে জয়ী হল তৃণমূল। এদিন পুরসভার সভাকক্ষে আস্থাভোট ছিল। তৃণমূলের পক্ষে ১৯ জন কাউন্সিলর হাজির ছিলেন। বিজেপির কোনও কাউন্সিলরই আসেননি। ফলে ১৯-০ ভোটে জয়ী হল তৃণমূলই। বিজেপির সৌরভ সিং আর পুরপ্রধান পদে থাকতে পারবেন না।

লোকসভা ভোটের পরে বনগাঁ, নৈহাটি, গারুলিয়া, কাঁচরাপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভার দখল নেয়। চার মাসের মধ্যে শাসক দল পাঁচ পুরসভা পুনর্দখল করে। অবশেষে ভাটপাড়া পুরসভা দখল করে তৃণমূল জেলায় রাজনৈতিক এক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করল। অর্জুন-গড়ে পদ্মের নিশান কার্যত শূন্য হয়ে গেল।

গত ৬ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় ১৮ জন তৃণমূল কাউন্সিলর পুরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব জমা দিয়েছিলেন। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও আস্থাভোট হয়নি। তাই, ২ জানুয়ারি আস্থাভোটের দাবি জানিয়ে সোমবার তিন কাউন্সিলর পুরসভার অর্থ দপ্তরের আধিকারিক অতনু ঘোষের কাছে আবেদনপত্র জমা দেন।

৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করেছিল সিপিএম। পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় ৩৩। লোকসভায় অর্জুন সিং বিজেপি প্রার্থী হয়ে জিতে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। তৃণমূলের আসনসংখ্যা এসে দাঁড়ায় ৩২। অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। সম্প্রতি বিজেপিতে যোগদান করা ১৮ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১২ জন তৃণমূল ফিরে আসেন। তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয়। এদিন ভোটাভুটিতে দেখা যায় তৃণমূলের পক্ষে ১৯ জন কাউন্সিলর রয়েছেন। বিজেপির পক্ষে কেউই আসেননি।
Last Updated : Jan 2, 2020, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.