ETV Bharat / state

TMC Party Office: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নেওয়া ঘরে তৃণমূলের কার্যালয় ! তালা ঝোলালেন কর্মীরাই - গোষ্ঠীদ্বন্দ্ব

অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Kendra) তৈরির জন্য যে ঘর দান করা হয়েছিল, সেখানেই তৈরি করা হয়েছে তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) ৷ উত্তর 24 পরগনার দত্তপুকুরের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা ৷

TMC Party Office at the place allotted for Anganwadi Kendra sparks controversy in Duttapukur
এই ঘর নিয়েই বিতর্ক ৷
author img

By

Published : Jan 1, 2023, 10:53 PM IST

প্রতিষ্ঠা দিবসেই প্রকাশ্যে দ্বন্দ্ব !

দত্তপুকুর, 1 জানুয়ারি: হওয়ার কথা ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Kendra) ৷ কিন্তু তার বদলে বনে গিয়েছে তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) ! এরই প্রতিবাদে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে সরব হলেন তৃণমূলেরই কর্মী-সমর্থকদের একাংশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুর-1 অঞ্চলের পূর্বাচলে ৷ ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমন ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল ৷ তাদের কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়াশিবির ৷

পূর্বাচলের 222 নম্বর পার্টের যে বাড়িটিতে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে, সেটি এলাকারই এক মৃত ব‍্যক্তির ৷ পরবর্তী সময়ে তাঁর আত্মীয়রা বাড়িটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য দান করেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদবকে ৷ তিনিও সেই বাড়িটিতে শিশুশিক্ষা কেন্দ্র গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ এমনটাই দাবি তৃণমূলের একাংশের ৷ যদিও সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি বলে অভিযোগ ৷ অন্তরার স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা শুকদেব যাদব রাতারাতি সেখানে দলের কার্যালয়ে তৈরি করান ! ইতিমধ্যেই সেই কার্যালয় সাজিয়ে তোলা হয়েছে ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই এই কার্যালয়ের উদ্বোধন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তার আগেই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন দলেরই মহিলা কর্মীরা ৷ যার জেরে ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

আরও পড়ুন: উদয়নের গড়ে প্রকট কোন্দল, প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি তৃণমূল কর্মীদের

এই বিষয়ে বেবি দাস নামে তৃণমূলের এক মহিলা কর্মী বলেন, "পাশের ক্লাবেই তো রয়েছে দলীয় কার্যালয় ৷ তারপরও এখানে পার্টি অফিসের কী প্রয়োজনীয়তা রয়েছে, তা আমাদের বোধগম্য হচ্ছে না ৷ দলের কারও সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাও করা হয়নি ৷ পঞ্চায়েত সদস্য এবং তাঁর স্বামী ক্ষমতার জোরে এই সমস্ত কাজ করে চলেছেন ৷ আমরা কিছুতেই এখানে পার্টি অফিস তৈরি করতে দেব না ৷ শিশুদের শিক্ষার স্বার্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্রই করতে হবে এখানে ৷"

অস্বস্তিতে পড়ে বিষয়টি লঘু করার চেষ্টা করেছে শাসকশিবির ৷ এই বিষয়ে দত্তপুকুর পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক তথা তৃণমূলের স্থানীয় নেতা অরিন্দম মুখোপাধ্যায় বলেন, "ছোট ঘটনা ৷ ভুল বোঝাবুঝির জেরে সামান্য সমস্যা তৈরি হয়েছিল ৷ আলোচনা করে সেই সমস্যা মিটিয়ে নেওয়া হবে ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে গেরুয়াশিবির ৷ এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা জয়দেব পাল বলেন, "শুনেছি আজ নাকি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ৷ যে কোনও দলের কাছেই তা বিবেচিত হয় শুভ দিন হিসাবে ৷ কিন্তু, এখানকার শাসকদল শুভ দিনেও অশুভ মানসিকতা নিয়ে চলছে ৷ ওদের সবসময় চিন্তাভাবনা হল, কীভাবে বেআইনি কাজকর্ম করা যায় ৷ এদিনের ঘটনাতেও সেটাই স্পষ্ট ৷ আমরাও চাই,পার্টি অফিসের বদলে ওই বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হোক ৷"

প্রতিষ্ঠা দিবসেই প্রকাশ্যে দ্বন্দ্ব !

