ETV Bharat / health

শনিবার এই কাজ করলে জীবনে সুখের অভাব হবে না, জানালেন জ্যোতিষী - Astrology Tips For Saturday - ASTROLOGY TIPS FOR SATURDAY

Astrology Tips: হিন্দুশাস্ত্র অনুযায়ী শনিবার হল শনির দিন । শনির রোষ অত্যন্ত প্রখর । এটি জীবনে পড়লে খুব খারাপ হয়ে থাকে । শনিবার কয়েকটি কাজ করলে শনিদেব প্রসন্ন হন । এইদিনে কী কী করতে পারেন যাতে জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Astrology Tips News
শনিবারে কী করা উচিত জানানলেন জ্যোতিষী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Features Team

Published : Sep 20, 2024, 12:18 PM IST

কলকাতা: সপ্তাহের ষষ্ঠ দিন হল শনিবার । সপ্তাহ শেষের এই দিনটি সারা সপ্তাহের ক্লান্তি দূর করে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটানোর একটা দিন । হিন্দু ধর্ম অনুযায়ী, শনিবার হল শনিদেবতার দিন । এইদিন শুভভাবে সবকিছু করা প্রয়োজন ৷ জ্যোতিষশাস্ত্রেও এইদিনের মাহাত্ম্য রয়েছে ৷ জ্যোতিষী রাহুল দের মতে, এইদিন এমন কিছু করা উচিত, যাতে শনি তুষ্ট হন । কারণ হিন্দু পুরাণ অনুযায়ী শনির রোষ জীবনে আসতে পারে বড় বিপদ । কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করা উচিত নয় বলে জানান তিনি ৷

তিনি বলেন, শনি যেহেতু ন্যায়ের দেবতা, তাই কর্মক্ষেত্র বা বাড়ির আশেপাশে যাঁদের নিয়ে চলেন তাঁদের কোনওভাবেই ক্ষতি করা উচিত নয় ও এটাও দেখা প্রয়োজন যাতে তাঁরা আপনার কোনও কারণে দুঃখ না পান ৷ এতে শনিগ্রহের খারাপ প্রভাব পড়ে ৷ সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ৷ এতে শনিদেবতা তুষ্ট থাকেন ৷ এইদিনে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে কিছু দান করা উচিত ৷ শনিগ্রহের ক্ষেত্রে এটিও বলা হয় আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন ৷"

তিনি আরও জানান, শনিবার সকালে কোনও ভিক্ষুক আপনার বাড়ির দরজায় আসেন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় । শনিবার বাড়িতে কোনও ভিক্ষুককে কখনও খালি হাতে ফেরানো উচিত নয় । জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিবার কোনও ভিক্ষুককে কোনও সামান্য জিনিসও দান করলে তা আপনার ভাগ্য ফেরাতে কাজ করতে পারে । কারণ শনিবার কোনও দরিদ্রকে দান করলে তাতে প্রসন্ন হন শনিদেব । ফলে জীবনে সুখ শান্তি ফিরে আসে ৷

এই দিন এমন কিছু করা উচিত, যাতে শনিদেব তুষ্ট থাকেন । কারণ হিন্দু পুরাণে বলা হয়েছে, শনির রোষ জীবনে আসলে অনেক বড় ক্ষতি হতে পারে । কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করলে জীবনে বড় বিপদ অপেক্ষা করতে পারে ৷ তাই এইদিনে শনিদেবের পুজো করুন ৷ সন্ধ্যেতে প্রদীপ ধূপ ধুনো জ্বালান ৷ এতে আপনার সংসার সুখে ভরবে ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

কলকাতা: সপ্তাহের ষষ্ঠ দিন হল শনিবার । সপ্তাহ শেষের এই দিনটি সারা সপ্তাহের ক্লান্তি দূর করে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটানোর একটা দিন । হিন্দু ধর্ম অনুযায়ী, শনিবার হল শনিদেবতার দিন । এইদিন শুভভাবে সবকিছু করা প্রয়োজন ৷ জ্যোতিষশাস্ত্রেও এইদিনের মাহাত্ম্য রয়েছে ৷ জ্যোতিষী রাহুল দের মতে, এইদিন এমন কিছু করা উচিত, যাতে শনি তুষ্ট হন । কারণ হিন্দু পুরাণ অনুযায়ী শনির রোষ জীবনে আসতে পারে বড় বিপদ । কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করা উচিত নয় বলে জানান তিনি ৷

তিনি বলেন, শনি যেহেতু ন্যায়ের দেবতা, তাই কর্মক্ষেত্র বা বাড়ির আশেপাশে যাঁদের নিয়ে চলেন তাঁদের কোনওভাবেই ক্ষতি করা উচিত নয় ও এটাও দেখা প্রয়োজন যাতে তাঁরা আপনার কোনও কারণে দুঃখ না পান ৷ এতে শনিগ্রহের খারাপ প্রভাব পড়ে ৷ সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ৷ এতে শনিদেবতা তুষ্ট থাকেন ৷ এইদিনে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে কিছু দান করা উচিত ৷ শনিগ্রহের ক্ষেত্রে এটিও বলা হয় আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন ৷"

তিনি আরও জানান, শনিবার সকালে কোনও ভিক্ষুক আপনার বাড়ির দরজায় আসেন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় । শনিবার বাড়িতে কোনও ভিক্ষুককে কখনও খালি হাতে ফেরানো উচিত নয় । জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিবার কোনও ভিক্ষুককে কোনও সামান্য জিনিসও দান করলে তা আপনার ভাগ্য ফেরাতে কাজ করতে পারে । কারণ শনিবার কোনও দরিদ্রকে দান করলে তাতে প্রসন্ন হন শনিদেব । ফলে জীবনে সুখ শান্তি ফিরে আসে ৷

এই দিন এমন কিছু করা উচিত, যাতে শনিদেব তুষ্ট থাকেন । কারণ হিন্দু পুরাণে বলা হয়েছে, শনির রোষ জীবনে আসলে অনেক বড় ক্ষতি হতে পারে । কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করলে জীবনে বড় বিপদ অপেক্ষা করতে পারে ৷ তাই এইদিনে শনিদেবের পুজো করুন ৷ সন্ধ্যেতে প্রদীপ ধূপ ধুনো জ্বালান ৷ এতে আপনার সংসার সুখে ভরবে ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.