ETV Bharat / state

মতুয়াদের নিয়ে ধরনায় তৃণমূল, "জানেন না" মমতাবালা

author img

By

Published : Dec 10, 2019, 6:52 PM IST

Updated : Dec 10, 2019, 9:41 PM IST

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় মতুয়া মহাসংঘের নামে আজ থেকে ধরনা শুরু করেছে তৃণমূল । অথচ সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর । এই কর্মসূচি যে মতুয়াদের নিয়ে, তা তিনি জানেন না বলে দাবি মমতাবালার । তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়ে দেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই এবিষয়ে ভালো বলতে পারবেন ।

Mamatabala
মমতাবালা ঠাকুর

ঠাকুরনগর, 10 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় মতুয়া মহাসংঘের নামে আজ থেকে ধরনা শুরু করেছে তৃণমূল । অথচ সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর । এই কর্মসূচি যে মতুয়াদের নিয়ে, তা তিনি জানেন না বলে দাবি মমতাবালার । তাঁকে জিজ্ঞাসা করা হলে জানিয়ে দেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই এবিষয়ে ভালো বলতে পারবেন ।

লোকসভায় গতকাল মধ্যরাতে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । এই বিলের বিরোধিতায় দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি । আজ কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে মতুয়া মহাসংঘের তরফেও তৃণমূল ধরনা শুরু করেছে । কিন্তু সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতাবালা ঠাকুর । এবিষয়ে মমতাবালা ঠাকুর বলেন, "খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভালো বলতে পারবেন । তাঁকে জিজ্ঞাসা করুন । এটা রাজনৈতিকভাবে করা হচ্ছে । মতুয়া মহাসংঘের তরফে আমরা এবিষয়ে জানি না । গতকাল আমাকে খাদ্যমন্ত্রী ফোন করেছিলেন । তিনি জানান, ধরনায় বসা হচ্ছে । আমাকে আসতে বলেছিল । কিন্তু আমার শরীর খারাপ থাকায় আমি জানিয়ে দিই যে, ধরনায় অংশ নিতে পারব না । তারপর আমাকে কয়েকজন মতুয়াকে পাঠাতে বলেছিল । এইটুকুই ওঁর সঙ্গে আমার কথা হয়েছে । কিন্তু এই ধরনা যে মতুয়া মহাসংঘের তরফেই করা হচ্ছে তা মতুয়া মহাসংঘের সম্পাদক ও সভাপতি কেউই জানে না । "

মতুয়াদের নিয়ে তৃণমূলের ধরনা প্রসঙ্গে কী বললেন মমতাবালা ? ভিডিয়োয় শুনুন...
বনগাঁ লোকসভা এলাকায় তৃণমূলের রাজনৈতিক জমি পুনরুদ্ধারের জন্য সম্প্রতি 25 জনের একটি কমিটি গঠন করেছে দল । তাতেও নাম নেই মমতাবালা ঠাকুরের । এই নিয়ে তিনি বলেন, "আমাকে কেন কমিটিতে রাখা হয়নি জানি না । আমি কাগজে পড়ে জানতে পেরেছি যে মতুয়াদের নিয়ে না কি নতুন একটা কমিটি গঠন করা হয়েছে । আমাকে কেন ওরা রাখেনি সেটা ওরাই ভালো বলতে পারবে ।"

প্রসঙ্গত, লোকসভা ভোটে বনগাঁ থেকে তৃণমূলের তরফে দাঁড়িয়েছিলেন মমতাবালা ঠাকুর । কিন্তু নির্বাচনে হেরে যান তিনি । জয়লাভ করে BJP প্রার্থী তথা ঠাকুরবাড়ির অন্য আর এক সদস্য শান্তনু ঠাকুর । প্রশ্ন উঠছে, লোকসভায় হারের জেরে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতাবালার ?

