মধ্যমগ্রাম, 4 জানুয়ারি: তিন দিনে পরপর দু'বার হামলা । অনেকটা টি-20 ক্রিকেট ম্যাচের মতো আর কী ! 'বন্দে ভারত এক্সপ্রেস'-এর মতো সেমি হাইস্পিড ট্রেনে বারবার হামলায় রাজ্যজুড়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে (Adhir Slams Mamata)।
এ বার সেই ট্রেনে হামলা নিয়ে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। 'বন্দে ভারত'-ট্রেনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, "অন্যায় হয়েছে । রেল মানুষের সম্পত্তি । রেল চালাতে পয়সা লাগে । বারবার এ রকম হামলা হলে রাজ্যের পক্ষেও সেটা অপমানকর । রেল আমাদের দেশের সম্পত্তি । হামলার ঘটনার জন্য যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে । এই ঘটনার নিন্দা করছি । যারা এটা করছে তাদের চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার শাস্তির ব্যবস্থা করুক সেটাই আমরা চাই ।পশ্চিমবঙ্গ সরকারের দুরবস্থাই প্রমাণ পেয়েছে হামলার মধ্যে দিয়ে ৷"
রাহুল গান্ধির 'ভারত জোড়া'-যাত্রার (Bharat Jodo Yatra) সমর্থনে পশ্চিমবঙ্গে সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছে কংগ্রেসের পদযাত্রা । 'সাগর থেকে পাহাড়'-সেই পদযাত্রা মঙ্গলবারই প্রবেশ করেছে উত্তর 24 পরগনা জেলায় । বুধবার সকালে মধ্যমগ্রামের সুভাষ ময়দান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে ফের শুরু হয় এই পদযাত্রা । তার আগে দলীয় পতাকা উত্তোলন করেন অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য-সহ কংগ্রেসের অন্যান্য নেতারা । এ দিন কংগ্রেসের প্রথম সারির নেতারা ছাড়াও পদযাত্রায় সামিল হন বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন, প্রাক্তন ফুটবলার নাজমুল হক ।
এ দিকে, পদযাত্রার শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনা করে বলেন, "মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন তিনি কখনও ধ্বংসাত্মক রাজনীতি (Destructive Politics) করেননি, তার থেকে হাস্যকর আর কিছু হতে পারে না । বাংলায় বারবার তিনি ধ্বংসাত্মক রাজনীতিই করে এসেছেন । এই ধরনের রাজনীতিকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকতে পছন্দ করেন । তৃণমূল ও ধ্বংসাত্মক রাজনীতি এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে ৷"
আরও পড়ুন: সাগর থেকে পাহাড়ে, বাংলায় ভারত জোড়ো যাত্রা ছুঁল নেতাজি-বিবেকানন্দের বাসস্থান
অন্যদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার প্রসঙ্গে অধীর বলেন, "ভালোই তো ! আবাস যোজনা প্রকল্পে যে লুট, দুর্নীতি হয়েছে তা সকলেই দেখেছে । শুধু আবাস যোজনা প্রকল্পই নয় পশ্চিমবঙ্গে সমস্ত প্রকল্পেই লুট, দুর্নীতি হয়েছে । এখন লুটের রাজ্য হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ । তার থেকে বাদ যাচ্ছে না শিক্ষক নিয়োগও ৷" গ্রামোন্নয়ন খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকার অর্ধেকই রাজ্য সরকার খরচ করতে পারেনি এখনও । সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "এখানে টাকা খরচ হয় না । অথচ, চুরি হয় । এটা রাজ্য সরকারের ব্যর্থতা ৷"
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অধীরের পদযাত্রা এ দিন দুপুরে জেলার একেবারে গ্রামীণ বিধানসভা এলাকা আমডাঙায় পৌঁছবে । সেখান থেকে দুপুরের আহার সেরে তাঁর পদযাত্রা চলে যাবে নদিয়ার বড় জাগুলিয়াতে । সেখানেই রাত্রিযাপন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।