ETV Bharat / state

Tmc Leader's Car Attack By Miscreants: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেন রানা - Anti social Activity at North 24 parganas

বুধবার রাত 9.30 মিনিট নাগাদ নৈহাটি বিধানসভার তৃণমূল নেতা রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ দুস্কৃতীদের দিকে (Tmc Leader's Car Attack By Miscreants )।

Blast Bomb IN front Of TMC Leader
তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
author img

By

Published : Feb 17, 2022, 10:01 PM IST

নৈহাটি, 17 ফেব্রুয়ারি: পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল নৈহাটি । তৃণমূল নেতা রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি-গুলি দুস্কৃতীদের । অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি । নৈহাটির শিবদাসপুরের ঘটনা । বুধবার রাত 9.30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য । আতঙ্কিত এলাকাবাসী (Anti social Activity at North 24 parganas)। তৃণমূল নেতা রানা দাশগুপ্ত জানান, তিনি শিবদাসপুর থেকে কাজ সেরে ফিরছিলেন । সেই সময়েই রাস্তার এক জায়গায় গাড়়ি থামান বিশেষ প্রয়োজনে । এরপরই হঠাৎ গুলিও আওয়াজ শুনতে পান তিনি । কোনওরকমে প্রাণ বাঁচিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি । দুস্কৃতীদের ছোঁড়া গুলি গাড়ির দরজায় লেগে বেরিয়ে যায় । কেউ হতাহাত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি । বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা । তাঁকে লক্ষ্যকরেই গুলি ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ ওই তৃণমূল নেতার ।

আরও পড়ুন : Double Murder in Diamond Harbour : প্রকাশ্য রাস্তায় জোড়া খুন, আতঙ্ক ডায়মন্ড হারবারে

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম ব্যারাকপুরের মহিলা সাংগঠনিক সভাপতি সোনালী সিংহ রায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কর্মীরা । এই ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবোরাধ করে তৃণমূল কর্মীরা । তবে কিছুক্ষণ পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন তৃনমূল কর্মীরা । ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ।

নৈহাটি, 17 ফেব্রুয়ারি: পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল নৈহাটি । তৃণমূল নেতা রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি-গুলি দুস্কৃতীদের । অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি । নৈহাটির শিবদাসপুরের ঘটনা । বুধবার রাত 9.30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য । আতঙ্কিত এলাকাবাসী (Anti social Activity at North 24 parganas)। তৃণমূল নেতা রানা দাশগুপ্ত জানান, তিনি শিবদাসপুর থেকে কাজ সেরে ফিরছিলেন । সেই সময়েই রাস্তার এক জায়গায় গাড়়ি থামান বিশেষ প্রয়োজনে । এরপরই হঠাৎ গুলিও আওয়াজ শুনতে পান তিনি । কোনওরকমে প্রাণ বাঁচিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি । দুস্কৃতীদের ছোঁড়া গুলি গাড়ির দরজায় লেগে বেরিয়ে যায় । কেউ হতাহাত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি । বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা । তাঁকে লক্ষ্যকরেই গুলি ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ ওই তৃণমূল নেতার ।

আরও পড়ুন : Double Murder in Diamond Harbour : প্রকাশ্য রাস্তায় জোড়া খুন, আতঙ্ক ডায়মন্ড হারবারে

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম ব্যারাকপুরের মহিলা সাংগঠনিক সভাপতি সোনালী সিংহ রায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কর্মীরা । এই ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবোরাধ করে তৃণমূল কর্মীরা । তবে কিছুক্ষণ পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন তৃনমূল কর্মীরা । ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.