ETV Bharat / state

সাংসদ হিসেবেও অনেকে দল পরিবর্তন করেছেন, অধিকারী পরিবারকে নিশানা কাকলির

কাকলি বলেন, সাংসদ হিসেবেও অনেকে দল পরিবর্তন করেছেন । তাই দলত্যাগী আইন প্রয়োগ করতে হলে সবার আগে সেখানে করতে হবে ।

kakoli
kakoli
author img

By

Published : Jun 13, 2021, 8:54 PM IST

বারাসত, 13 জুন : একদিন আগেই দলত্যাগী বিজেপি বিধায়কদের কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ বলেছিলেন, পশ্চিমবঙ্গে কীভাবে দলত্যাগ আইন প্রয়োগ করতে হয় তা তিনি ভালমতো জানেন ৷ সেই শুভেন্দুকেই আজ ঘুরিয়ে আইন দেখালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ অধিকারী পরিবারকে নিশানা করে তিনি বলেন, দলত্যাগ আইন লোকসভার ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত ৷ তাই ভেবেচিন্তে কথা বলা প্রয়োজন ৷

কাকলি বলেন, "সাংসদ হিসেবেও অনেকে দল পরিবর্তন করেছেন । তাই দলত্যাগী আইন প্রয়োগ করতে হলে সবার আগে সেখানে করতে হবে । পশ্চিমবঙ্গেও এই আইন প্রযোজ্য আছে । একইভাবে লোকসভার স্পিকারের হাতেও এই আইন প্রয়োগ করার ক্ষমতা আছে । তাই সবকিছু চিন্তাভাবনা করেই কথা বলা উচিত ৷" একথা বলে পরোক্ষে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অধিকারী পরিবারকে খোঁচা দিলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ।

মুকুল রায় দল ছাড়ার পর থেকেই গেরুয়া শিবিরে কার্যত ভাঙন শুরু হয়েছে । ইতিমধ্যে তৃণমূলে ফেরার জন্য অনেক বিজেপি নেতা পা বাড়িয়েছেন । তালিকায় রাজীব বন্দোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির একঝাঁক নেতা ও বিধায়ক রয়েছেন বলে সূত্রের খবর । তাঁদের কি আদৌও দলে নেওয়া হবে ? সেই প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, "দলীয় সিদ্ধান্ত দলের কোর কমিটিতে নেওয়া হয় । বিশেষ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়ে থাকে । দলত্যাগীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা পরবর্তী পর্যায়ে আলোচনার মাধ্যমেই ঠিক হবে ।"

শুনুন কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

তাঁর দাবি, উত্তর 24 পরগনা থেকে অনেকে চিঠি লিখে তৃণমূলে ফেরার জন্য আবেদন করছেন । তাঁরা বলছেন বিজেপিতে তাঁদের কোনও কাজের সুযোগ দেওয়া হয়নি । মানুষের স্বার্থে তাঁরা কোনও কাজ করতে পারেননি । বিজেপির কোনও নীতি আদর্শ নেই সেটা বুঝতে পারছেন দলত্যাগীরা ৷ অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ফেসবুক পোস্টকে কটাক্ষ করে সাংসদ বলেন, "দল ছেড়ে অনেকেই চলে যাচ্ছে বলে ওনার মন খারাপ হচ্ছে । নির্বাচনে ভাল ফল করতে না পারায় আবোল তাবোল বকছেন ৷"‌

বারাসত, 13 জুন : একদিন আগেই দলত্যাগী বিজেপি বিধায়কদের কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ বলেছিলেন, পশ্চিমবঙ্গে কীভাবে দলত্যাগ আইন প্রয়োগ করতে হয় তা তিনি ভালমতো জানেন ৷ সেই শুভেন্দুকেই আজ ঘুরিয়ে আইন দেখালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ অধিকারী পরিবারকে নিশানা করে তিনি বলেন, দলত্যাগ আইন লোকসভার ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত ৷ তাই ভেবেচিন্তে কথা বলা প্রয়োজন ৷

কাকলি বলেন, "সাংসদ হিসেবেও অনেকে দল পরিবর্তন করেছেন । তাই দলত্যাগী আইন প্রয়োগ করতে হলে সবার আগে সেখানে করতে হবে । পশ্চিমবঙ্গেও এই আইন প্রযোজ্য আছে । একইভাবে লোকসভার স্পিকারের হাতেও এই আইন প্রয়োগ করার ক্ষমতা আছে । তাই সবকিছু চিন্তাভাবনা করেই কথা বলা উচিত ৷" একথা বলে পরোক্ষে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অধিকারী পরিবারকে খোঁচা দিলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ।

মুকুল রায় দল ছাড়ার পর থেকেই গেরুয়া শিবিরে কার্যত ভাঙন শুরু হয়েছে । ইতিমধ্যে তৃণমূলে ফেরার জন্য অনেক বিজেপি নেতা পা বাড়িয়েছেন । তালিকায় রাজীব বন্দোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির একঝাঁক নেতা ও বিধায়ক রয়েছেন বলে সূত্রের খবর । তাঁদের কি আদৌও দলে নেওয়া হবে ? সেই প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, "দলীয় সিদ্ধান্ত দলের কোর কমিটিতে নেওয়া হয় । বিশেষ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়ে থাকে । দলত্যাগীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা পরবর্তী পর্যায়ে আলোচনার মাধ্যমেই ঠিক হবে ।"

শুনুন কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

তাঁর দাবি, উত্তর 24 পরগনা থেকে অনেকে চিঠি লিখে তৃণমূলে ফেরার জন্য আবেদন করছেন । তাঁরা বলছেন বিজেপিতে তাঁদের কোনও কাজের সুযোগ দেওয়া হয়নি । মানুষের স্বার্থে তাঁরা কোনও কাজ করতে পারেননি । বিজেপির কোনও নীতি আদর্শ নেই সেটা বুঝতে পারছেন দলত্যাগীরা ৷ অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ফেসবুক পোস্টকে কটাক্ষ করে সাংসদ বলেন, "দল ছেড়ে অনেকেই চলে যাচ্ছে বলে ওনার মন খারাপ হচ্ছে । নির্বাচনে ভাল ফল করতে না পারায় আবোল তাবোল বকছেন ৷"‌

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.