জগদ্দল, 19 মে : কাঁকিনাড়ার কাঁটাপুকুরে BJP-তৃণমূল সংঘর্ষ । ব্যাপক বোমাবাজি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামল ব়্যাফ । এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন ।
আজ সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয় কাঁটাপুকুর । একাধিকবার দু'পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে । বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্রকে লক্ষ্য করে বোমাও ছোড়া হয় । এদিকে, স্থানীয়দের অভিযোগ, মদন মিত্র তাঁদের হুমকি দিয়েছেন । মারধরও করেছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন মদন ।