ETV Bharat / state

খোলা ব্যালটে ভোট, পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী তৃণমূল - TMC wins in gram panchayet pradhan election in bangaon

পঞ্চায়েত প্রধান পদে নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় ৷

TMC wins in gram panchayet pradhan election in bangaon
TMC wins in gram panchayet pradhan election in bangaon
author img

By

Published : Feb 9, 2021, 3:59 PM IST

বনগাঁ, 9 ফেব্রুয়ারি : চৌবেড়িয়া এক নম্বর পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস । সোমবার ছিল পঞ্চায়েত প্রধান নির্বাচন । ফলাফলে দেখা যায় তৃণমূলের তপন হাজরা নয়টি ভোট পেয়েছেন । খোলা ব্যালটে ভোট হওয়ায় বিজেপির চার সদস্য ভোট বয়কট করেন ।

আচমকা পঞ্চায়েত প্রধানের পদত্যাগ ঘিরে বিতর্ক শুরু হয় বনগাঁ ব্লকের চৌবেড়িয়া-1 নম্বর গ্রাম পঞ্চায়েতে । বনানী নন্দী নামে ওই প্রধান তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন । 18 জানুয়ারি তিনি পদত্যাগ করেন ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে চৌবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15টি গ্রাম সংসদের মধ্যে তৃণমূলের 11 জন জয়লাভ করেছিলেন । প্রধান হয়েছিলেন তৃণমূলের গোপালনগর ব্লকের সভাপতি অলোক নন্দীর স্ত্রী বনানী নন্দী । মেয়াদ শেষের আগেই সোমবার বনগাঁর যুগ্ম বিডিওর কাছে বনানী পদত্যাগপত্র জমা দেন । তারপর ব্লক প্রশাসনের সিদ্ধান্তে সোমবার প্রধান নির্বাচন হয় ।

পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী তৃণমূল

পঞ্চায়েত প্রধান পদে নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায় ৷ পঞ্চায়েতের সামনে দুই শিবিরই আলাদা মঞ্চ তৈরি করে । সকাল থেকে দুই শিবিরের কর্মীরা সেখানে জমায়েত হন । গোলমালের আশঙ্কায় RAF নামানো হয়েছিল । ছিলেন বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার । এদিন পঞ্চায়েতের 15টি আসনের মধ্যে 13 জন ভোটাভুটিতে অংশ নেন (1 জন মৃত ও 1 জন অনুপস্থিত) । বিজেপির পক্ষে ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা ছিল । কিন্তু খোলা ব্যালটে ভোট হয়েছে । হয়নি ক্রশ ভোটিং । দিনের শেষে দেখা যায় তৃণমূল মোট নয়টি ভোট পেয়েছে । বিজেপির সদস্যরা খোলা ব্যালটে ভোট দিতে চাননি । তাঁদের অভিযোগ, গোপন ব্যালটে ভোট করা হয়নি । তাই তাঁরা ভোট বয়কট করেছেন ।

বনগাঁ, 9 ফেব্রুয়ারি : চৌবেড়িয়া এক নম্বর পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস । সোমবার ছিল পঞ্চায়েত প্রধান নির্বাচন । ফলাফলে দেখা যায় তৃণমূলের তপন হাজরা নয়টি ভোট পেয়েছেন । খোলা ব্যালটে ভোট হওয়ায় বিজেপির চার সদস্য ভোট বয়কট করেন ।

আচমকা পঞ্চায়েত প্রধানের পদত্যাগ ঘিরে বিতর্ক শুরু হয় বনগাঁ ব্লকের চৌবেড়িয়া-1 নম্বর গ্রাম পঞ্চায়েতে । বনানী নন্দী নামে ওই প্রধান তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন । 18 জানুয়ারি তিনি পদত্যাগ করেন ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে চৌবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15টি গ্রাম সংসদের মধ্যে তৃণমূলের 11 জন জয়লাভ করেছিলেন । প্রধান হয়েছিলেন তৃণমূলের গোপালনগর ব্লকের সভাপতি অলোক নন্দীর স্ত্রী বনানী নন্দী । মেয়াদ শেষের আগেই সোমবার বনগাঁর যুগ্ম বিডিওর কাছে বনানী পদত্যাগপত্র জমা দেন । তারপর ব্লক প্রশাসনের সিদ্ধান্তে সোমবার প্রধান নির্বাচন হয় ।

পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী তৃণমূল

পঞ্চায়েত প্রধান পদে নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায় ৷ পঞ্চায়েতের সামনে দুই শিবিরই আলাদা মঞ্চ তৈরি করে । সকাল থেকে দুই শিবিরের কর্মীরা সেখানে জমায়েত হন । গোলমালের আশঙ্কায় RAF নামানো হয়েছিল । ছিলেন বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার । এদিন পঞ্চায়েতের 15টি আসনের মধ্যে 13 জন ভোটাভুটিতে অংশ নেন (1 জন মৃত ও 1 জন অনুপস্থিত) । বিজেপির পক্ষে ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা ছিল । কিন্তু খোলা ব্যালটে ভোট হয়েছে । হয়নি ক্রশ ভোটিং । দিনের শেষে দেখা যায় তৃণমূল মোট নয়টি ভোট পেয়েছে । বিজেপির সদস্যরা খোলা ব্যালটে ভোট দিতে চাননি । তাঁদের অভিযোগ, গোপন ব্যালটে ভোট করা হয়নি । তাই তাঁরা ভোট বয়কট করেছেন ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.