ঠাকুরনগর, 10 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় মতুয়া মহাসংঘের নামে আজ থেকে ধরনা শুরু করেছে তৃণমূল । অথচ সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর । এই কর্মসূচি যে মতুয়াদের নিয়ে, তা তিনি জানেন না বলে দাবি মমতাবালার । তাঁকে জিজ্ঞাসা করা হলে জানিয়ে দেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই এবিষয়ে ভালো বলতে পারবেন ।

লোকসভায় গতকাল মধ্যরাতে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । এই বিলের বিরোধিতায় দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি । আজ কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে মতুয়া মহাসংঘের তরফেও তৃণমূল ধরনা শুরু করেছে । কিন্তু সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতাবালা ঠাকুর । এবিষয়ে মমতাবালা ঠাকুর বলেন, "খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভালো বলতে পারবেন । তাঁকে জিজ্ঞাসা করুন । এটা রাজনৈতিকভাবে করা হচ্ছে । মতুয়া মহাসংঘের তরফে আমরা এবিষয়ে জানি না । গতকাল আমাকে খাদ্যমন্ত্রী ফোন করেছিলেন । তিনি জানান, ধরনায় বসা হচ্ছে । আমাকে আসতে বলেছিল । কিন্তু আমার শরীর খারাপ থাকায় আমি জানিয়ে দিই যে, ধরনায় অংশ নিতে পারব না । তারপর আমাকে কয়েকজন মতুয়াকে পাঠাতে বলেছিল । এইটুকুই ওঁর সঙ্গে আমার কথা হয়েছে । কিন্তু এই ধরনা যে মতুয়া মহাসংঘের তরফেই করা হচ্ছে তা মতুয়া মহাসংঘের সম্পাদক ও সভাপতি কেউই জানে না । "

মতুয়াদের নিয়ে তৃণমূলের ধরনা প্রসঙ্গে কী বললেন মমতাবালা ? ভিডিয়োয় শুনুন...
বনগাঁ লোকসভা এলাকায় তৃণমূলের রাজনৈতিক জমি পুনরুদ্ধারের জন্য সম্প্রতি 25 জনের একটি কমিটি গঠন করেছে দল । তাতেও নাম নেই মমতাবালা ঠাকুরের । এই নিয়ে তিনি বলেন, "আমাকে কেন কমিটিতে রাখা হয়নি জানি না । আমি কাগজে পড়ে জানতে পেরেছি যে মতুয়াদের নিয়ে না কি নতুন একটা কমিটি গঠন করা হয়েছে । আমাকে কেন ওরা রাখেনি সেটা ওরাই ভালো বলতে পারবে ।"

প্রসঙ্গত, লোকসভা ভোটে বনগাঁ থেকে তৃণমূলের তরফে দাঁড়িয়েছিলেন মমতাবালা ঠাকুর । কিন্তু নির্বাচনে হেরে যান তিনি । জয়লাভ করে BJP প্রার্থী তথা ঠাকুরবাড়ির অন্য আর এক সদস্য শান্তনু ঠাকুর । প্রশ্ন উঠছে, লোকসভায় হারের জেরে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতাবালার ?

Intro:কলকাতায় তৃণমূলের উদ্যোগে মতুয়াদের ধরনা, জানেন না মমতাবালাই

ঠাকুরনগরঃ কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশে মতুয়া মহাসংঘের নামে তৃণমূল ধরনা আন্দোলন শুরু করেছে। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এই কর্মসূচি। অথচ সেই কর্মসূতে ব্রাত্য খোদ মতুয়া মহাসংঘের সংঘধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। এদিন তিনি দলের ওই কর্মসূচি সম্পর্কে বলেন, আমি জানি না কারা ওই কর্মসূচি করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই ভালো বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি ওই কর্মসূচিতে মতুয়ারা নেই। কলকাতার কর্মসূচিতে ঠাকুরবাড়ির নাম কেন ব্যবহার করা হচ্ছে জানি না। এটা আমি স্পষ্ট বলছি, মতুয়ারা ওই কর্মসূচিতে নেই।

