ETV Bharat / state

TMC Leader Arrested: অটো চুরির অভিযোগে খড়দায় গ্রেফতার তৃণমূল নেতা

author img

By

Published : Mar 1, 2023, 8:22 PM IST

খড়দায় অটো চুরির অভিযোগে পুলিশের জালে তৃণমূল নেতা (TMC Leader) ৷ অভিযুক্তের নাম অজিত সাউ ৷

TMC Leader Arrested
অটো চুরির অভিযোগ

অটো চুরির অভিযোগে খড়দায় গ্রেফতার তৃণমূল নেতা

খড়দা, 1 মার্চ: অটো চুরির অভিযোগে গ্রেফতার খড়দার তৃণমূলের নেতা । মঙ্গলবার খড়দা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে । ধৃত অটো ইউনিয়নের ওই নেতার নাম অজিত সাউ । তিনি খড়দা অটো অপারেটর্স ইউনিয়নের সম্পাদক । বাড়ি টিটাগড় আমিনা গলিতে । পুলিশ সূত্রে খবর, সম্প্রতি খড়দা সমবায় ব্যাংকের সামনে থেকে দুটি অটো চুরি হয় এবং পিকে বিশ্বাস রোড থেকে আরও একটি অটো চুরি যায় । পরপর অটো চুরির অভিযোগ জমা পড়ে খড়দা থানায় । তদন্তে নেমে পুলিশ এদিন অটো চুরির অভিযোগে আইএনটিটিইউসি পরিচালিত অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউকে গ্রেফতার করেছে । তবে এই চুরি চক্রের সঙ্গে অজিত কী একাই ছিল, নাকি আর কেউ জড়িত রয়েছে, তা তাকে পুলিশি হেফাজতে নিয়ে জানার চেষ্টা করছে পুলিশ ।

উল্লেখ্য, খড়দায় পরপর অটো চুরির ঘটনায় ঘুম উড়েছিল পুলিশের । প্রথমে পুলিশের ধারণা হয়েছিল কোনও ছিচকে পোক্ত চোর এই ঘটনা ঘটাচ্ছে । কিন্তু তাই বলে ঘটনার সঙ্গে কি না, আইএনটিটিইউসি'র নেতা জড়িত ! পুলিশও এই বিষয়ে খানিকটা অবাক হয়ে গিয়েছে । উদ্ধার হওয়া অটোর মালিক আশিস সাহা বলেন, "আমার গাড়িটি ড্রাইভারের বাড়িতে ছিল । সেখান থেকে গাড়িটি গত 24 তারিখ খোয়া যায় । তারপর খড়দা থানায় অভিযোগ জানাই । গতকাল থানা থেকে ফোন করে জানানো হয় যে আমার গাড়িটি উদ্ধার হয়েছে । সেটা সনাক্ত করাতে যাওয়ার জন্য ।" ধৃত অজিত সাউ-এর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে । চক্রান্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে । তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন ।

এই ঘটনায় খড়দার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানিয়েছেন, যে দোষ করবে সে উপযুক্ত শাস্তি পাবে । পুলিশ তার কাজ করবে । ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহা বলেন, "বিভিন্ন জায়গায় দৌরাত্ম চালাচ্ছে এই ধরনের তৃণমূলের সম্পাদকের নামধারী নেতারা ৷ আরও কোন কোন জায়গায় অটো চুরির ঘটনা ঘটেছে সেটা এই নেতাকে জেরা করেই পাওয়া যাবে । এই ধরনের ঘটনা তৃণমূলের নামধারী নেতা ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয় ।" তবে বিরোধীরা অভিযোগ, এটাই তৃণমূলের পরিচয় । কাজল সিনহার মৃত্যুর পর তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে । এই ঘটনায় তৃণমূলের দুটি গোষ্ঠীর যোগের আভাস পাওয়া গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, অটোর মালিক আশিস সাহার অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ অজিত সাউকে গ্রেফতার করে (TMC Leader arrested in allegation of stealing auto) । থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর তিনি গোটা ঘটনার কথা স্বীকার করেন । মোট তিনটি অটো চুরির অভিযোগ রয়েছে । মঙ্গলবার একটি অটো উদ্ধার হয়েছে । অজিত সাউকে সাত দিনের পুলিশে হেফাজতে নিয়ে এসে বাকি আরও উদ্ধার করা হবে । সেগুলি অন্যত্র রাখা রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে । ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: খড়দায় তৃণমূলের পতাকা দেওয়া গাড়ি থেকে গরু উদ্ধার, পাচার অভিযোগ

