ETV Bharat / state

TMC MLA: 'শুধু ডাক্তাররাই নয়, বিচারক থেকে ইঞ্জিনিয়র সকলেই কমিশন খায়' মন্তব্য তৃণমূল বিধায়কের - আইএমএ

শুধু ডাক্তারি পেশাতেই নয়! সমাজের সব স্তরেই 'কমিশন' চালু রয়েছে। ফের স্বমহিমায় তৃণমূল বিধায়ক নির্মল মাঝি (Nirmal Maji)। রবিবার আইএমএ-র বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে আসেন সংগঠনের রাজ্য সভাপতি ও তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। সেই কর্মসূচির ফাঁকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশন অর্থাৎ কাটমানি নিয়ে বিস্ফোরক দাবি করেন।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 16, 2023, 9:14 PM IST

বিচারক থেকে ইঞ্জিনিয়র সকলেই কমিশন খায় মন্তব্য তৃণমূল বিধায়কের

বারাসত, 16 জানুয়ারি: "ডাক্তরি-সহ সব পেশাতেই কমিশন চালু রয়েছে ৷" রবিবার আইএমএ-র বার্ষিক সাধারণ সভায় এমনই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি ৷ চিকিৎসায় গাফিলতি কিংবা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ইদানিং বেড়েছে রাজ্যে। তা নিয়েও রবিবার মুখ খুলেছেন শাসকদলের এই বিধায়ক। সেই প্রসঙ্গে বলতে গিয়ে হামলাকারীদের কার্যত সমাজবিরোধী অ্যাখা দিয়ে শকুনের ভাগাড়ের সঙ্গে তুলনা করেছেন নির্মল মাঝি।

নির্মলের কথায়, "শুধু ডাক্তাররা কেন? উকিল, বিচারক, ইঞ্জিনিয়র সকলেই কমিশন খায়। সব স্তরের কিছু খারাপ লোক থাকে। ডাক্তারদের ক্ষেত্রে যদি সেটা 5 শতাংশ হয়ে থাকে। অন্য পেশায় সেটা প্রায় 50 শতাংশের কাছাকাছি রয়েছে।" এরপর তিনি বলেন, "কিছু অসামাজিক এবং প্রতিহিংসাপরায়ণ লোক আছে যারা চিকিৎসক দেখলেই গাত্রদহে ভোগে। তাঁরা জন্তুর থেকেও অধম। জন্তুরা পর্যন্ত সেই সমস্ত সমাজ বিরোধীদের দেখে লজ্জা পাবে। তাঁরা সবসময় শকুনের ভাগাড়ের মতো ওত পেতে থাকে। কখন ডাক্তাররা চিকিৎসা ক্ষেত্রে ভুলভ্রান্তি করবেন। চিকিৎসকরা ভুলভ্রান্তি না-করলেও তাঁদের ওপর চপেটাঘাত করার চেষ্টা চলে। এইভাবে ডাক্তারদের ওপর যারা উৎপীড়ন-নিপীড়ন এবং অসম্মান করছেন, তাঁরা আর যাই হোক হয়, মানুষ নন। জন্তু-জানোয়ার।"

আরও পড়ুন: বয়স 77, ক‍্যানসার আক্রান্ত প্রৌঢ়ার সফল অস্ত্রোপচার বারাসত মেডিক্যালে

চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের অবদানের ভূমিকা উল্লেখ করে তৃণমূল বিধায়ক আরও বলেন, "ডাক্তারদের ভগবানের সঙ্গে তুলনা করা হয়। রোগীর পরিবারও সেটাই ভাবে। অথচ তাদের হেয়ো প্রতিপন্ন করার কোনও কসুর করে না একশ্রেণির মানুষ। একজন ডাক্তারের গলায় যখন স্টেথোস্কোপ কিংবা ব্লাড পেসারের মেশিন এবং গায়ে হোয়াইট কোট থাকে তখন সে সাদাই হয়। অসামাজিক লোকজনের মতো কালো হয় না। তাই, যারা ডাক্তারদের সঙ্গে সমাজ বিরোধীর মতো আচরণ করছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক, সেটাই চাইব।" অন্যদিকে, ডাক্তারদের ওপর হামলা, মারধরের ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে দাবিও করেছেন বিধায়ক নির্মল মাঝি। এমনকী, তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন ঘটেছে বলেও মত প্রকাশ তাঁর ।