দত্তপুকুর, 1 জানুয়ারি: হওয়ার কথা ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Kendra) ৷ কিন্তু তার বদলে বনে গিয়েছে তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) ! এরই প্রতিবাদে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে সরব হলেন তৃণমূলেরই কর্মী-সমর্থকদের একাংশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুর-1 অঞ্চলের পূর্বাচলে ৷ ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমন ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল ৷ তাদের কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়াশিবির ৷

পূর্বাচলের 222 নম্বর পার্টের যে বাড়িটিতে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে, সেটি এলাকারই এক মৃত ব‍্যক্তির ৷ পরবর্তী সময়ে তাঁর আত্মীয়রা বাড়িটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য দান করেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদবকে ৷ তিনিও সেই বাড়িটিতে শিশুশিক্ষা কেন্দ্র গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ এমনটাই দাবি তৃণমূলের একাংশের ৷ যদিও সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি বলে অভিযোগ ৷ অন্তরার স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা শুকদেব যাদব রাতারাতি সেখানে দলের কার্যালয়ে তৈরি করান ! ইতিমধ্যেই সেই কার্যালয় সাজিয়ে তোলা হয়েছে ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই এই কার্যালয়ের উদ্বোধন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তার আগেই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন দলেরই মহিলা কর্মীরা ৷ যার জেরে ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

আরও পড়ুন: উদয়নের গড়ে প্রকট কোন্দল, প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি তৃণমূল কর্মীদের

এই বিষয়ে বেবি দাস নামে তৃণমূলের এক মহিলা কর্মী বলেন, "পাশের ক্লাবেই তো রয়েছে দলীয় কার্যালয় ৷ তারপরও এখানে পার্টি অফিসের কী প্রয়োজনীয়তা রয়েছে, তা আমাদের বোধগম্য হচ্ছে না ৷ দলের কারও সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাও করা হয়নি ৷ পঞ্চায়েত সদস্য এবং তাঁর স্বামী ক্ষমতার জোরে এই সমস্ত কাজ করে চলেছেন ৷ আমরা কিছুতেই এখানে পার্টি অফিস তৈরি করতে দেব না ৷ শিশুদের শিক্ষার স্বার্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্রই করতে হবে এখানে ৷"

অস্বস্তিতে পড়ে বিষয়টি লঘু করার চেষ্টা করেছে শাসকশিবির ৷ এই বিষয়ে দত্তপুকুর পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক তথা তৃণমূলের স্থানীয় নেতা অরিন্দম মুখোপাধ্যায় বলেন, "ছোট ঘটনা ৷ ভুল বোঝাবুঝির জেরে সামান্য সমস্যা তৈরি হয়েছিল ৷ আলোচনা করে সেই সমস্যা মিটিয়ে নেওয়া হবে ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে গেরুয়াশিবির ৷ এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা জয়দেব পাল বলেন, "শুনেছি আজ নাকি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ৷ যে কোনও দলের কাছেই তা বিবেচিত হয় শুভ দিন হিসাবে ৷ কিন্তু, এখানকার শাসকদল শুভ দিনেও অশুভ মানসিকতা নিয়ে চলছে ৷ ওদের সবসময় চিন্তাভাবনা হল, কীভাবে বেআইনি কাজকর্ম করা যায় ৷ এদিনের ঘটনাতেও সেটাই স্পষ্ট ৷ আমরাও চাই,পার্টি অফিসের বদলে ওই বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.