ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভা নিজেদের দখলে আনা নিশ্চিত করল তৃণমূল - ভাটপাড়া পৌরসভা নিজেদের দখলে আনা নিশ্চিত করল তৃণমূল

BJP সাংসদ অর্জুন সিং-এর খাস তালুক ভাটপাড়া পৌরসভা পুনর্দখলের পথে তৃণমূল কংগ্রেস । আজ BJP থেকে তৃণমূলে ফিরলেন ১২ কাউন্সিলর ।

ভাটপাড়া পৌরসভা
author img

By

Published : Nov 6, 2019, 7:18 PM IST

Updated : Nov 7, 2019, 12:28 AM IST

কলকাতা, 6 নভেম্বর : ভাটপাড়া পৌরসভা হাতছাড়া হচ্ছে BJP-র । BJP সাংসদ অর্জুন সিং-এর খাস তালুক ভাটপাড়া পৌরসভা পুনর্দখলের পথে তৃণমূল কংগ্রেস । আজ BJP থেকে তৃণমূলে ফিরলেন 12 কাউন্সিলর । তাঁরা আজ কলকাতায় তৃণমূল ভবনে এসে যোগদান করেন । এর জেরে 32 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের মোট সংখ্যা দাঁড়াল 17 ।

ভাটপাড়া পৌরসভার 27 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন । এদের মধ্যে 12 জন কাউন্সিলর আজ BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেন । গতকালই BJP-র দুই চেয়ারম্যান পারিষদ নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন । সব মিলিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ অর্জুন সিং-এর খাসতালুক ভাটপাড়া পৌরসভা BJP-র হাতছাড়া হতে চলেছে বলা যায় । আজ ফিরহাদ হাকিম বলেন, "আহমেদাবাদের মতো সন্ত্রাস চলেছে ভাটপাড়ায় । আগামী দিনে ভাটপাড়ায় পুর-পরিষেবা স্বাভাবিক হবে ।

ভাটপাড়া পৌরসভায় মোট 35টি আসন । 34টি তৃণমূল ও 1 টি CPI(M)- এর ছিল । পরে এক তৃণমূল কাউন্সিলরের মৃত্যু হয় । তা ছাড়া ব্যারাকপুর লোকসভা নির্বাচনে লড়ার জন্য পৌরপ্রধান তথা কাউন্সিলর অর্জুন সিং নিজের পদ থেকে ইস্তফা দেন । এরফলে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় 32 । পরে অর্জুন সিং BJP-তে যোগ দিলে তাঁর হাত ধরে পৌরসভার 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । তারপর থেকেই এই পৌরসভা BJP-র দখলে চলে যায় । তৃণমূল থেকে 12 জন কাউন্সিলর চলে যাওয়ায় যোগ-বিয়োগের খেলায় BJP-র কাউন্সিলরের সংখ্যা ১৪-তে দাঁড়াল । এই ঘটনার কথা অস্বীকার করে BJP-র উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার বলেন , ' আমরা বিষয়টি জানি না । সংসদীয় গণতন্ত্রে যে কেউ অন্যদলে যেতে পারে ।"

কলকাতা, 6 নভেম্বর : ভাটপাড়া পৌরসভা হাতছাড়া হচ্ছে BJP-র । BJP সাংসদ অর্জুন সিং-এর খাস তালুক ভাটপাড়া পৌরসভা পুনর্দখলের পথে তৃণমূল কংগ্রেস । আজ BJP থেকে তৃণমূলে ফিরলেন 12 কাউন্সিলর । তাঁরা আজ কলকাতায় তৃণমূল ভবনে এসে যোগদান করেন । এর জেরে 32 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের মোট সংখ্যা দাঁড়াল 17 ।

ভাটপাড়া পৌরসভার 27 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন । এদের মধ্যে 12 জন কাউন্সিলর আজ BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেন । গতকালই BJP-র দুই চেয়ারম্যান পারিষদ নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন । সব মিলিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ অর্জুন সিং-এর খাসতালুক ভাটপাড়া পৌরসভা BJP-র হাতছাড়া হতে চলেছে বলা যায় । আজ ফিরহাদ হাকিম বলেন, "আহমেদাবাদের মতো সন্ত্রাস চলেছে ভাটপাড়ায় । আগামী দিনে ভাটপাড়ায় পুর-পরিষেবা স্বাভাবিক হবে ।

ভাটপাড়া পৌরসভায় মোট 35টি আসন । 34টি তৃণমূল ও 1 টি CPI(M)- এর ছিল । পরে এক তৃণমূল কাউন্সিলরের মৃত্যু হয় । তা ছাড়া ব্যারাকপুর লোকসভা নির্বাচনে লড়ার জন্য পৌরপ্রধান তথা কাউন্সিলর অর্জুন সিং নিজের পদ থেকে ইস্তফা দেন । এরফলে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় 32 । পরে অর্জুন সিং BJP-তে যোগ দিলে তাঁর হাত ধরে পৌরসভার 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । তারপর থেকেই এই পৌরসভা BJP-র দখলে চলে যায় । তৃণমূল থেকে 12 জন কাউন্সিলর চলে যাওয়ায় যোগ-বিয়োগের খেলায় BJP-র কাউন্সিলরের সংখ্যা ১৪-তে দাঁড়াল । এই ঘটনার কথা অস্বীকার করে BJP-র উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার বলেন , ' আমরা বিষয়টি জানি না । সংসদীয় গণতন্ত্রে যে কেউ অন্যদলে যেতে পারে ।"

Intro:কলকাতা, ৬ নভেম্বর: এবারে ভাটপাড়া পুরসভাও দখলে নিচ্ছে তৃণমূল কংগ্রেস । বিজেপি থেকে ঘরে ফিরল ১২ কাউন্সিলর। বিজেপি থেকে ফেরা কাউন্সিলররা আজ দলের সদর কার্যালয় তৃণমূল ভবনে এসে যোগদান করেন। ৩২ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় শেষ পর্যন্ত তৃণমূলের ছিল ৫ কাউন্সিলর। ১২ জন ফিরে আসায় তৃণমূলের মোট কাউন্সিলরের সংখ্যা হলো ১৭।


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:
Last Updated : Nov 7, 2019, 12:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.