ETV Bharat / state

বাদুড়িয়ায় BJP কর্মীকে মারধর, বসিরহাটে ভোটদানে বাধা; অভিযুক্ত তৃণমূল - election 2019

বাদুড়িয়া বিধানসভার দক্ষিণ শেরপুর উত্তরপাড়া F.P স্কুল বুথে 100 মিটারের মধ্যে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । BJP কর্মী বুথের সামনে যেতেই তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা । পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

সেন্ট্রাল ফোর্স
author img

By

Published : May 19, 2019, 11:43 AM IST

Updated : May 19, 2019, 12:38 PM IST

বাদুড়িয়া, 19 মে : বসিরহাট লোকসভার বাদুড়িয়ার শায়েস্তানগরে তৃণমূল-BJP সংঘর্ষ । বাদুড়িয়া বিধানসভার দক্ষিণ শেরপুর উত্তরপাড়া F.P স্কুল বুথে 100 মিটারের মধ্যে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।

BJP কর্মী বুথের সামনে যেতেই তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা । শুরু হয় বচসা । বেধড়ক মারধর শুরু হয় । পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

ভিডিয়োয় দেখুন

এদিকে বসিরহাটের মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের মালঞ্চতে ৮৯ এবং ৯৮ নম্বর বুথে ভোটারদের বুথে যেতে বাধাদানের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তারা ।

বাদুড়িয়া, 19 মে : বসিরহাট লোকসভার বাদুড়িয়ার শায়েস্তানগরে তৃণমূল-BJP সংঘর্ষ । বাদুড়িয়া বিধানসভার দক্ষিণ শেরপুর উত্তরপাড়া F.P স্কুল বুথে 100 মিটারের মধ্যে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।

BJP কর্মী বুথের সামনে যেতেই তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা । শুরু হয় বচসা । বেধড়ক মারধর শুরু হয় । পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

ভিডিয়োয় দেখুন

এদিকে বসিরহাটের মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের মালঞ্চতে ৮৯ এবং ৯৮ নম্বর বুথে ভোটারদের বুথে যেতে বাধাদানের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তারা ।

Intro:বসিরহাটে ভোটের লম্বা লাইম Body:বসিরহাট কেন্দ্রে সকালেই লম্বা লাইন Conclusion:
Last Updated : May 19, 2019, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.