ETV Bharat / state

অর্জুন সিংকে গ্রেপ্তার করুন, ভাটপাড়ায় পুলিশকে নির্দেশ ফিরহাদের - vatpara

ভাটপাড়া পরিদর্শনে গিয়ে বিশৃঙ্খলার মুখে তৃণমূলের প্রতিনিধি দল । মিছিল ভাটপাড়া থানার কাছে আসতেই পুলিশ তা আটকে দেয় । যদিও তৃণমূল কর্মীরা দাবি করতে থাকেন, মিছিল ছেড়ে দেওয়া হোক । তাঁরা কাছাড়িমোড় পর্যন্ত যেতে চান । তবে, পুলিশ তাদের এগোতে দেয়নি ।

তৃণমূলের প্রতিনিধি দল
author img

By

Published : Jun 28, 2019, 4:44 PM IST

Updated : Jun 28, 2019, 6:59 PM IST

ভাটপাড়া, 28 জুন : ভাটপাড়া পরিদর্শনে গিয়ে বিশৃঙ্খলার মুখে পড়ল তৃণমূলের প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম । ভাটপাড়া থানার কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের ।

ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছিল ভাটপাড়া । তুলে নেওয়া হয়েছিল 144 ধারা । কিন্তু, গতকাল শুরু হয় অশান্তি । মানিকপীর এলাকায় চলে বোমাবাজি । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF । এরই মধ্যে আজ ভাটপাড়া পরিদর্শন করতে আসে তৃণমূলের প্রতিনিধি দল ।

Bhatpara
পুলিশের সঙ্গে বাগ-বিতণ্ডা

এই সংক্রান্ত আরও খবর : ছন্দে ফিরছে ভাটপাড়া, কাল পরিদর্শনে তৃণমূলের প্রতিনিধি দল

বিকেল তিনটে নাগাদ কাঁকিনাড়া স্টেশন রোড থেকে মিছিল শুরু হয় । প্রতিনিধি দলের সদস্য ছাড়াও ছিলেন তৃণমূল কর্মীরাও । মিছিল ভাটপাড়া থানার কাছে আসতেই পুলিশ তা আটকে দেয় । যদিও তৃণমূল কর্মীরা দাবি করতে থাকেন, মিছিল ছেড়ে দেওয়া হোক । তাঁরা কাছাড়িমোড় পর্যন্ত যেতে চান । তবে, পুলিশ তাদের এগোতে দেয়নি । জানায়, কাছাড়িমোড় গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে । প্রসঙ্গত, কিছুদিন আগে কাছাড়িমোড়েই রাজনৈতিক সংঘর্ষ হয় । এর জেরে সেখানে দু'জনের মৃত্যু হয় । তাই, আজ ওই এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন প্রতিনিধি দলের সদস্যরা ।

এই সংক্রান্ত আরও খবর : ভাটপাড়ায় শান্তি মিছিল নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তা না হওয়ায় পরে থানার সামনে থেকে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ । বলেন, "অর্জুন সিং ক্রিমিনাল । ওর কাছে অস্ত্র আছে । আমাদের দাবি, যারা অস্ত্র নিয়ে এসেছে তাদের গ্রেপ্তার করতে হবে । তাদের পান্ডা অর্জুন সিংকেও গ্রেপ্তার করতে হবে । অর্জুন সিংয়ের ক্ষমতা নেই শান্তি ফেরাবে । রাজ্য সরকার উদ্যোগ নিয়ে শান্তি ফিরিয়ে এনেছে ।"

ফিরহাদ হাকিমের বক্তব্য

সেইসঙ্গে ফিরহাদ বলেন, "ভাটপাড়ায় অশান্তিতে যারা মারা গেছে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব ।"

ভাটপাড়া, 28 জুন : ভাটপাড়া পরিদর্শনে গিয়ে বিশৃঙ্খলার মুখে পড়ল তৃণমূলের প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম । ভাটপাড়া থানার কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের ।

ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছিল ভাটপাড়া । তুলে নেওয়া হয়েছিল 144 ধারা । কিন্তু, গতকাল শুরু হয় অশান্তি । মানিকপীর এলাকায় চলে বোমাবাজি । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF । এরই মধ্যে আজ ভাটপাড়া পরিদর্শন করতে আসে তৃণমূলের প্রতিনিধি দল ।

Bhatpara
পুলিশের সঙ্গে বাগ-বিতণ্ডা

এই সংক্রান্ত আরও খবর : ছন্দে ফিরছে ভাটপাড়া, কাল পরিদর্শনে তৃণমূলের প্রতিনিধি দল

বিকেল তিনটে নাগাদ কাঁকিনাড়া স্টেশন রোড থেকে মিছিল শুরু হয় । প্রতিনিধি দলের সদস্য ছাড়াও ছিলেন তৃণমূল কর্মীরাও । মিছিল ভাটপাড়া থানার কাছে আসতেই পুলিশ তা আটকে দেয় । যদিও তৃণমূল কর্মীরা দাবি করতে থাকেন, মিছিল ছেড়ে দেওয়া হোক । তাঁরা কাছাড়িমোড় পর্যন্ত যেতে চান । তবে, পুলিশ তাদের এগোতে দেয়নি । জানায়, কাছাড়িমোড় গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে । প্রসঙ্গত, কিছুদিন আগে কাছাড়িমোড়েই রাজনৈতিক সংঘর্ষ হয় । এর জেরে সেখানে দু'জনের মৃত্যু হয় । তাই, আজ ওই এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন প্রতিনিধি দলের সদস্যরা ।

এই সংক্রান্ত আরও খবর : ভাটপাড়ায় শান্তি মিছিল নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তা না হওয়ায় পরে থানার সামনে থেকে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ । বলেন, "অর্জুন সিং ক্রিমিনাল । ওর কাছে অস্ত্র আছে । আমাদের দাবি, যারা অস্ত্র নিয়ে এসেছে তাদের গ্রেপ্তার করতে হবে । তাদের পান্ডা অর্জুন সিংকেও গ্রেপ্তার করতে হবে । অর্জুন সিংয়ের ক্ষমতা নেই শান্তি ফেরাবে । রাজ্য সরকার উদ্যোগ নিয়ে শান্তি ফিরিয়ে এনেছে ।"

ফিরহাদ হাকিমের বক্তব্য

সেইসঙ্গে ফিরহাদ বলেন, "ভাটপাড়ায় অশান্তিতে যারা মারা গেছে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব ।"

sample description
Last Updated : Jun 28, 2019, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.