অটো চুরির অভিযোগে খড়দায় গ্রেফতার তৃণমূল নেতা

খড়দা, 1 মার্চ: অটো চুরির অভিযোগে গ্রেফতার খড়দার তৃণমূলের নেতা । মঙ্গলবার খড়দা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে । ধৃত অটো ইউনিয়নের ওই নেতার নাম অজিত সাউ । তিনি খড়দা অটো অপারেটর্স ইউনিয়নের সম্পাদক । বাড়ি টিটাগড় আমিনা গলিতে । পুলিশ সূত্রে খবর, সম্প্রতি খড়দা সমবায় ব্যাংকের সামনে থেকে দুটি অটো চুরি হয় এবং পিকে বিশ্বাস রোড থেকে আরও একটি অটো চুরি যায় । পরপর অটো চুরির অভিযোগ জমা পড়ে খড়দা থানায় । তদন্তে নেমে পুলিশ এদিন অটো চুরির অভিযোগে আইএনটিটিইউসি পরিচালিত অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউকে গ্রেফতার করেছে । তবে এই চুরি চক্রের সঙ্গে অজিত কী একাই ছিল, নাকি আর কেউ জড়িত রয়েছে, তা তাকে পুলিশি হেফাজতে নিয়ে জানার চেষ্টা করছে পুলিশ ।

উল্লেখ্য, খড়দায় পরপর অটো চুরির ঘটনায় ঘুম উড়েছিল পুলিশের । প্রথমে পুলিশের ধারণা হয়েছিল কোনও ছিচকে পোক্ত চোর এই ঘটনা ঘটাচ্ছে । কিন্তু তাই বলে ঘটনার সঙ্গে কি না, আইএনটিটিইউসি'র নেতা জড়িত ! পুলিশও এই বিষয়ে খানিকটা অবাক হয়ে গিয়েছে । উদ্ধার হওয়া অটোর মালিক আশিস সাহা বলেন, "আমার গাড়িটি ড্রাইভারের বাড়িতে ছিল । সেখান থেকে গাড়িটি গত 24 তারিখ খোয়া যায় । তারপর খড়দা থানায় অভিযোগ জানাই । গতকাল থানা থেকে ফোন করে জানানো হয় যে আমার গাড়িটি উদ্ধার হয়েছে । সেটা সনাক্ত করাতে যাওয়ার জন্য ।" ধৃত অজিত সাউ-এর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে । চক্রান্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে । তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন ।

এই ঘটনায় খড়দার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানিয়েছেন, যে দোষ করবে সে উপযুক্ত শাস্তি পাবে । পুলিশ তার কাজ করবে । ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহা বলেন, "বিভিন্ন জায়গায় দৌরাত্ম চালাচ্ছে এই ধরনের তৃণমূলের সম্পাদকের নামধারী নেতারা ৷ আরও কোন কোন জায়গায় অটো চুরির ঘটনা ঘটেছে সেটা এই নেতাকে জেরা করেই পাওয়া যাবে । এই ধরনের ঘটনা তৃণমূলের নামধারী নেতা ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয় ।" তবে বিরোধীরা অভিযোগ, এটাই তৃণমূলের পরিচয় । কাজল সিনহার মৃত্যুর পর তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে । এই ঘটনায় তৃণমূলের দুটি গোষ্ঠীর যোগের আভাস পাওয়া গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, অটোর মালিক আশিস সাহার অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ অজিত সাউকে গ্রেফতার করে (TMC Leader arrested in allegation of stealing auto) । থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর তিনি গোটা ঘটনার কথা স্বীকার করেন । মোট তিনটি অটো চুরির অভিযোগ রয়েছে । মঙ্গলবার একটি অটো উদ্ধার হয়েছে । অজিত সাউকে সাত দিনের পুলিশে হেফাজতে নিয়ে এসে বাকি আরও উদ্ধার করা হবে । সেগুলি অন্যত্র রাখা রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে । ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: খড়দায় তৃণমূলের পতাকা দেওয়া গাড়ি থেকে গরু উদ্ধার, পাচার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.