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল হেরেছে। মমতাবালা ঠাকুরকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা এলাকায় তৃণমূলের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে সম্প্রতি ২৫ জনের একটা কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিতে নাম নেই সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মমতাবালা ঠাকুরের। সে ব্যাপারে মমতাবালা বলেন, আমাকে কেন রাখা হয়নি জানি না। আমি জানি না কারা আছে ওই কমিটিতে। আমি কাগজে পড়েছি মতুয়াদের নিয়ে নাকি নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। আমাকে রাখা হয়নি কেন সেটা ওরাও বলতে পারবে।

মমতাবালার বক্তব্যে স্পষ্ট, ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে। Body:কলকাতায় তৃণমূলের উদ্যোগে মতুয়াদের ধরনা, জানেন না মমতাবালাই

ঠাকুরনগরঃ কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশে মতুয়া মহাসংঘের নামে তৃণমূল ধরনা আন্দোলন শুরু করেছে। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এই কর্মসূচি। অথচ সেই কর্মসূতে ব্রাত্য খোদ মতুয়া মহাসংঘের সংঘধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। এদিন তিনি দলের ওই কর্মসূচি সম্পর্কে বলেন, আমি জানি না কারা ওই কর্মসূচি করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই ভালো বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি ওই কর্মসূচিতে মতুয়ারা নেই। কলকাতার কর্মসূচিতে ঠাকুরবাড়ির নাম কেন ব্যবহার করা হচ্ছে জানি না। এটা আমি স্পষ্ট বলছি, মতুয়ারা ওই কর্মসূচিতে নেই।

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল হেরেছে। মমতাবালা ঠাকুরকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা এলাকায় তৃণমূলের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে সম্প্রতি ২৫ জনের একটা কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিতে নাম নেই সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মমতাবালা ঠাকুরের। সে ব্যাপারে মমতাবালা বলেন, আমাকে কেন রাখা হয়নি জানি না। আমি জানি না কারা আছে ওই কমিটিতে। আমি কাগজে পড়েছি মতুয়াদের নিয়ে নাকি নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। আমাকে রাখা হয়নি কেন সেটা ওরাও বলতে পারবে।

মমতাবালার বক্তব্যে স্পষ্ট, ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে। Conclusion:কলকাতায় তৃণমূলের উদ্যোগে মতুয়াদের ধরনা, জানেন না মমতাবালাই

ঠাকুরনগরঃ কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশে মতুয়া মহাসংঘের নামে তৃণমূল ধরনা আন্দোলন শুরু করেছে। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এই কর্মসূচি। অথচ সেই কর্মসূতে ব্রাত্য খোদ মতুয়া মহাসংঘের সংঘধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। এদিন তিনি দলের ওই কর্মসূচি সম্পর্কে বলেন, আমি জানি না কারা ওই কর্মসূচি করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই ভালো বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি ওই কর্মসূচিতে মতুয়ারা নেই। কলকাতার কর্মসূচিতে ঠাকুরবাড়ির নাম কেন ব্যবহার করা হচ্ছে জানি না। এটা আমি স্পষ্ট বলছি, মতুয়ারা ওই কর্মসূচিতে নেই।

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল হেরেছে। মমতাবালা ঠাকুরকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা এলাকায় তৃণমূলের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে সম্প্রতি ২৫ জনের একটা কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিতে নাম নেই সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মমতাবালা ঠাকুরের। সে ব্যাপারে মমতাবালা বলেন, আমাকে কেন রাখা হয়নি জানি না। আমি জানি না কারা আছে ওই কমিটিতে। আমি কাগজে পড়েছি মতুয়াদের নিয়ে নাকি নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। আমাকে রাখা হয়নি কেন সেটা ওরাও বলতে পারবে।

মমতাবালার বক্তব্যে স্পষ্ট, ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে।
Last Updated : Dec 10, 2019, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.