ETV Bharat / state

CPIM Rally সিপিএমের পথসভাকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ সল্টলেকে - CPIM

রবিবার সকালে সল্টলেকের সিপিআইএম বিধান নগর দু নাম্বার এরিয়া কমিটির অন্তর্গত এএফএজি শাখার পক্ষ থেকে জ্যোতি বসু রিসার্চ এন্ড স্ট্যাডি সেন্টারের জন্য অর্থ সংগ্রহ করতে যায় বৈশাখী বাজারের কাছে । সেখানে তারা একটি পথ সভা করছিল (CPIM Rally) । অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা জমায়েত হয়ে গালাগালি ও চিৎকার চেঁচামেচি করতে থাকে ।

TMC protests against CPIM Rally in Bidhannagar
CPIM Rally
author img

By

Published : Aug 21, 2022, 8:48 PM IST

বিধাননগর, 21 অগস্ট: সিপিএমের পথসভাকে ঘিরে উত্তেজনা সল্টলেকের বৈশাখী নতুন বাজারে । পথসভায চলাকালীন বিধাননগর পূর্ব থানার পুলিশ এসে পথসভার অনুমতিপত্র দেখতে চাইলে সিপিএম নেতারা তা দেখাতে পারেননি । সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে (TMC protests against CPIM Rally) ।

তৃণমূলের বক্তব্য, স্থানীয় কাউন্সিলর এবং তাঁর কর্মীদেরকে এই সভা থেকে কটূক্তি করা হচ্ছিল ৷ তাদেরকে চোর বলা হচ্ছিল, তারই প্রতিবাদ করেছেন তৃণমূল কর্মীরা । ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রবিবার সকালে সল্টলেকের সিপিআইএম বিধাননগর 2 নং এরিয়া কমিটির অন্তর্গত এএফএজি শাখার পক্ষ থেকে জ্যোতি বসু রিসার্চ এন্ড স্টাডি সেন্টারের জন্য অর্থ সংগ্রহ করতে যায় বৈশাখী বাজারের কাছে । সেখানে তারা একটি পথসভা করছিল । অভিযোগ, সভা চলাকালীন বিধাননগর পূর্ব থানার পুলিশ এসে এই সভা করার অনুমতিপত্র দেখতে চায় । কিন্তু তারা কোনও অনুমতিপত্র দেখাতে পারেনি ।

সিপিএমের (CPIM) দাবি, পথসভাটির পরিসর ছোট হওয়ায় অনুমতি নেওয়া হয়নি । যখন পুলিশ আসে তখন পথসভা শেষের মুখে ৷ অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা জমায়েত হয়ে গালাগালি ও চিৎকার চেঁচামেচি করতে থাকে । আরও অভিযোগ, তৃণমূল কর্মীরা হুমকি দেয় যে ভবিষ্যতে কেউ যদি সিপিএমের অনুষ্ঠান এখানে করে তাহলে মঞ্চ ভেঙে দিয়ে তারপর কথা হবে ।

সিপিআইএমের পথসভাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ সল্টলেকে

আরও পড়ুন: দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক

তৃণমূল কর্মী বাপি ঘোষ বলেন, "সিপিএম প্রত্যেক রবিবার বিনা অনুমতিতে মাইক বাজিয়ে সকালবেলায় সভা করে । বাচ্চারা পড়তে পাড়ে না, অসুস্থ মানুষ রয়েছে । আমরা তৃণমূল দল করি ৷ আমরা কর্মী, আমরা কোনও অপরাধ করিনি, যে অপরাধ করেছে তার নামে স্লোগান করুক । আজকে বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর, কাউন্সিলর চোর । তখন আমাদের গায়ে লাগে কথাটা ৷ আমরা কাউন্সিলর কি চুরি করেছি। সিপিআইএম কর্মীরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে ।"

বিধাননগর, 21 অগস্ট: সিপিএমের পথসভাকে ঘিরে উত্তেজনা সল্টলেকের বৈশাখী নতুন বাজারে । পথসভায চলাকালীন বিধাননগর পূর্ব থানার পুলিশ এসে পথসভার অনুমতিপত্র দেখতে চাইলে সিপিএম নেতারা তা দেখাতে পারেননি । সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে (TMC protests against CPIM Rally) ।

তৃণমূলের বক্তব্য, স্থানীয় কাউন্সিলর এবং তাঁর কর্মীদেরকে এই সভা থেকে কটূক্তি করা হচ্ছিল ৷ তাদেরকে চোর বলা হচ্ছিল, তারই প্রতিবাদ করেছেন তৃণমূল কর্মীরা । ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রবিবার সকালে সল্টলেকের সিপিআইএম বিধাননগর 2 নং এরিয়া কমিটির অন্তর্গত এএফএজি শাখার পক্ষ থেকে জ্যোতি বসু রিসার্চ এন্ড স্টাডি সেন্টারের জন্য অর্থ সংগ্রহ করতে যায় বৈশাখী বাজারের কাছে । সেখানে তারা একটি পথসভা করছিল । অভিযোগ, সভা চলাকালীন বিধাননগর পূর্ব থানার পুলিশ এসে এই সভা করার অনুমতিপত্র দেখতে চায় । কিন্তু তারা কোনও অনুমতিপত্র দেখাতে পারেনি ।

সিপিএমের (CPIM) দাবি, পথসভাটির পরিসর ছোট হওয়ায় অনুমতি নেওয়া হয়নি । যখন পুলিশ আসে তখন পথসভা শেষের মুখে ৷ অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা জমায়েত হয়ে গালাগালি ও চিৎকার চেঁচামেচি করতে থাকে । আরও অভিযোগ, তৃণমূল কর্মীরা হুমকি দেয় যে ভবিষ্যতে কেউ যদি সিপিএমের অনুষ্ঠান এখানে করে তাহলে মঞ্চ ভেঙে দিয়ে তারপর কথা হবে ।

সিপিআইএমের পথসভাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ সল্টলেকে

আরও পড়ুন: দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক

তৃণমূল কর্মী বাপি ঘোষ বলেন, "সিপিএম প্রত্যেক রবিবার বিনা অনুমতিতে মাইক বাজিয়ে সকালবেলায় সভা করে । বাচ্চারা পড়তে পাড়ে না, অসুস্থ মানুষ রয়েছে । আমরা তৃণমূল দল করি ৷ আমরা কর্মী, আমরা কোনও অপরাধ করিনি, যে অপরাধ করেছে তার নামে স্লোগান করুক । আজকে বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর, কাউন্সিলর চোর । তখন আমাদের গায়ে লাগে কথাটা ৷ আমরা কাউন্সিলর কি চুরি করেছি। সিপিআইএম কর্মীরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.