ETV Bharat / state

TMC Inner Clash Closed Bus at Khardaha: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা - Khardaha latest news

খড়দায় তৃণমূল পরিচালিত বাস ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বে (TMC Inner Clash Closed Bus at Khardaha) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাস পরিষেবা ৷ অভিযোগ উঠেছে বাস ইউনিয়নের সম্পাদক রাজু ঘোষের বিরুদ্ধে ৷ বাস বন্ধ হওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা ৷

TMC Inner Clash Closed Bus at Khardaha
খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
author img

By

Published : Dec 5, 2021, 3:42 PM IST

Updated : Dec 5, 2021, 3:59 PM IST

খড়দা, 5 নভেম্বর: তৃণমূল পরিচালিত ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বে(TMC Inner Clash Closed Bus at Khardaha) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল উত্তর 24 পরগনার খড়দার 78/1 রুটের বাস পরিষেবা ৷ ব্যস্ততম রুটের এই বাস খড়দা থেকে বাবুঘাট পর্যন্ত যাতায়াত করে ৷ প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই রুটের বাসে যাতায়াত করেন ৷ আজ সকাল থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বাস ৷ বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজন ৷

78/1 রুটের বাসের তৃণমূল ইউনিয়নের সম্পাদক রাজু ঘোষের বিরুদ্ধে টাকা নয়ছয় থেকে শুরু করে কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তোলা হয়েছে ৷ পাশাপাশি রাজু ঘোষ তৃণমূল নেতা হওয়ায় খড়দা অঞ্চলের তৃণমূলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা পাননি বলে অভিযোগ বাসস্ট্যান্ডের কর্মী থেকে শুরু করে বাস মালিকদের ৷

খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে জগদ্দলে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিল স্বামী

তৃণমূল নেতা রাজু ঘোষের নামে গোটা বাসস্ট্যান্ড জুড়ে তাঁর দুর্নীতির কথা তুলে ধরে পোস্টারিংও করেন কর্মীরা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ ঘটনাস্থলে আসেন খড়দা থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তবে কবে থেকে পুনরায় বাস চালু করা হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি বাস ইউনিয়নের তরফে ৷

খড়দা, 5 নভেম্বর: তৃণমূল পরিচালিত ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বে(TMC Inner Clash Closed Bus at Khardaha) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল উত্তর 24 পরগনার খড়দার 78/1 রুটের বাস পরিষেবা ৷ ব্যস্ততম রুটের এই বাস খড়দা থেকে বাবুঘাট পর্যন্ত যাতায়াত করে ৷ প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই রুটের বাসে যাতায়াত করেন ৷ আজ সকাল থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বাস ৷ বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজন ৷

78/1 রুটের বাসের তৃণমূল ইউনিয়নের সম্পাদক রাজু ঘোষের বিরুদ্ধে টাকা নয়ছয় থেকে শুরু করে কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তোলা হয়েছে ৷ পাশাপাশি রাজু ঘোষ তৃণমূল নেতা হওয়ায় খড়দা অঞ্চলের তৃণমূলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা পাননি বলে অভিযোগ বাসস্ট্যান্ডের কর্মী থেকে শুরু করে বাস মালিকদের ৷

খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে জগদ্দলে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিল স্বামী

তৃণমূল নেতা রাজু ঘোষের নামে গোটা বাসস্ট্যান্ড জুড়ে তাঁর দুর্নীতির কথা তুলে ধরে পোস্টারিংও করেন কর্মীরা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ ঘটনাস্থলে আসেন খড়দা থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তবে কবে থেকে পুনরায় বাস চালু করা হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি বাস ইউনিয়নের তরফে ৷

Last Updated : Dec 5, 2021, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.