বিচারক থেকে ইঞ্জিনিয়র সকলেই কমিশন খায় মন্তব্য তৃণমূল বিধায়কের

বারাসত, 16 জানুয়ারি: "ডাক্তরি-সহ সব পেশাতেই কমিশন চালু রয়েছে ৷" রবিবার আইএমএ-র বার্ষিক সাধারণ সভায় এমনই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি ৷ চিকিৎসায় গাফিলতি কিংবা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ইদানিং বেড়েছে রাজ্যে। তা নিয়েও রবিবার মুখ খুলেছেন শাসকদলের এই বিধায়ক। সেই প্রসঙ্গে বলতে গিয়ে হামলাকারীদের কার্যত সমাজবিরোধী অ্যাখা দিয়ে শকুনের ভাগাড়ের সঙ্গে তুলনা করেছেন নির্মল মাঝি।

নির্মলের কথায়, "শুধু ডাক্তাররা কেন? উকিল, বিচারক, ইঞ্জিনিয়র সকলেই কমিশন খায়। সব স্তরের কিছু খারাপ লোক থাকে। ডাক্তারদের ক্ষেত্রে যদি সেটা 5 শতাংশ হয়ে থাকে। অন্য পেশায় সেটা প্রায় 50 শতাংশের কাছাকাছি রয়েছে।" এরপর তিনি বলেন, "কিছু অসামাজিক এবং প্রতিহিংসাপরায়ণ লোক আছে যারা চিকিৎসক দেখলেই গাত্রদহে ভোগে। তাঁরা জন্তুর থেকেও অধম। জন্তুরা পর্যন্ত সেই সমস্ত সমাজ বিরোধীদের দেখে লজ্জা পাবে। তাঁরা সবসময় শকুনের ভাগাড়ের মতো ওত পেতে থাকে। কখন ডাক্তাররা চিকিৎসা ক্ষেত্রে ভুলভ্রান্তি করবেন। চিকিৎসকরা ভুলভ্রান্তি না-করলেও তাঁদের ওপর চপেটাঘাত করার চেষ্টা চলে। এইভাবে ডাক্তারদের ওপর যারা উৎপীড়ন-নিপীড়ন এবং অসম্মান করছেন, তাঁরা আর যাই হোক হয়, মানুষ নন। জন্তু-জানোয়ার।"

আরও পড়ুন: বয়স 77, ক‍্যানসার আক্রান্ত প্রৌঢ়ার সফল অস্ত্রোপচার বারাসত মেডিক্যালে

চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের অবদানের ভূমিকা উল্লেখ করে তৃণমূল বিধায়ক আরও বলেন, "ডাক্তারদের ভগবানের সঙ্গে তুলনা করা হয়। রোগীর পরিবারও সেটাই ভাবে। অথচ তাদের হেয়ো প্রতিপন্ন করার কোনও কসুর করে না একশ্রেণির মানুষ। একজন ডাক্তারের গলায় যখন স্টেথোস্কোপ কিংবা ব্লাড পেসারের মেশিন এবং গায়ে হোয়াইট কোট থাকে তখন সে সাদাই হয়। অসামাজিক লোকজনের মতো কালো হয় না। তাই, যারা ডাক্তারদের সঙ্গে সমাজ বিরোধীর মতো আচরণ করছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক, সেটাই চাইব।" অন্যদিকে, ডাক্তারদের ওপর হামলা, মারধরের ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে দাবিও করেছেন বিধায়ক নির্মল মাঝি। এমনকী, তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন ঘটেছে বলেও মত প্রকাশ তাঁর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.