ETV Bharat / state

Khardaha Murder : তৃণমূল নেতাকে গুলি করে খুন খড়দায় - TMC leader shot dead at Khardaha

ঠিক কী কারণে খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ঘটনায় ইতিমধ্যেই 5 জন দুস্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ৷ আটক করা হয়েছে 3 জনকে ৷ আরও বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে খড়দা থানার পুলিশ ৷

রণজয় শ্রীবাস্তব
রণজয় শ্রীবাস্তব
author img

By

Published : Aug 14, 2021, 9:50 AM IST

খড়দা, 14 অগস্ট : খড়দায় গুলি করে খুন করা হল এক তৃণমূল নেতাকে ৷ মৃতের নাম রণজয় শ্রীবাস্তব (42) ৷ তিনি খড়দার প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ রণজয় তৃণমূলের হিন্দি সংগঠনের নেতা ছিলেন ।

গতরাতে 11 টা 30 মিনিট নাগাদ নীল রঙের একটি গাড়ি করে রণজয় যাওয়ার সময় খড়দা থানার বাগদি পাড়া এলাকায় গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । গাড়ি বেসামাল হয়ে যাওয়ায়, প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি ৷ সেই সময়ই গুলিবিদ্ধ হন ওই নেতা । গুলি গিয়ে তাঁর বুকে লাগে ।

তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় 5 জন দুস্কৃতীকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ ৷ আটক করা হয়েছে আরও 3 জনকে ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন ৷ ঘটনায় জড়িত সন্দেহে আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । খুনের কারণ এখনও স্পষ্ট নয় ।

খড়দা, 14 অগস্ট : খড়দায় গুলি করে খুন করা হল এক তৃণমূল নেতাকে ৷ মৃতের নাম রণজয় শ্রীবাস্তব (42) ৷ তিনি খড়দার প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ রণজয় তৃণমূলের হিন্দি সংগঠনের নেতা ছিলেন ।

গতরাতে 11 টা 30 মিনিট নাগাদ নীল রঙের একটি গাড়ি করে রণজয় যাওয়ার সময় খড়দা থানার বাগদি পাড়া এলাকায় গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । গাড়ি বেসামাল হয়ে যাওয়ায়, প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি ৷ সেই সময়ই গুলিবিদ্ধ হন ওই নেতা । গুলি গিয়ে তাঁর বুকে লাগে ।

তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় 5 জন দুস্কৃতীকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ ৷ আটক করা হয়েছে আরও 3 জনকে ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন ৷ ঘটনায় জড়িত সন্দেহে আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । খুনের কারণ এখনও স্পষ্ট নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.